প্লাগিন কাজ না করার সতর্কবাণী

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

দ্রষ্টব্য: Mac এর জন্য এই নিবন্ধটি প্রযোজ্য নয়।
দ্রষ্টব্য: Linux এর জন্য এই নিবন্ধটি প্রযোজ্য নয়।

নোট: এটি আপনার সর্বশেষ সংস্করণের ফায়ারফক্স release এর জন্য প্রযোজ্য যা mozilla.org/firefox থেকে ডাউনলোড করা যাবে।

যদি Firefox আপনাকে "Warning: Unresponsive plugin" এমন কোন বার্তা দেখায়, তারমানে কোন প্লাগইন যেমন, ফ্ল্যাশ প্রত্যাশিত সময়ের চেয়ে বেশী সময় নিচ্ছে। এই নিবন্ধে কিছু সমাধান দেওয়া হলো

Firefox Plugin Hang UI

আমি কি ব্যবস্থা নিতে পারি?

যদি আপনি একবার এই ধরনের সতর্ক বার্তা দেখতে পান, তাহলে চেষ্টা করুন Continue বাটনে ক্লিক করে প্লাগইন কে অনুরোধকৃত কাজের জন্য বেশী সময় দিন। এই ব্যবস্থা সকল ক্ষেত্রে সফল না হতেও পারে। যদি আপনি দ্বিতীয়বারের মত এই সমস্যার সম্মুখীন হন তাহলে Stop plugin ক্লিক করে plugin stop immediately (crash) ক্র্যাশ রিপোর্ট তৈরি করুন।

প্লাগইনস কে হ্যাং করা থেকে বিরত রাখা

যদি প্রায়ই আপনি এমন সতর্ক বার্তা পেয়ে থাকেন তাহলে আপনি যা করতে পারেনঃ

  • প্লাগইনস আপডেট করুন
  • বিভিন্ন প্লাগইনস (ফ্ল্যাশ ভিডিও, গেমস, গান ইত্যাদি) অন্য ট্যাবে চালু থাকলে সেগুলো বিরত রাখা বা ট্যাব বন্ধ করা।
দ্রষ্টব্য: যদি আপনি কেবল নির্দিষ্ট ওয়েবসাইটে এই সমস্যা দেখতে পান, তাহলে আপনার ইন্টারনেট এর নিরাপত্তারক্ষী সফটওয়্যার হয়ত ঐ কন্টেন্ট ব্লক করে রাখছে। আপনার ইন্টারনেট এর নিরাপত্তারক্ষী সফটওয়্যার এর লগ ফাইল পড়ুন বা সফটওয়্যার সেবাদানকারীর সাথে যোগাযোগ করে দেখুন ঐ ওয়েবসাইটের কন্টেন্ট ব্লক করা আছে কিনা।

এই সতর্কবার্তা কে নিষ্ক্রিয় রাখা

আপনি যদি চান প্লাগইন হ্যাং হলে আপনাকে সতর্কবার্তা দেখাবেনা তাহলে "Don't ask me again" চেকবক্সে ক্লিক করতে পারেন। আপনি যদি এই কাজ করেন তাহলে Firefox প্লাগইন কে ৪৫সেকেন্ড পর্যন্ত সময় নিবে তারপরে ক্র্যাশ ক্র্যাশ রিপোর্ট পাঠাবে।

আপনি যদি এটাকে পুনরায় সক্রিয় করতে চান, তাহলে নিচের মত করে করুনঃ

  1. address bar এ, টাইপ করুন about:config এবং প্রেস করুন EnterReturn

    • এই about:config এ "This might void your warranty!" এই সতর্ক বার্তা প্রদর্শিত হতে পারে। about:config page এর সাথে থাকতে ক্লিক করুন I accept the risk!
  2. about:config পেজ থেকে dom.ipc.plugins.hangUITimeoutSecs খুঁজুন।
  3. মাউসের ডান বাটনে ক্লিক করুনক্লিক করার সময় Control চেপে ধরুন সেখানে থেকে Reset নির্বাচন করুন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন