কীভাবে অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্স অনুরোধকৃত অনুমতিগুলোকে ব্যবহার করে থাকে?

কোন Android ডিভাইসে নতুন কোন সফটওয়্যার ইন্সটল করার সময়, আপনার কাছে অ্যাপ্লিকেশনটির ব্যবহার ও ডিভাইস ফিচার সংক্রান্ত একটি বার্তা দেখানো হতে পারে। সম্ভাব্য সকল ফিচার যাতে আপনি উপভোগ করতে পারেন, তার জন্য এই অনুমতিসমূহ প্রয়োজন।

Android এর জন্য Firefox এর ক্ষেত্রে এই অনুমতিসমূহ কী অর্থ রাখে সে বিষয়ে আমরা আলোচনা করব।

"অনুগ্রহপূর্বক খেয়াল রাখবেন: আপনি যদি অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে আপনি সেসব ফিচারসমূহ ব্যবহার করতে পারবেন না।"

আপনার ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ: Firefox Privacy Policy

আপনি যখন Android এর জন্য Firefox ইন্সটল করেন, তখন যেসব অনুমতির জন্য আপনার কাছে আবেদন জানানো হচ্ছে তার একটি নমুনা আপনাকে দেখানো হয়। প্রতিটি অনুমতির সাথে একটি করে সংক্ষিপ্ত বর্ণনা থাকে যাতে করে আপনি বুঝতে পারেন এটি কী কাজে ব্যবহৃত হচ্ছে। permissions

permissionspermissions 34

অনুমতিসমূহের জন্য একটি ব্যাখ্যা এখানে দেওয়া হল:

সম্প্রতি Google অ্যাপ্লিকেশন অনুমতি তালিকা সহজ করেছ, তাই আপনার সব অনুমতির তালিকা এখানে দেখতে পারবেন না। আরও তথ্য জানতে Google Support page দেখুন।
  • স্টোরেজ - SD কার্ডের উপাদান পরিমার্জন/আপসারণ করা। ডাউনলোডকৃত ফাইলসমূহ SD এ সংরক্ষণ করে রাখার সুযোগ এটি Firefox কে দেয়। আপনি যদি Firefox কে SD স্টোরেজে স্থানান্তর করতে Android সেটিংস অ্যাপ ব্যবহার করেন, তবে Firefox এর নিজস্ব সেটিংস এবং ইতিহাসও SD কার্ডে জমা করে রাখবে।
  • ব্রাউজারের ইতিহাস ও বুকমার্ক এটি Firefox কে আপনার Android ডিভাইসে মূল ব্রাউজার থেকে ইতিহাস ও বুকমার্কসমূহ সংগ্রহ করার অনুমতি দেয়।
  • আপনার অবস্থান(GPS location) - যখন আপনি আপনার অবস্থান ওয়েবসাইটে শেয়ার করবেন পছন্দ করেন, শুধুমাত্র তখনই GPS location ব্যবহৃত হয়। Firefox নিজে থেকে কখনই আপনার অবস্থান ব্যবহার করে না বা আপনার অনুমতি ছাড়া তা ওয়েবসাইটে শেয়ার করে না। Learn more about Firefox's location controls
  • ছবি তুলুন ও ভিডিও করুন - কোন ওয়েবপেজ যখন কোন ইমেজ ফাইল আপলোড করার আবেদন জানায়, তখন আপনি আপনার ডিভাইসের built-in ক্যামেরা ব্যবহার করে ছবি তুলতে পারেন। কোন সাইট যোগাযোগের জন্য যদি আপনার মাইক্রোফোন ব্যবহার করতে চায়, তবে তাও আপনি শেয়ার করতে পারেন — WebRTC সাইটটির ক্ষেত্রে তেমনটি হয়। প্রতিবার যখন কোন সাইট আপনার কাছে কোন ছবি বা কোন ধারণকৃত অডিও সংযুক্ত করার অনুমতি চাবে, Firefox সবসময় আপনার কাছে অনুমতি চেয়ে একটি বার্তা দেখাবে। কোন ক্ষেত্রেই আপনার ইচ্ছার ব্যতিরিকে এটি অডিও ধারণ করবে না, ছি তুলবে না বা ভিডিও ধারণ করবে না।
  • নেটওয়ার্ক যোগাযোগ (ইন্টারনেটে পূর্ণ প্রবেশাধিকার) - এটি ইন্টারনেটের মাধ্যমে ওয়েব পেজ, অ্যাড-অনস, এবং অন্যান্য উপকরণ ডাউনলোড করতে Firefox কে দিয়ে থাকে।
  • সিস্টেম টুলস (শর্টকাটগুলোকে ইন্সটল করা) - এটি আপনাকে Firefox ব্যবহার করে আপনার ডিভাইসের হোম স্ক্রীনে বুকমার্ক কিংবা ওয়েব অ্যাপ শর্টকাটসমূহ যুক্ত করতে দেয়ার অনুমতি দেয়।
  • সিস্টেম টুলস - Adobe Flash প্লাগ-ইন Firefox এর সেইসব সংস্করণে এই অনুমতি ব্যবহার করে থাকে যেগুলোতে Flash সাপোর্ট রয়েছে।
  • সিস্টেম টুলস - বৈশ্বিক সিস্টেম সেটিংসকে পরিমার্জন করে। যখন আপনি আপনার ডিভাইসে সর্বতভাবে sync সেটিং এ পরিবর্তন আনেন, তখন আপনার Firefox Sync অ্যাকাউন্ট সক্রিয় বা নিষ্ক্রিয় করতে Firefox এই অনুমতি ব্যবহার করে থাকে।
  • আপনার অ্যাকাউন্টসমূহ - এটি আপনার অ্যাকাউন্টের তালিকা ও একটি অ্যাকাউন্টের লগইন যোগ্যতাগুলোকে নিয়ন্ত্রণ করার অনুমতি দেয় আপনাকে। যদি আপনি আপনার Firefox Sync সেট আপ করেন, তবে Firefox আপনার Android Sync অ্যাকাউন্ট এ আপনার Sync অ্যাকাউন্ট সংযুক্ত করতে এই অনুমতি ব্যবহার করে থাকে।
  • Control Near Field Communication (NFC) - ডিভাইসে NFC chip ব্যবহারের সুযোগ দেয়। NFC এর মাধ্যমে দুইটি ডিভাইস ট্যাপ করে ট্যাব শেয়ারের জন্য Firefox এই অনুমতি ব্যবহার করে।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন