ওয়েব সাইটের ইন্টারঅ্যাক্টিভ বিষয়বস্তু দেখার জন্য জাভা প্লাগইন ব্যবহার করুন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

গুরুত্বপুর্ণ: নিরাপত্তার জন্য জাভা প্লাগইন এর কিছু সংস্করণ কে ফায়ারফক্স স্বয়ংক্রিয়ভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে। তবুও যদি আপনার দরকার হয় তাহলে আপনি এখনও বিশ্বস্ত সাইটসমূহে জাভা সচল করে ব্যাবহার করতে পারেন। শিখুন কিভাবে করা সম্ভব

গেমের মত অন্যান্য আকর্ষনীয় জিনিস প্রদর্শনের জন্য অনেক ওয়েব পেজ জাভা অ্যাপলেটস ব্যাবহার করে থাকে। ফায়ারফক্সে জাভা প্লাগইন চালানোর পূর্বে আপনার কম্পিউটারে অবশ্যই জাভা প্লাগইন সঠিকভাবে ইন্সটল থাকতে হবে এবং তা অবশ্যই চালু থাকতে হবে। জাভা হল একটি প্রোগ্রামিং ভাষা যেটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স এবং অন্যান্য কম্পিউটার সিস্টেমে চালানো সম্ভব। এই নিবন্ধটি আপনাকে জাভা ইনস্টল বা হালনাগাদ করতে সাহায্য করে এবং ফায়ারফক্সে এটি চালানোর উপায়ও বর্ণনা করে।

  • জাভা এবং জাভাস্ক্রিপ্ট একই নয় (জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে আরও তথ্যের জন্য এই নিবন্ধটি দেখুন)।

সূচীপত্র

জাভা ইনস্টল অথবা আপডেট করা

নিজে জাভা ইন্সটল বা হালনাগদ করুন

  1. java.com এর ডাউনলোড পেজটিতে যান।
  2. Free Java Download বাটনটি ক্লিক করুন।
  3. জাভা ইনস্টলারটি আপনার কম্পিউটারে ডাউনলোড করতে Agree and Start Free Download বাটনটি ক্লিক করুন।
  4. ডাউনলোড সম্পূর্ণ হওয়ার পর ফায়ারফক্স বন্ধ করুন।
  5. জাভা ইনস্টলেশন চালু করতে আপনি যে ফাইলটি ডাউনলোড করেছিলেন তা খুলুন।

স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ

উইন্ডোজ এর জন্য জাভা এর মধ্যে একটি স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ সুবিধা থাকে যেটি প্রায়ই হালনাগাদ খুঁজে থাকে এবং যখনই আপনার ইনস্টলেশনের জন্য নতুন হালনাগাদ সংস্করণ আসে তখনই এটি আপনাকে অবগত করে।আপনি Java Control Panel এর আপডেট ট্যাবে আপনার আপডেট সেটিংস দেখতে বা পরিবর্তন করতে পারেন। আরো তথ্যের জন্য, Java এর সাহায্য পৃষ্টা দেখুন , Java Auto Update কি ? আমি কিভাবে ঘোষণা করার সেটিংস পরিবর্তন করবো?

নোট: গুরুত্বপূর্ণ নিরাপত্তা ক্রুটি হতে রক্ষা পেতে এবং ডিস্কের জায়গা বাঁচাতে, আপনার উচিত জাভার পুরোনো সংস্করণ যেটি হয়ত এখনও ইনস্টল রয়েছে তা মুছে ফেলা। । আরও তথ্যের জন্য, জাভা সাহায্য পৃষ্ঠা কিভাবে আমি আমার উইন্ডোজ কম্পিউটার হতে জাভা মুছে ফেলতে পারি? দেখুন।

ম্যাক ওএস এক্স ১০.৬ এবং পুর্ববর্তী সংস্করণ

জাভা অপারেটিং সিস্টেম এর সঙ্গেই ইনস্টল করা রয়েছে। জাভা হালনাগাদ করতে, ম্যাক ওএস এক্স সফটওয়্যার হালনাগাদ সুবিধা ব্যবহার করুন।

ম্যাক ওএস এক্স ১০.৭ এবং পরবর্তী সংস্করণ

জাভা স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে থাকে না। জাভার সর্বশেষ সংস্করণ ইনস্টল করতে, java.com এর ডাউনলোড পৃষ্ঠায় যান। জাভা ইনস্টল করার জন্য সিস্টেমের চাহিদা এবং ইনস্টল করার নির্দেশাবলী জানতে জাভা সহায়তা পৃষ্ঠা আমার ম্যাকে কিভাবে জাভা ইনস্টল করব? দেখুন।

জাভা হালনাগাদ করতে, আপনার অ্যাপলের System Preferences এ যান, জাভা কন্ট্রোল প্যানেল চালু করতে Java আইকনে ক্লিক করুন, তারপর Update ট্যাবে যান এবং Update Now বাটনে ক্লিক করুন। বিস্তারি জানতে জাভা সহায়তা পৃষ্ঠা আমার ম্যাকে কিভাবে জাভা আপডেট করব? দেখুন।

আপনার লিনাক্স সিস্টেমে জাভা হালনাগাদ ও ইনস্টল এর ক্ষেত্রে সহায়তার জন্য oracle.comলিনাক্সের জন্য জাভা প্লাগইন ইনস্টল করুন দেখুন।

জাভা পরীক্ষা

জাভা ইনস্টল এবং ফায়ারফক্সে সচল আছে কিনা তা পরীক্ষা করার জন্য নিচের যে কোন একটি পৃষ্ঠায় যান:

আপনি যখন এই পরীক্ষক সাইটগুলো ব্রাউজ করবেন, তখন আপনাকে জাভা সচল করতে হতে পারেকরতে হবে বিশ্বস্ত সাইটগুলোতে কিভাবে জাভা সচল করতে হয় নিবন্ধটি আপনাকে জাভা সচল করার ধাপ বর্ণনা করবে। আপনি একটি জাভা নিরাপত্তা প্রমপ্ট অথবা সতর্কতা বার্তা দেখতে পারেন, যা আপনাকে জাভা চালাবেন কিনা তা নিশ্চিৎ করবে। জাভা নিরাপত্তা বার্তা সম্পর্কে আরো জানতে জাভার জন্য নিরাপত্তা বার্তা দেখলে আমি কী করব? পৃষ্ঠাটি দেখুন।

জাভা চালুকরণ

জাভা যদি কাজ না করে তাহলে নিশ্চিত হয়ে নিন প্লাগইনটি অ্যাড-অন ম্যানেজার ট্যাবে চালু করা রয়েছে কিনা:

  1. মেনু বাটনে "Fx57menu" ছবি বিদ্যমান নয়।New Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Plugins প্যানেলটি নির্বাচন করুন।
  3. এটাকে নির্বাচন করার জন্য Java (TM) Platform প্লাগইনJava Plug-in 2 for NPAPI Browsers (Mac OS 10.5 & 10.6) অথবা Java Applet Plug-in (Mac OS 10.7 and above)Java প্লাগইন টি ক্লিক করুন। to select it.
  4. Enable বাটনটি ক্লিক করুন (যদি বাটনটি বলে Disable, জাভা ইতিমধ্যেই সচল রয়েছে)।
  1. মেনু বাটনে "Fx57menu" ছবি বিদ্যমান নয়।New Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Plugins প্যানেলটি নির্বাচন করুন।
  3. এটাকে নির্বাচন করার জন্য Java (TM) Platform প্লাগইনJava Plug-in 2 for NPAPI Browsers (Mac OS 10.5 & 10.6) অথবা Java Applet Plug-in (Mac OS 10.7 and above)Java প্লাগইনটিতে ক্লিক করুন।
  4. জাভা যদি বন্ধ করা থাকে, তাহলে এটির ড্রপ ডাউন মেন্যু ওপেন করতে Never Activate বাটনে ক্লিক করুন এবং জাভা সক্রিয় করতে , সেখান থেকে Always Activate নির্বাচন করুন। (আপনার অপশন যদি Ask to Activate একটাই থাকে তাহলে জাভা আপনার নিরাপত্তার জন্য ব্লক করা হয়েছে। বিশ্বস্ত সাইটগুলোতে কিভাবে জাভা সচল করতে হয় নিবন্ধটি দেখুন।)
  1. মেনু বাটনে "Fx57menu" ছবি বিদ্যমান নয়।New Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Plugins প্যানেলটি নির্বাচন করুন।
  3. Java (TM) Platform pluginJava Applet Plug-inJava plugin নির্বাচন করতে ক্লিক করুন।
  4. জাভা যদি বন্ধ করা থাকে, তাহলে এটির ড্রপ ডাউন মেন্যু ওপেন করতে Never Activate বাটনে ক্লিক করুন এবং জাভা সক্রিয় করতে , সেখান থেকে Always Activate নির্বাচন করুন। সুপারিশকৃত (ডিফল্ট) অপশন হল Ask to Activate, যখন প্রয়োজন হবে তখন আপনাকে জাভা চালাতে দিবে।
নোট: আপনাকে শুধুমাত্র "Java(TM) Platform" প্লাগইনটি চালু করতে হবে, যদি তা বন্ধ থাকে। "Java Deployment Toolkit" প্লাগইনটি আপনার জাভা সংস্করণ নির্ণয় ও অ্যাপ্লিকেশনসমূহ বিস্তারের জন্য জাভা ডেভেলপারদের দ্বারা ব্যাবহার করা হয়ে থাকে এবং জাভার কাজ করার জন্য তা চালু করার প্রয়োজন নেই।

সমস্যাকালীন সমাধান

যদি জাভা ইনস্টল করা থাকে কিন্তু তা কাজ না করে তাহলে নিচের সমাধানগুলো চেষ্টা করে দেখতে পারেন:

জাভা প্লাগইন অ্যাড-অনস ম্যানেজারে প্রদর্শিত হয় না

যদিও জাভা ইনস্টল করা থাকে তবুও যদি জাভা প্লাগইনটি অ্যাড-অনস ম্যানেজারে প্রদর্শিত না হয়, তাহলে নিচে উল্লেখিত পদ্ধতিগুলো এক একটি করে চেষ্টা করে দেখুন। প্রত্যেকবার চেষ্টা করার পর ফায়ারফক্সকে পুনরায় খুলুন এবং দেখুন সমস্যাটি সমাধান হয়েছে কিনা।

pluginreg.dat ফাইলটি অপসারন করুন

ফায়ারফক্স পুরোপুরিভাবে বন্ধ হবার পর, ফায়ারফক্সের প্রোফাইল ফোল্ডার এ থাকা pluginreg.dat ফাইলটি মুছে ফেলুন বা তার নাম পরিবর্তন করে ফেলুন। (ফায়ারফক্স পুনরায় চালু করলেই এটি নতুন একটি pluginreg.dat ফাইল তৈরী করবে কিন্তু অন্য কোন প্লাগইন যদি আপনি নিষ্ক্রিয় করে থাকেন, তাহলে এই ফাইলটি মুছার মাধ্যমে তা আবার সচল হয়ে যাবে)। বিস্তারিত তথ্যের জন্য পুনরায় প্লাগইনের ডাটাবেজ তৈরী করুন নিবন্ধটি দেখুন।

নিশ্চিত হয়ে নিন যে ফায়ারফক্স ৩২ বিট মুডে নেই

জাভা ৭ প্লাগইনটি শুধুমাত্র ৬৪-বিটের ব্রাউজারসমূহে কাজ করতে পারে। সুতরাং নিশ্চিত হয়ে নিন যে আপনি ৩২-বিটের মুডে ফায়ারফক্স ব্যাবহার করছেন কিনা।

  1. Finder এ অ্যাপ্লিকেশান ফোল্ডারটি খুলুন
  2. Firefox.app ফাইলটিকে মাউসের ডান বাটনে ক্লিক করুনক্লিক করার সময় Control চেপে ধরুন করুন।
  3. Get Info নির্বাচন করুন।

নিশ্চিত হয়ে নিন যে Open in 32-bit mode এর সামনে থাকা বক্সটি টিক চিহ্ন ছাড়া আছে কিনা। (যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে তা উঠিয়ে দিন)

নিশ্চিত হয়ে নিন যে জাভা কন্ট্রোল প্যানেলে জাভা সক্রিয় আছে কিনা=

জাভা ৭ হতে শুরু করে পরবর্তী সংস্করনগুলোতে , জাভা কন্ট্রোল প্যানেলে "Enable Java content in the browser" নামের একটি নিরাপত্তা অপশন রয়েছে যেটি সয়ংক্রিভাবেই ডিফল্টভাবে নির্বাচন করা থাকে। এই অপশনটি হতে টিক চিহ্ন সরিয়ে ফেললে এটি জাভা অ্যাাপ্লেটকে কোন ব্রাউজারে চলতে করতে বাধা প্রদান করে এবং এর ফলে জাভা প্লাগইনটি অ্যাড-অনস ম্যানেজার আর প্রদর্শিত হবে না। নিশ্চিত হয়ে নিন যে Java Control Panel' এর নিরাপত্তা ট্যাবে Enable Java content in the browser নির্বাচন করা রয়েছে। বিস্তারিত তথ্যের জন্য জাভার এই সহায়তা পাতাটি দেখুন।

নিশ্চিত হয়ে নিন যে জাভার ৩২ বিটের সংস্করণ ইন্সটল করা রয়েছে কিনা

৬৪-বিটের উইন্ডোজে, আপনার যদি শুধুমাত্র ৬৪ বিটের জাভা সংস্করণটি ইন্সটল করা থাকে তাহলে জাভা প্লাগইনটি ফায়ারফক্সে থাকবে না। যেহেতু বর্তমানের ফায়ারফক্সের সংস্করণগুলো ৩২ বিটের ব্রাউজার এজন্য আপনাকে ৩২-বিটের জাভার সংস্করণ ইন্সটল করতে হবে।

JavaFX যদি ইনস্টল করা হয়ে থাকে তাহলে মুছে ফেলুন

কিছু ক্ষেত্রে ,একটি পূর্ববর্তী সংস্করণ হতে জাভা ৭ আপডেট ১০ অথবা পরবর্তী সংস্করণে হালানাগাদ করার পর, Java (TM) Platform প্লাগইনটি নির্ণয় করা সম্ভব হয় না। এটির কারণ হতে পারে জাভা ও JavaFX এর মধ্যে মিশ্রণের ফলে সংঘর্ষের ফলে। JavaFX সাধারণত জাভা প্লাগইনটিকে সঠিকভাবে রেজিস্টার হতে বাঁধা প্রদান করে। এই সমস্যাটি সমাধান করতে, JavaFX আনইন্সটল করুন। আরও তথ্যের জন্য, java.com এর সহায়তা পৃষ্ঠাটি দেখুন।

অন্যান্য সমাধান

যদি জাভা ইনস্টল করা হয়ে থাকে এবং সচল থাকে (উপরে দেখুন) কিন্তু সঠিকভাবে কাজ করছে না তাহলে নিচের পদক্ষেপগুলো চেষ্টা করে দেখতে পারেনঃ

জাভা প্লাগইনের মেয়াদোর্ত্তীর্ণ ফাইলগুলো অপসারন করুন

নিশ্চিত হয়ে নিন যে Java(TM) Platform এর একাধিক প্লাগইন পাওয়া গিয়েছে কিনা। উদাহরণস্বরূপ, যদি জাভা ৭ আপডেট ৫১ বর্তমানে ইনস্টল করা হয়ে থাকে, তাহলে অ্যাড-অনস ম্যানেজার ট্যাবটি জাভা প্লাগইনটিকে Java(TM) Platform SE 7 U51 হিসেবে তালিকাভুক্ত করবে। আপনি যদি দেখেন যে "Java(TM) Platform" এর অন্য সংস্করণ তালিকাভুক্ত রয়েছে তাহলে পুরোনো সংস্করণগুলো আনইন্সটল করুন (আমি কিভাবে আমার উইন্ডোজ কম্পিউটারে জাভা আনইন্সটল করতে পার? নিবন্ধটি দেখুন) অথবা ম্যানুয়ালি সেগুলোকে অপসারন করুন (ম্যানুয়ালভাবে একটি প্লাগইনকে আনইন্সটল করুন নিবন্ধটি দেখুন)

অন্যান্য সফটওয়্যার যেগুলো হয়ত জাভা বন্ধ করে থাকে তা পরীক্ষা করুন

যদিও জাভা ইন্সটল করা থাকে এবং ফায়ারফক্সে চালু করা থাকে, তবুও এটি হয়ত অন্যান্য সফটওয়্যার বা ফায়ারফক্স অ্যাড-অনস দ্বারা বন্ধ হয়ে থাকতে পারে। তাদের মধ্যে কিছু হল:

  • ZoneAlarm Pro সফটওয়্যারটি জাভা বন্ধ করে রাখতে পারে। এই প্রোগ্রামের মাধ্যমে জাভা চালু করতে আরও তথ্যের জন্য ZoneAlarm Pro ফোরাম দেখুন।
  • ফায়ারফক্সের NoScript এক্সটেনশটি জাভাকে ব্লক করবে। আরও তথ্যের জন্য, NoScript FAQ দেখুন।

অতিরিক্ত রিসোর্স সমূহ

  • java.com এর Java FAQs পৃষ্ঠাটি কিছু সাধারণ প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকে।




জাভা (mozillaZine KB) এর তথ্যসমূহের উপর ভিত্তি করে।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন