YouTube, Facebook এবং অন্যান্য ওয়েবসাইটে Flash ভিডিও সম্পূর্ণ পর্দা জুড়ে আসছে না

(Flash video won't play full screen on YouTube, Facebook and other websites থেকে পুনঃনির্দেশিত)

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

আপনি Flash ভিডিও দেখতে পারছেন কিন্তু সম্পূর্ণ পর্দা জুড়ে দেখতে পারছেন না এমন যদি হয় তবে Flash প্লেয়ার এবং ভিডিও ড্রাইভের মধ্যে সমস্যা আছে। কীভাবে এই সমস্যাটির সমাধান করা যায় তা এই নিবন্ধ বর্ননা করে।

libGL.so.1 লাইব্রেরী পুনরায় লোড করুন

Linux-এ Firefox চালু করার জন্য আগে ব্যবহৃত কমান্ডটি পরিবর্তন করে এই সমস্যার সমাধান করা যায়। সেক্ষেত্রে এখন থেকে Firefox-এর সাথে একটি গ্রাফিক্স লাইব্রেরিও load হবে:

  1. Ubuntu (এবং অন্যান্য GNOME-ভিত্তিক ডিস্ট্রিবিউশন): Preferences মেনুতে ক্লিক করুন এবং Main menu নির্বাচন করুন। Main Menu উইন্ডোটি দেখা যাবে।
  2. Internet নামের প্রোগ্রাম গ্রুপে ক্লিক করুন।
  3. Firefox Web Browser নির্বাচন করুন এবং Properties বাটনে ক্লিক করুন। Launcher Property উইন্ডো দেখা যাবে।
  4. Command বক্সে যা লেখা আছে তার আগে env LD_PRELOAD=/usr/lib/libGL.so.1 কোডটুকু লিখুন:

    fb604c309992ec8d1e1b5cabb49d593e-1249820004-202-1.png
  5. Launcher প্রাপার্টি উইন্ডো বন্ধ করতে Close বাটনে ক্লিক করুন।
  6. Main মেনু উইন্ডো থেকে বের হওয়ার জন্য Close বাটনে ক্লিক করুন ।

যদি সমস্যার সমাধান না হয় তবে পরবর্তী বিভাগে যান।

Zoom রিসেট করা

Firefox-এ জুম রিসেট করতে 0 চাপার সময় commandCtrl চেপে রাখুন।

যদি সমস্যার সমাধান না হয় তবে পরবর্তী বিভাগে যান।

Flash হার্ডওয়্যার ত্বরণ নিষ্ক্রিয় করা

দ্রষ্টব্য: যখন Flash ভিডিও সম্পূর্ণ পর্দা জুড়ে থাকে তখন হার্ডওয়্যার ত্বরণের ব্যবহার নির্ভর করে Flash setting-এর উপরে, Firefox-এর হার্ডওয়্যার ত্বরণ সেটিংয়ের উপর নয়।

নিশ্চিত করুন যে Flash-এর সর্বশেষ সংস্করণ ব্যবহার করছেন। সংস্করণ নির্ণয় করতে Adobe's About page দেখুন।

  1. Adobe Flash Player এর এই সহায়তা পেজেটিতে যান।
  2. ঐ পেজের Flash Player লোগোর উপর মাউসের ডান বাটনে ক্লিক করুনক্লিক করার সময় Control চেপে ধরুন । এরপর মেনু থেকে Settings এ ক্লিক করুন। Adobe Flash Player Settings স্ক্রিন আসবে।
  3. Display প্যানেল খুলতে Adobe Flash Player Settings উইন্ডোর নিচের বাম দিকের আইকনে ক্লিক করুন।
  4. Enable hardware acceleration হতে টিক চিহ্ন উঠিয়ে দিন।

    "fpSettings1.PNG" ছবি বিদ্যমান নয়।
  5. Adobe Flash Player Settings Window বন্ধ করতে Close বাটনে ক্লিক করুন।
  6. Firefox পুনরায় চালু করুন।

এতে যদি সম্পূর্ণ পর্দায় ভিডিও দেখা যায় তাহলে আপনার গ্রাফিক্স drivers আপগ্রেড করে নেওয়া উচিত।

যদি সমস্যার সমাধান না হয় তবে পরবর্তী বিভাগে যান।

Compiz-এ পুরো পর্দার উইন্ডো unredirect করা

Flash ভিডিও পুরো পর্দায় দেখবার ক্ষেত্রে Compiz OpenGL compositing manager ঝামেলা করে থাকে।

  1. General Options থেকে Compiz Config manager-এ যান।
  2. Unredirect Full Screen Windows-এ টিক চিহ্ন দিন।



Web Upd8 থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন