আমি কিভাবে Android এ লেখা কপি করে পেস্ট করবো?
This page does not exist in বাংলা (ভারত). You have been redirected to the বাংলা (বাংলাদেশ) version instead. If you would like to localize it into বাংলা (ভারত), click here. You can also see the English version of this page.
Android এর জন্য Firefox আপনাকে সহজে লেখাকে কপি ও পেস্ট করতে দিবে। এটি কিভাবে করতে হবে তা এই নিবন্ধটি আপনাকে দেখাবে ।
- একটি ওয়েব পেজে বা একটি এন্ট্রি ক্ষেত্রের মধ্যে একটি শব্দ নির্বাচন করার জন্য শব্দটিকে কিছু সময় ট্যাপ করে রাখুন।
- আপনি যে পরিমাণ লেখা অন্তর্ভুক্ত করতে চান তা কপি করতে সীমান্ত হ্যান্ডলগুলির সেট টেনে আনুন ।
- ক্লিপবোর্ডে নির্বাচিত লেখা গুলো কপি করার জন্য আবার চাপুন। একটি বার্তা প্রদর্শিত হয়ে লেখা কপি করা হয়ছে তা নির্দেশ করবে।
- আপনি এন্ট্রি ক্ষেত্রের যেখানে লেখা পেস্ট করতে চান সেখানে কিছু সময় চেপে। একটি
বাটন অথবা মেনু অপশন প্রদর্শিত হবে । - পেস্টে চাপুন। ক্লিপবোর্ড থেকে লেখা এন্ট্রি ক্ষেত্রের মধ্যে পেস্ট হয়ে যাবে ।
Android এর জন্য Firefox কপি এবং পেস্ট সমর্থন করে না, কিন্তু এটি সর্বশেষ সংস্করণে সংশোধন করা হয়েছে।
Android এর জন্য Firefox আপনাকে সহজে লেখাকে কপি ও পেস্ট করতে দিবে। এটি কিভাবে করতে হবে তা এই নিবন্ধটি আপনাকে দেখাবে ।
- একটি ওয়েব পেজের কোন শব্দকে নির্বাচিত করার জন্য কিছু সময়ের জন্য ট্যাপ করে রাখুন।
- কি পরিমাণ শব্দ আপনি কপি করতে চান তা সংযুক্ত করার জন্য বাউন্ডিং হ্যান্ডলের সেট কে টেনে নিয়ে আসুন।
-
- যখন আপনি আপনার কাঙ্ক্ষিত শব্দসমূহ কে উজ্জ্বল করেছেন, স্ক্রিনের উপরে টুলবারে থাকা কপি আইকনে ট্যাপ করুন।
-
- যে স্থানে বাক্যটি পেস্ট করতে চান সেখানে ট্যাপ করুন। এইটা হতে পারে কোন URL বার কিংবা বাক্য লেখার জায়গা।
- টুলবারে থাকা পেস্ট আইকন কে ট্যাপ করুন।