Firefox OS এ ক্যালেন্ডার যোগ করা

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

ক্যালেন্ডার অ্যাপটি চালু করতে, ক্যালেন্ডার আইকনে ট্যাপ করুন । এজন্য আপনাকে এক বা একাধিকবার স্ক্রিনকে ডানদিকে সোয়াইপ করার প্রয়োজন হতে পারে:

Open Calendar

ক্যালেন্ডার অ্যাপটি খোলা থাকা অবস্থায় ইতিমধ্যে থাকা একটি ক্যালেন্ডারকে আপনি নিয়ে আসতে পারেন বা নতুন একটি তৈরি করার সুযোগ পাবেন ।

আপনার ক্যালেন্ডারকে পরিচিত করাতে

একটি ক্যালেন্ডার আনতে (উপরে বামে) মেন্যু আইকন ট্যাপ করুন।

Add Offline Calendar

পরবর্তী প্যানেল থেকে যোগ চিহ্নটি ট্যাপ করুন।

add calendar

একটি স্লাইডিং প্যানেল আসবে, যেখান থেকে আপনি আপনার ক্যালেন্ডার সেবাদাতা নির্বাচন করতে পারবেন । আপনি যে ধরণের ক্যালেন্ডার যোগ করতে চান তা নির্বাচন করুন এবং পরবর্তী নির্দেশগুলো অনুসরণ করে লগ ইন করুন ।

Calendar Provider

জ্ঞাত সমস্যা - Yahoo! ক্যালেন্ডার: বর্তমানে Firefox OS ১.০ থেকে ১.৪ পর্যন্ত সংস্করণ Yahoo! ক্যালেন্ডার সমর্থন করে না। যদি বৈশিষ্ট্যগুলো কাজ করেও, আপনি Yahoo! ক্যালেন্ডার থেকে কোন ঘটনা আনতে বা ঘটনা যোগ করতে পারবেন না। আমরা আশা করছি এই সমস্যাটি ১.৫ তম সংস্করণে সমাধান হয়ে যাবে । আরো জানতে দেখুন bug 974554.

আপনি Firefox এর কোন সংস্করণ ব্যবহার করছেন জানতে আমি Firefox OS এর কোন সংস্করণ ব্যবহার করছি কিভাবে খুঁজে পাব?

আপনি সঠিকভাবে সব ধাপ অনুসরণ করলে আপনি বিদ্যমান ক্যালেন্ডারগুলোর একটি তালিকা পাবেন । এর মধ্যে যেগুলো Firefox OS এর সাথে সিঙ্ক করতে চান, সেগুলো এখান থেকে ট্যাপ করুন ।

Choose Calendar

পছন্দের ক্যালেন্ডারগুলো নির্বাচন করা হয়ে গেলে এগিয়ে যান এবং নিচের বাম কোণা থেকে সেটিংস আইকনটি ক্লিক করুন :

Calendar Settings Icon

এরপর আপনাকে অ্যাকাউন্ট সেটিংস স্ক্রিনে নিয়ে আসা হবে, যেখানে আপনি, উদাহরণস্বরূপ, বর্ধিত সময় নির্ধারণ করে দিতে পারেন যার ভিত্তিতে আপনার ক্যালেন্ডারগুলো সিঙ্ক হবে ।

Calendar Import Settings

সেটিংস নির্ধারণ সম্পন্ন হয়ে গেলে এবং আপনি Done ক্লিক করলে আপনার ক্যালেন্ডার এন্ট্রিগুলো যোগ হয়ে যাবে এবং দৃশ্যমান হবে ।

Calendar Entries

ম্যানুয়ালি ক্যালেন্ডার এন্ট্রি

সরাসরি ডিভাইসে ক্যালেন্ডার এন্ট্রি করতে উপরের ডান দিক থেকে + ক্লিক করুন ।

Calendar Add Entry

ইভেন্ট স্ক্রিন থেকে এগিয়ে যান এবং আপনার ইভেন্ট সম্পর্কিত সব তথ্য যোগ করুন । আপনি চাইলে ইভেন্টের সাথে সম্পর্কিত কিছু মন্তব্যও যোগ করতে পারেন ।

Event Details

ইভেন্ট সম্পর্কিত সব তথ্য দেয়া হয়ে গেলে এগিয়ে যান এবং উপরের ডান পাশ থেকে Save ট্যাপ করুন । এতে আপনার ইভেন্টটি যুক্ত হবে এবং আপনাকে ক্যালেন্ডার ভিউতে ফেরত নেয়া হবে ।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন