ফায়ারফক্সের ফ্লাশ ১১.৩ তে ভিডিও চলছে না

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

ফায়ারফক্সে ফ্লাশ ১১.৩ এবং রিয়েল প্লেয়ার ব্যবহারকারীরা জানিয়েছেন যে, ফেসবুক, ইউটিউব এর মত সাইটগুলোতে ফ্লাশ ভিডিও বা গেইমগুলো সাদা, কালো কিংবা ধূসর রঙের আসছে এবং চলছে না। রিয়েল প্লেয়ার এর সর্বশেষ সংস্করণে হালনাগাদের মাধ্যমে এই সমস্যার সমধান করা যেতে পারে।

দ্রষ্টব্যঃ এই নিবন্ধটি কেবল মাত্র উইন্ডোজ এবং ম্যাক এর জন্য প্রযোজ্য।

রিয়েল প্লেয়ার হালনাগাদ করা

  1. real.com থেকে রিয়েল প্লেয়ারের সর্বশেষ সংস্করণ ডাউনলোড করুন।
  2. ডাউনলোডকৃত ইনস্টলার অ্যাপ্লিকেশনটিতে দুইবার ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।


 

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন