Troubleshooting

সমস্যা নির্ণয় ও ফিক্স করতে পদ্ধতিসমূহ

ম্যালওয়্যার দ্বারা সৃষ্ট ফায়ারফক্স এর সমস্যাগুলো সমাধান করুন

ম্যালওয়্যার হল এক ধরনের সফটওয়্যার যেগুলো তৈরী করা হয়েছে যাতে করে তা আপনাকে না জানিয়েই কোন কম্পিউটার কে আক্রমন করতে পারবে। আমরা বর্ননা করব কিছু সাধারন লক্ষন, কিভাবে এটিকে ইন্সটল হওয়া হতে বিরত রাখা যায় এবং কিভাবে এটিকে অপসারন করতে হয়।

Safe Mode ব্যাবহার করে Firefox এর বিভিন্ন সমস্যা সমাধান করুন

Firefox এর বিভিন্ন সমস্যা খুজে বের করতে ও তা সমাধান করতে সেফ মুড ব্যাবহার করা হয়।আমরা বর্ননা করবো কিভাবে সেফ মুডে যাওয়া যায় এবং এটির নানা অপশনগুলো কী করে থাকে।

এক্সটেনশন, থিম এবং হার্ডওয়্যার এক্সিলারেশন সম্পর্কিত সমস্যার সমাধান

ফায়ারফক্সের এক্সটেনশন, থিম অথবা হার্ডওয়্যার এক্সিলারেশন জনিত কারনে সমস্যা হচ্ছে কি না, তা যাচাই করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন। তারপর সমাধানের ধাপ অনুসরন করুন।

সমস্যার সমাধানের জন্য Firefox এর পছন্দ পুনরায় ঠিক করুন

ফায়ারফক্সের সমস্যা সমাধানের সময়, ব্যবহারকারীর পছন্দ পুনঃনির্ধারন করলে তা সমস্যার সমাধানে সাহায্যকারী হয়। কিভাবে এটি করতে হবে , তা এই নিবন্ধটি বলে দিবে ।

Firefox এর সমস্যার সমাধান এবং পর্যালোচনা করুন

এই ট্রাবলশুটিং ধাপগুলো অনুসরণের মাধ্যমে ফায়ারফক্স সম্পর্কিত প্রায় সকল সমস্যার সমাধান করা যায়। প্রথম থেকে শুরু করুন এবং সমস্যা গুলো সমাধান না হওয়া পর্যন্ত চলতে থাকুন।

ইংরাজীতে

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন