Firefox OS দিয়ে Gmail এ লগিন করার সময় "Password Incorrect" ত্রুটি ঠিক করা

(How to fix password errors when accessing Gmail on Firefox OS থেকে পুনঃনির্দেশিত)

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

সাধারণ সেটিং ব্যবহার করে যেন কোন তৃতীয়পক্ষ অ্যাপ আপনার Gmail অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে, এজন্য Google একটি নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করেছে। যদি সঠিক তথ্য দেয়ার পরও "Password Incorrect" বা এ ধরণের কোন বার্তা দেখতে পান, তবে এটি খুব সম্ভবত এই পরিবর্তনের কারণেই ঘটেছে।

যদি এই সমস্যা বারবার হতেই থাকে এবং আপনি নিশ্চিত থাকেন যে আপনার পাসওয়ার্ড সঠিক, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করে সমস্যাটি সমাধান করতে চেষ্টা করুন:

উপায় ১ - সুপারিশকৃত: আপনার Gmail অ্যাকাউন্টে দুই-ধাপের ভেরিফিকেশন চালু করুন।

  1. অ্যাপ পাসওয়ার্ড নির্ধারনের জন্য ধাপগুলো অনুসরণ করুন।
  2. MailE-Mail অ্যাপটি চালু করে আপনার নিয়মিত পাসওয়ার্ডের পরিবর্তে অ্যাপ পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করুন।

উপায় ২ আপনার Google অ্যাকাউন্টের বৈধতা সেটিংস পরিবর্তন করুন:

  1. আপনার ব্রাউজার ব্যবহার করে অ্যাকাউন্ট সেটিংস পাতায় যান।
  2. আপনার Google অ্যাকাউন্টে প্রবেশ করুন।
  3. Enable নির্বাচন করে Access for less secure apps কে অনুমতি দিন।

কয়েক মিনিটের মধ্যে, Firefox OS এর Mail অ্যাপ দিয়ে আপনার Gmail এ সাইন ইন করতে পারার কথা।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন