প্লাগিন সক্রিয় করতে আমাকে কেন ক্লিক করতে হবে?

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 123668
  • নির্মিত:
  • রচয়িতা: Modhurima Chowdhury Proma
  • মন্তব্য: হালকা পরিবর্তন হয়েছে
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

"flashblocked" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।

অতীতে , নিরাপত্তা বা স্স্থায়ীত্ব ত্রুটি থাকা plugins হতে আপনাকে সুরক্ষা প্রদানের জন্য Firefox শুধুমাত্র সেই সমস্যা আক্রান্ত প্লাগইনটি বন্ধ রাখত। কিন্তু এখন সমস্যা আক্রান্ত এসব প্ল্যাগিনগুলোকে স্বয়ংক্রিয়ভাবে চালু হতে Firefox বাধা প্রদান করতে পারে। এই বাধা প্রদান করার ফলেই আপনি নানা ধরনের সমস্যা হতে মুক্তি পান। বাধা প্রদান করার পর Firefox আপনাকে নির্ধারন করতে দেয় যে আপনি সেই প্লাগইনটি চালাবেন নাকি তা হালনাগাদ করবেন। এটি যেভাবে কাজ করে তা নিচে বর্ননা করা হল।

নোট: এটি আপনার সর্বশেষ সংস্করণের ফায়ারফক্স release এর জন্য প্রযোজ্য যা mozilla.org/ থেকে ডাউনলোড করা যাবে।

যখন প্লাগইন blocked by Mozilla from running automatically because of stability or security issues হবে তখন কি করতে হবে তা এই নিবন্ধটি বর্ণনা করবে। সর্বাধিক প্লাগইন এখনও সক্রিয় করা প্রয়োজন যদিও Mozilla Plugin Check page রিপোর্ট হালনাগাদ করা হয়নি কারন Add-ons Manager এ ডিফল্টরূপে (Adobe Flash বাদে) Firefox এখন "Ask to Activate" প্লাগইন সেট করে। আরও তথ্যের জন্য this blog post দেখুন।

কিভাবে ক্লিক করলেই চালু কাজ করে?

  1. যখন Firefox কোন প্লাগইনকে বন্ধ করে দেয় তখন আপনি একটি মেসেজ পান যা দেখতে এটার মত
    Click to play 1
  2. তখন আপনি আপনার প্লাগইনটি চালু বা হালনাগাদ করার জন্য নির্বাচন করতে পারবেন ।(যদি এটার কোন হালনাগাদ থেকে থাকে)
    • যদি আপনি একটিভ প্লাগইন এ ক্লিক করেন তাহলে অনুপস্থিত কন্টেন্টগুলো সাধারণভাবেই প্রদর্শন হওয়া শুরু করবে। যাইহোক পরবর্তি সময়ে যদি আপনি সেই সাইটটি আবার প্রদর্শন করেন বা অন্য কোন সাইট ভিজিট করেন যা সেই প্লাগইনটি ব্যবহার করে তাহলে আপনি এই মেসেজটি আবারও দেখতে পাবেন।
    Click to play 2
    • যদি মেসেজটিতে "Check for updates..." পাওয়া যায় এবং আপনি এটিতে ক্লিক করুন..
    Click to play 3
    • আপনাকে Mozilla Plugin Check পেজে নিয়ে যাওয়া হবে যেখানে আপনি অপ্রচলিত প্লাগইন আপডেট করার জন্য লিঙ্ক দেখতে পাবেন।
    Click to play 4
  1. যখন Firefox একটি প্লাগইন ব্লক করবে আপনি এই অনুরূপ একটি বার্তা দেখতে পাবেন:
    Click to play 1 new
  2. এরপরে আপনি প্লাগইন চালানো বা এটি আপডেট করতে পারবেন (যদি আপডেট পাওয়া যায়)
    • যদি আপনি সক্রিয় করতে ক্লিক করেন এবং প্লাগইন অনুমতি দেয়, তাহলে হারিয়ে যাওয়া বিষয়বস্তুর সাধারণভাবে লোড করা হবে (যদি না হয়, পৃষ্ঠাটি পুনরায় লোড করুন এবং আবার চেষ্টা করুন) তবে, পরের বার আপনি যখন সাইটে বা অন্য কোথাও যান এবং ঐ প্লাগইন ব্যবহার করেন, আপনি এই বার্তার আবার দেখতে পাবেন।
    Click to play 2 new
    • যদি মেসেজটিতে "Check for updates..." পাওয়া যায় এবং আপনি এটিতে ক্লিক করুন...
    Click to play 3 new
    • তাহলে আপনাকে প্লাগইন পরীক্ষার পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে যেখানে আপনাকে মেয়াদঊত্তীর্ণ প্লাগইনগুলোর হালানাগদের জন্য লিংক দেওয়া হবে।
    AdobeFlash-plugincheck

কখন কোন প্লাগইনকে হালনাগাদ না করে তা চালু করা ঠিক?

প্লাগইন হালনাগাদ করা সবসময়েই সবচেয়ে উত্তম সুরক্ষিত কাজ, কিন্তু কোন কোন সময় এটা করা সম্ভব হয় না।যেমন ধরুন: আপনার কাজের ক্ষেত্রের বা স্কুলের কম্পিউটারটি হালনাগাদ করার কোন অনুমতি হয়ত আপনার নেই। ঠিক এই রকম অবস্থায় আপনি আপনার সেই সময়ের কাজের উপর নির্ভর করে একটি বুদ্ধিমান সিদ্ধান্ত গ্রহন করতে পারেনঃ

  • যদি আপনি একটি বিশ্বস্ত সাইট ব্যাবহার করতে থাকেন যেমন YouTube অথবা কর্মক্ষেত্রের বা স্কুলের জন্য বিশেষ কোন সাইট , যদি সাইটের কনটেন্ট প্রদর্শনের জন্য আপনি মনে করেন যে আক্রান্ত প্লাগইনটি ব্যাবহার সুরক্ষিত তাহলে আপনি সেটা সক্রিয় করতে পারেন।
  • আপনি যদি সাইটকে সম্পুর্নভাবে বিশ্বস্ত মনে না করেন যেমন কোন ফরম প্রদর্শন হচ্ছে..যেমন, কোন লিংক, আপনি সম্ভবত তাই প্লাগইনটি সক্রিয় করতে চাচ্ছেন না।

কিভাবে বিশ্বস্ত কোন ওয়েবসাইটের জন্য একটি প্লাগইন সবসময় সক্রিয়া রাখা যায়?

যদি আপনার পক্ষে কোন প্লাগইন হালনাগাদ করতে সম্ভব না হয় এবং যদি আপনি একটি বিশ্বস্ত ওয়েবসাইট ব্যবহার করছেন তাহলে আপনি সেট করতে পারেন যে যখনই সেই সাইটি আপনি ব্যাবহার করবেন তখনই প্লাগইনটি নিজে থেকে সয়ংক্রয়ভাবে চালু হয়ে যাবে ।

  1. আড্রেস বারের প্লাগইন এর লাল রং আইকনে ক্লিক করলে একটি ম্যাসেজ এর উইন্ডো খুলবে।
  2. ম্যাসেজ এর উইন্ডোটির এর নিচের দিকে থাকা ড্রপডাউন মেনু { menu Activate All Plugins} ক্লিক করুন এবং Always activate plugins for this site নিবার্চন করুন।

    Always activate Win 8
  1. আড্রেস বারের প্লাগইন এর লাল রং আইকনে ক্লিক করুন এবং একটি ম্যাসেজ এর উইন্ডো খুলবে।
  2. ম্যাসেজ প্যানেলে থাকা Allow and Remember মেনুতে ক্লিক করুণ।
    Blocklisted-ActivateFlash
    • এখন, যখনই আপনি সেই সাইটটি পরিদর্শন করবেন তখনই প্লাগইনটি নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে এবং "Click to activate" এই মেসেজটি আর প্রর্দশিত হবে না।