সংরক্ষিত করা লগইনস এবং পাসওয়ার্ড সুরক্ষিত রাখতে Master Password ব্যবহার করুন

Firefox ইউজারনেম এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারে যা দিয়ে আপনি অনলাইন সেবা যেমনঃ ব্যাংকিং এবং ইমেইল ওয়েবসাইট পরিচালনা করতে পারেন। আপনি যদি অন্য কারো সাথে কম্পিউটার শেয়ার করেন, তাহলে মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করা আপনার জন্য উপযুক্ত হবে।

আপনি মাস্টার পাসওয়ার্ড ঠিক করে দেবার পর Firefox এর আপনার সংরক্ষণ করা পাসওয়ার্ড পরিচালনা করার দরকার হলে আপনাকে সেটি আবারও দিতে বলা হবে।
Master Password - Win1

দ্রষ্টব্য: আপনি মাস্টার পাসওয়ার্ড ঠিক করার পর এটিকে প্রথমবার দিতে বলা হবে যখন আপনি নতুন পাসওয়ার্ড স্মরণ করেন অথবা পাসওয়ার্ড মুছে ফেলেন এবং প্রতি Firefox সেশনে আপনি পাসওয়ার্ড দেখাতে চাইলেও মাস্টার পাসওয়ার্ড দিতে হবে।

মাস্টার পাসওয়ার্ড তৈরি করা

মৌলিকভাবে, সংরক্ষণ করা কোন কিছু রক্ষা করতে Firefox মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করে না। মাস্টার পাসওয়ার্ড তৈরি করতে:

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. ক্লিক করুন Security প্যানেলে।
  3. চেক মার্ক করুন Use a master password.Master Password - Win2
    The Change Master Password ডায়ালগ দেখাবে।
  4. আপনার মাস্টার পাসওয়ার্ড দিন। The Password quality meter দেখাবে যে পাসওয়ার্ডটি অনুমান করা কতটা কঠিন। গুণগত পাসওয়ার্ড তৈরি করতে, আপনার মাস্টার পাসওয়ার্ডে নিম্নলিখিত বিষয়গুলো থাকা প্রয়োজন :
    • অন্তত একটি বড় হরফের বর্ণ।
    • এক বা অধিক অঙ্ক।
    • অন্তত একটি বর্ণ-সংখ্যাবিহীন উপাদান, যেমন: @ # $ % ^ & * ( )।
    • আপনি এবং শুধুমাত্র আপনিই যাতে আপনার নিরাপদ তথ্য পুনরুদ্ধার করতে পারেন সেজন্য এমন পাসওয়ার্ড তৈরি করুন যা স্মরণ করা আপনার পক্ষে সহজ, কিন্তু অন্যদের পক্ষে অনুমান করা কঠিন। পাসওয়ার্ড নির্বাচন বিষয়ে আরও তথ্যের জন্য, দেখুন আপনার পরিচয় নিরাপদ রাখতে সাবধানী পাসওয়ার্ড তৈরি করুন
  5. আপনি পাসওয়ার্ড নিয়মিতভাবে দিতে পারছেন কিনা সেটি নিশ্চিত করতে দ্বিতীয়বার পাসওয়ার্ড দিন।Master Password - Win3
  6. মাস্টার পাসওয়ার্ড তৈরি করতে, ক্লিক করুন OK
  7. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

মাস্টার পাসওয়ার্ড অপসারণ করা

আপনার যদি মাস্টার পাসওয়ার্ডের প্রয়োজন না হয়, তাহলে আপনি যেকোনো সময় এটা অপসারণ করতে পারেন:

গুরুত্বপূর্ন: মাস্টার পাসওয়ার্ড ছাড়া আপনার কম্পিউটার পরিচালনা করতে পারে এমন কেউ Firefox এ আপনার সংরক্ষিত পাসওয়ার্ড দেখতে পারেন।
  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. ক্লিক করুন Security প্যানেলে।
  3. আনচেক মার্ক করুন Use a master password। The Remove Master Password ডায়লগ খুলবে।
  4. বর্তমান পাসওয়ার্ড দিন যাতে নিশ্চিত হয় আপনি এটিকে অপসারণে অনুমতিপ্রাপ্ত।
  5. ক্লিক করুন Remove
  6. ক্লিক করুন OK সেই ডায়লগে যেটি এটার অপসারণ নিশ্চিত করতে দেখায়।
  7. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

মাস্টার পাসওয়ার্ড পরিবর্তন করা

আপনি যেকোনো সময় আপনার মাস্টার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন:

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. ক্লিক করুন Security প্যানেলে।
  3. ক্লিক করুন Change Master Password
  4. বর্তমান পাসওয়ার্ড দিন যাতে নিশ্চিত হয় আপনি এটির পরিবর্তনে অনুমতিপ্রাপ্ত।
  5. নতুন মাস্টার পাসওয়ার্ড দুইবার দিন।
    • দুইটি ঘর ফাঁকা রাখলে আপনার মাস্টার পাসওয়ার্ড অপসারিত হবে।
  6. পরিবর্তিত মাস্টার পাসওয়ার্ড গ্রহণ করতে, ক্লিক করুন OK
  7. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।




Master password (mozillaZine KB) হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন