Firefox OS এ কিভাবে পরিচিতি যোগ, শেয়ার এবং ব্যাবস্থাপনা করা যায়

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

Firefox OS এর Contacts অ্যাপ আপনার প্রিয় মানুষের সাথে যোগাযোগকে সহজ করে দেয়। কিভাবে পরিচিত যুক্ত করা, ব্যবস্থা কর এবং তা শেয়ার করা যায় শিখুন। এর ফলে আপনি অতি সহজেই সরাসরি আপনার পছন্দের ব্যাক্তিদের ফোন বা মেসেজ করতে পারবেন। দেখা যাক কিভাবে তা করা যায়!

কিভাবে Contacts অ্যাপটি কাজ করে?

Contacts অ্যাপটি ব্যবহার করে আপনি আপনার বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারেন। এই অ্যাপটিতে নিচের যেকোন অপশনসমূহ রয়েছে:

  • Phone
  • Email
  • Message
পরামর্শ: একটি পরিচিতিকে "Favorite" করুন এবং এটি আপনার পরিচিতি তালিকার শুরুতে দেখাবে

নিজে পরিচিতি যুক্ত করা

পুরানো উপায়ে কিভাবে পরিচিতি যুক্ত করতে হবে তা হল:

  1. স্ক্রিনে Add contact যুক্ত করতে সেটিংসে প্লাস বাটনটি ট্যাপ করুন।
    Manual contactfirefox os contacts 2.0
  2. একটি নাম, নাম্বার, ছবি, ইত্যাদি দিন।
  3. আপনার নতুন পরিচিতি সংরক্ষিত করতে, ডানে উপরে Done বাটনটি ট্যাপ করুন।

পরিচিতি নিয়ে আসা

যদি আপনার পরিচিতি SIM Card, SD Card অথবা Gmail, Outlook (and Hotmail) এবং Facebook accounts এ থেকে থাকে, Firefox OS এগুলো নিয়ে আসার মাধ্যমে আপনার সময় বাঁচায়।

Sim Card' অথবা Memory Card থেকে নিয়ে আসা

  1. Contacts contacts app অ্যাপ্লিকেশন খুলুন।
  2. গিয়ার আইকনে Gray FxOS settings gear ট্যাপ করুন।
  3. পরিচিতি নিয়ে আসতে Sim Card অথবা Memory Card এ ট্যাপ করুন।
    Contacts import
  4. {button Select all বাটন অথবা আপনি যে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তা ট্যাপ করুন।
  5. উপরে ডান দিকে থাকা {menu Import ট্যাপ করুন।
  6. যতক্ষণ না আপনার ডিভাইসে পরিচিতি নিয়ে আসা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করুন।
পরামর্শ: কিছু তৃতীয় পক্ষের অ্যাপ রয়েছে যা আপনার SD কার্ডের vCard ফাইলগুলো থেকে পরিচিতি নিয়ে আসতে পারে। দেখুন Marketplace

==Gmail, Outlook অথবা Facebook থেকে পরিচিতি নিয়ে আসুন

  1. Contacts contacts app অ্যাপ্লিকেশন খুলুন।
  2. গিয়ার আইকন Gray FxOS settings gear ট্যাপ করুন।
  3. নিয়ে আসতে {menu Gmail অথবা {menu Outlook অথবা {menu Facebook ট্যাপ করুন।
    Contacts import
  4. সাইন ইন করতে বললে করুন।
  5. আপনার লগিন তথ্য সম্পর্কে আপনার থেকে জানতে চাইবে।
  6. Select all বাটন ট্যাপ করুন অথবা আপনি যে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তা নির্বাচন করুন।
  7. উপরের ডান দিকে থাকা Import ট্যাপ করুন।

    Facebook import
  8. যতক্ষণ না আপনার ডিভাইসে পরিচিতি নিয়ে আসা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করুন।

Contacts এর মাধ্যমে Facebook এ সংযুক্ত করার একটি অপশন দিচ্ছে।

  • তাদের একটি Facebook বার্তা পাঠান
  • তাদের Facebook Wall এ পোস্ট করুন
  • তাদের Facebook প্রোফাইল দেখুন
Contact screencontact screen 2.0
পরামর্শ: "Favorite" নামে একটি পরিচিতি তৈরি করুন এবং এটি আপনার পরিচিতি তালিকার উপরে দেখাবে।

Sim Card অথবা Memory Card থেকে নিয়ে আসা

  1. Contacts contacts appcontacts 2.0 অ্যাপ্লিকেশন খুলুন।
  2. গিয়ার Gray FxOS settings geargear 2.0 আইকনে ট্যাপ করুন।
  3. Import Contacts এ ট্যাপ করুন।
  4. পরিচিতি নিয়ে আসতে Sim Card অথবা Memory Card এ ট্যাপ করুন।
    Contacts import
  5. আপনি যে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তা নির্বাচন করুন অথবা সম্পূ্র্ণ তালিকা নিয়ে আসতে Select all ট্যাপ করুন।
  6. Select all বাটন অথবা আপনি যে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তা ট্যাপ করুন।
  7. উপরে ডান দিকে থাকা {Import} ট্যাপ করুন।
পরামর্শ: কিছু তৃতীয় পক্ষের অ্যাপ রয়েছে যা আপনার SD কার্ডের vCard ফাইলগুলো থেকে পরিচিতি নিয়ে আসতে পারে। দেখুন Marketplace

Sim Card থেকে নিয়ে আসা

আপনার ফোনে যদি একাধিক SIM কার্ড থাকে, তবে আপনি সবগুলো থেকেই নিয়ে আসতে পারেন।

  1. Contacts contacts appcontacts 2.0 অ্যাপ্লিকেশন খুলুন।
  2. গিয়ার Gray FxOS settings geargear 2.0 আইকনে ট্যাপ করুন।
  3. Import Contacts এ ট্যাপ করুন।
  4. পরিচিতি নিয়ে আসতে Sim Card এ ট্যাপ করুন।
    contact import 12
  5. আপনি যে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তা নির্বাচন করুন অথবা সম্পূ্র্ণ তালিকা নিয়ে আসতে Select all ট্যাপ করুন।
  6. উপরে ডান দিকে থাকা Import ট্যাপ করুন।

Sim Card অথবা Memory Card থেকে নিয়ে আসা

আপনি vCard ফাইল (Version 3.0) তে থাকা পরিচিতিগুলো নিয়ে আসতে পারেন।

পরামর্শ: Excel-Sheet দিয়ে vCards নিয়ন্ত্রণ করার জন্য একটি উপকারী টুল VCard-Grid. VCard-Grid একটি তৃতীয় পক্ষের প্রোগ্রাম। আপনি যদি এটি ব্যবহার করতে অসুবিধার সম্মুখীন হোন, তবে এর ডেভেলপারের সাথে যোগাযোগ করুন।
  1. .vcf ফাইলটি আপনার Phone Memory (অভ্যন্তরীণ কার্ড) অথবা আপনার Memory Card (SD কার্ড)।
  2. Contacts Application টি খুলুন contacts appcontacts 2.0.
  3. Gray FxOS settings geargear 2.0 গিয়ার আইকনটি ট্যাপ করুন।
  4. Import Contacts ট্যাপ করুন।
  5. Internal card or SD Card থেকে পরিচিতি নিয়ে আসতে ট্যাপ করুন। ফলাফল: সব পরিচিতিগুলো আসতে শুরু করবে।
    contact import 13
    result contact import 13

Gmail অথবা Outlook থেকে নিয়ে আসুন

  1. Contacts contacts app অ্যাপ্লিকেশন খুলুন।
  2. গিয়ার Gray FxOS settings geargear 2.0 আইকনে ট্যাপ করুন।
  3. Import Contacts এ ট্যাপ করুন।
  4. পরিচিতি নিয়ে আসতে Gmail অথবা Outlook ট্যাপ করুন।
    contact import 12
  5. সাইন ইন করতে বললে করুন।
  6. Select all বাটন ট্যাপ করুন অথবা আপনি যে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তা নির্বাচন করুন।
  7. উপরের ডান দিকে থাকা Import ট্যাপ করুন।
    import gmailimport gmail 2.0
  8. যতক্ষণ না আপনার ডিভাইসে পরিচিতি নিয়ে আসা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করুন।

Facebook' থেকে পরিচিতি নিয়ে আসুন

  1. Contacts contacts app অ্যাপ্লিকেশন খুলুন।
  2. গিয়ার Gray FxOS settings geargear 2.0 আইকনে ট্যাপ করুন।
  3. Sync friends এর পাশে থাকা বাটনে ট্যাপ করুন।
    Facebook Sync Friends
  4. সাইন ইন করতে বললে করুন।
  5. আপনি যে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তা নির্বাচন করুন অথবা সম্পূ্র্ণ তালিকাকে নিয়ে আসতে Select all ট্যাপ করুন।
  6. পরিচিতি নিয়ে আসা চালু করতে Import ট্যাপ করুন।
    Facebook import

Contacts এর মাধ্যমে Facebook এ সংযুক্ত করার একটি অপশন দিচ্ছে।

  • তাদের একটি Facebook message পাঠান
  • তাদের Facebook Wall এ পোস্ট করুন
  • তাদের Facebook profile দেখুন
Contact screencontact screen 2.0

Facebook থেকে বন্ধুর পরিচিতি নিয়ে আসতে স্বয়ংক্রিয় ভাবে প্রোফাইলের সাথে লিঙ্ক করে দিবে, কিন্তু আপনি নিজে ও এটি করতে পারেন:

  1. পরিচিতি নির্বাচন করুন যার লিঙ্ক আপনি চান।
  2. উপরের ডান দিকে থাকা Import ট্যাপ করুন।
  3. একটি সম্ভাব্য মিলে যাওয়া Facebook বন্ধু দেখাবে। শুধু মাত্র সঠিকটায় ট্যাপ করুন এবং এটি সংযুক্ত হয়ে যাবে।

আরেকটি অ্যাপ থেকে পরিচিতি যুক্ত করুন

Messages, Email এবং Phone অ্যাপ থেকে পরিচিতি যুক্ত করুন। আপনি প্রতিটি অ্যাপ থেকে আলাদা করে পরিচিতি যুক্ত করতে পারেন অথবা বিদ্যমান পরিচিতিতেও তা যুক্ত করতে পারন।

  • Messages অ্যাপে, বার্তা খুলতে ট্যাপ করুন। নতুন পরিচিতি যুক্ত করতে অথবা বিদ্যমান পরিচিতিতে নাম্বার যুক্ত করতে, স্ক্রিনের শুরুতে ফোন নাম্বারে ট্যাপ করুন।
  • Email অ্যাপে, বার্তা খুলতে ট্যাপ করুন এবং আপনি যে ইমেইল টি যুক্ত করতে চাচ্ছেন তা ট্যাপ করুন। ইমেইল এড্রেসটি নতুন পরিচিতি ‌অথবা বিদ্যমান পরিচিতিতে যুক্ত করবেন কিনা তা নির্বাচন করুন।
  • Phone অ্যাপে, নতুন পরিচিতি যুক্ত করতে অথবা বিদ্যমান পরিচিতিতে নাম্বার যুক্ত করতে, কল লগে থাকা ফোন নাম্বারে ট্যাপ করুন।
    Add to contacts

নোট: এই সুবিধাটি ফায়ারফক্স ওএস এর ১.১ এবং নতুন সংস্করণে পাওয়া যাবে। Firefox OS এর কোন সংস্করণটি ব্যাবহার করছেন তা আপনি জানেন না? এখানে দেখুন কিভাবে খুজতে হয়।

একটি পরিচিতি মুছুন

  1. আপনি যে পরিচিতি মুছতে চাচ্ছেন তাতে ট্যাপ করুন।
  2. উপরের ডান দিকের কোণায় Edit Contact বাটন edit contactedit contact 2.0 ট্যাপ করুন
  3. Scroll down to the bottom of the screen, tap Delete Contact and then Remove.

অন্য ডিভাইসে পরিচিতি নিয়ে যান

SIM কার্ড, মেমোরি কার্ড অথবা ব্লুটুথ দিয়ে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পরিচিতি নিয়ে যান।

  1. Contacts অ্যাপ চালু করুন, Settings দেখার জন্য উপরের ডান দিকের কোণায় থাকা Settings গিয়ার আইকন ট্যাপ করুন।
    export sim
  2. আপনি SIM কার্ড, মেমোরি কার্ড অথবা ব্লুটুথের মাধ্যমে পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন কিনা তা নির্বাচন করুন। আপনি যদি ব্লুটুথ নির্বাচন করেন, পরবর্তি স্ক্রিনে আপনাকে ডিভাইস নির্বাচন করতে হবে যেখান থেকে আপনি পরিচিতি আনতে চাচ্ছেন।
  3. বর্তমানে আপনার ফোনে যে সকল পরিচিতি আছে তা স্ক্রিনে দেখাবে। আপনি যে সকল পরিচিতি নিয়ে আসতে চাচ্ছেন তার পাশের বক্সে ট্যাপ করুন, অথবা সকল পরিচিতি নিয়ে আসতে Select all ট্যাপ করুন।
  4. আপনার পরিচিতি নির্বাচন হয়ে গেলে স্ক্রিনের শুরুর ডান দিকের কোণায় থাকা Export বাটন ট্যাপ করুন।
    choose contacts

একটি বার্তায় আপনাকে অগ্রগতি দেখাবে। যখন পরিচিতি নিয়ে আসা শেষ হয়ে যাবে, আপনি অ্যাপটি বন্ধ করে দিতে পারন।

আপনি এখন পরিচিতি যুক্ত করতে, তাদের ফোন করতে অথবা বার্তা পাঠাতে পারেন। আরও তথ্যের জন্য Firefox OS এ কল করুন এবং ভয়েসমেইল এক্সেস করুন দেখুন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন