ফায়ারফক্সে SSLv3 error বার্তা এর মানে কি?

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 92925
  • নির্মিত:
  • রচয়িতা: R.S Fatin
  • মন্তব্য: Finally,completed it!!
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
ফায়ারফক্স ভার্সন ৩৩ অথবা আর নিচেঃএই আর্টিকেল ফায়ারফক্স এর নতুন ভার্সন এর জন্য প্রজজ্জ । তুমি যদি নতুন ভার্সন ব্যবহার না করতে পার তাহলে , তাহলে ইন্সটল করঃ official Mozilla add-on to disable SSLv3 immediately.

ফায়ারফক্স ব্যাবহার এর শুরুতে , ফায়্রফক্স সিকিয়ুর সকেট লেয়ার ভার্সন ৩.০ (SSlv3) অকেজ করবে তোমার তথ্য রক্ষা করার জন্য । SSlv3 এমন এক ধরনের টেকনোলজি যা ওয়েবসাইটস ব্যাবহার করে যোগ হয় সারভার এর সাথে। এটা এখন আর নিরাপত নয়, তাই হেকারসরা সংযোগ এর সময় সহজেই তোমার বেক্তিগত তথ্য শুষে নে। আরও তথ্যর জন্য দেখঃ this blog post.

ঝুঁকিপূর্ণ সাইট গুলো তে গেলে কি হয়

তুমি যখন কোন SSlv3 সহায়তা সাইট এ প্রবেশ কর, তখন ফায়ারফক্স সেই সাইট কে বাধা দিবে এবং এই বার্তা ডিসপ্লে করবেঃ " নিরাপদে সংযোগ করা যাচ্ছে না"। তুমি যদি এই বার্তা দেখ, ওয়েবসাইট এরে মালিককে বল তার সাইট এর সমস্যার কথা।

অতিরিক্ত সতর্কতা

আরও আক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্য , ফায়ারফক্স কে up to date। আপডেট করার সবচেয় সহজ উপাই হচ্ছে তা অটোমেটিক আপডেট এ সেট করাঃ #মেনু বাটন এ টিপ দাও "new fx menu" ছবি বিদ্যমান নয়।,তারপর টিপও OptionsPreferences. Advanced প্যানেলটি টিপ দাও,তারপ্র Updateবাটন টিপ দাও, এবং Automatically install updates দেওয়া আছে নাকি নিশ্চিত কর।

তুমি যদি তোমার ফায়ারফক্স এর লিনাক্স বিতরণ এর প্যাকেজ ভার্সন ব্যাবহার করে থাকো , তাহইলে কোনও আপডেট ট্যাব থাকবে না প্যানেল এ। পরিবর্তে ,আপনার বিতরনের আপডেট ম্যানেজার দারা ফায়ারফক্স আপডেট পরিচালিত হয় এবং যেকোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে ইন্সটল হয়া উচিত। { /for}