অনেকগুলো ট্যাব সামলাতে 'ট্যাব গ্রুপ' - এর ব্যবহার

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

অনেকগুলো ট্যাব গুছিয়ে রাখার একটি সহজ উপায় হল 'ট্যাব গ্রুপ' (Panorama নামেও পরিচিত)। এর মাধ্যমে আপনি পরষ্পর সম্পর্কিত সব ট্যাবকে একসাথে এক গ্রুপে রাখতে পারবেন, গ্রুপ থেকে গ্রুপে ঘুরে বেড়াতে পারবেন, আর সব ট্যাবের মাঝেই দ্রুত অনুসন্ধান চালাতে পারবেন। কিভাবে মুহূর্তের মধ্যে ডজন ডজন ট্যাব নিয়ন্ত্রন করবেন তা এই নিবন্ধে দেখানো হয়েছে।

'ট্যাব গ্রুপ' ব্যবহার কেন করব?

এক ঝাঁক ট্যাব খোলা যদি আপনার অভ্যাস থাকে আর যদি আপনার ট্যাবগুলো প্রায়ই 'ট্যাব স্ট্রিপ'-এর বাইরে চলে যায় — ট্যাব গ্রুপই আপনার দরকার। কাজ অনুযায়ী ট্যাবগুলো গ্রুপ করা আর চটজলদি এক গ্রুপ থেকে অন্য গ্রুপে যাবার জন্যও এটির জুড়ি নেই। নিচের ধাপগুলো অনুসরণ করেই দেখুন — ট্যাব গ্রুপ কতটা কাজের তা বুঝতে আপনার বেশি সময় লাগবে না।

কীভাবে ট্যাব গ্রুপ তৈরি করব?

অন্তত বেশ কয়েকটি ট্যাব যদি খোলা না থেকে থাকে, খুলে নিন, দরকার হবে।

  1. কীবোর্ডের Command + Shift + ECtrl + Shift + E চেপে ট্যাব গ্রুপ ভিউতে চলে যান।
  2. প্রথমবারের মত ট্যাব গ্রুপ ভিউতে গেলে সবগুলো ট্যাবকে ছোট ছোট ছবির মত একসাথে দেখতে পাবেন, একই গ্রুপের অধীনে। নতুন গ্রুপ তৈরি করতে যেকোন ট্যাবকে টেনে তার গ্রুপ থেকে বাইরে বের করে নিয়ে আসুন আর তারপর আরেকটি ট্যাবকে তার উপর এনে ছেড়ে দিন। ট্যাব দুটির চারদিকে বাক্স তৈরি হয়ে যাবে।
    • এভাবে নতুন তৈরি হওয়া গ্রুপটিতে আরও ট্যাব যোগ করতে পারেন কিংবা আরও নতুন গ্রুপও তৈরি করতে পারেন।
    Creating a tab group create tab group fx29
  3. গ্রুপ তৈরির কাজ শেষ হয়ে গেলে যেকোন ট্যাবে ক্লিক করুন, Firefox স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে. যে ট্যাবটিতে ক্লিক করেছিলেন সেটি দেখাবে আর সেই গ্রুপের বাকি ট্যাবগুলোই শুধু 'ট্যাব স্ট্রিপ'-এ দেখা যাবে।
পরামর্শ: সহজে নাগাল পেতে আপনার টুলবারে ট্যাব গ্রুপ বাটনও যোগ করতে পারেন। এই সম্পর্কিত নির্দেশনার জন্য ফায়ারফক্স কন্ট্রোল, বাটন এবং টুলবার কাস্টমাইজ করুন নিবন্ধটি দেখুন।
Panorama button
panorama fx29

এক ট্যাব গ্রুপ থেকে অন্য গ্রুপে যাব কীভাবে?

একটি ট্যাব গ্রুপ থেকে অন্য আরেকটিতে যাওয়া সহজ কাজ। কীবোর্ডে যথারীতি Command + Shift + ECtrl + Shift + E চেপে ট্যাব গ্রুপ ভিউতে যান, তারপর যে ট্যাব গ্রুপটি দেখতে চান তাতে ক্লিক করুন। যে ট্যাবটির উপর ক্লিক করবেন সেটি বের হয়ে থাকবে আর সেই গ্রুপের বাকি ট্যাবগুলোই শুধু ট্যাব স্ট্রিপে দেখা যাবে।

  • পরবর্তী ট্যাব গ্রুপে যেতে কীবোর্ড থেকে Ctrl + `Command + ` শর্টকাট ও পূর্ববর্তী গ্রুপে যেতে Ctrl + Shift + `Command + shift + ` শর্টকাটও ব্যবহার করতে পারেন।

চেষ্টা করে দেখতে পারেন: কাজ অনুযায়ী গ্রুপ করার সুবিধাটি আপনার ইন্টারনেট ব্যবহারকে সহজসাধ্য করবে। যেমন, উপহার খোঁজার জন্য একটি ট্যাব গ্রুপ তৈরি করলেন, আবার অনলাইনে বিল দেবার জন্য বানালেন আরেকটি। প্রতিদিনকার কাজের জন্য এভাবে গ্রুপ তৈরি করার চেষ্টা করে দেখুন; কাজ গোছানো হলেই তো সহজ হয়।

এতগুলোর মধ্যে কোন একটি ট্যাব কীভাবে খুঁজে পাব?

সবগুলোর মধ্য থেকে কোন একটি ট্যাবকে খুঁজে বের করার এই কাজটি খড়ের গাদায় সূচ খোঁজার চেয়ে বহুগুণে সহজ!

  1. কীবোর্ডে Command + Shift + ECtrl + Shift + E চেপে ট্যাব গ্রুপ ভিউতে যান।
  2. উপরের ডান দিকের অনুসন্ধান বাটনে ক্লিক করলে অনুসন্ধান বাক্স আসবে। যে ট্যাবটি খুঁজছেন তার নাম লিখতে থাকুন।
    • শুধু লিখতে আরম্ভ করেই দেখুন, খোঁজ স্বয়ংক্রিয়ভাবেই শুরু হয়ে যাবে।
  3. টাইপ করতে থাকুন, প্রতিটি অক্ষরের সাথে সাথেই নাম মিলতে থাকা ট্যাবগুলো অন্যান্য ট্যাবের চেয়ে স্পষ্ট হয়ে ভেসে উঠতে থাকবে। যেকোনটির উপর ক্লিক করুন, সেটি খুলে Firefox স্বাভাবিক অবস্থায় চলে আসবে।
    Panorama searchpanorama search fx29
    • যদি একের বেশি Firefox উইন্ডো খোলা থাকে তাহলে অন্য উইন্ডোর যেসব ট্যাবের নাম খোঁজে মিলে যাবে সেগুলো বর্তমান উইন্ডোর নিচের দিকে দেখা যাবে। সেগুলোর কোনটায় ক্লিক করলে সেই উইন্ডোর সেই ট্যাবটি খুলবে।

ট্যাব গ্রুপগুলো কীভাবে গুছিয়ে রাখতে পারি?

ট্যাব গ্রুপগুলো আপনি ইচ্ছামত সাজাতে, নামকরণ করতে আর তাদের আকার বদলাতে পারবেন। কোন গ্রুপের কাজ শেষ হলে সেটি বন্ধ করে দিন, তার মধ্যে থাকা সবকটি ট্যাব একসাথে বন্ধ হয়ে যাবে।

কীবোর্ডে Command + Shift + ECtrl + Shift + E চেপে ট্যাব গ্রুপ ভিউতে যান।

  • ট্যাব গ্রুপের আকার পরিবর্তন – কোন গ্রুপের নিচের দিকের ডান কোণে থাকা resize হাতলটি ক্লিক করে ধরে টেনে আকারে ছোটবড় করতে পারবেন। ট্যাবগুলোও সেই অনুযায়ী ছোটবড় হবে।
    • কোন গ্রুপকে বেশি ছোট করে ফেললে তার ট্যাবগুলো একটি আরেকটির উপর অবস্থান নেবে। এই ট্যাবের গুচ্ছটির নিচে একটি preview বাটন দেখা যাবে। বাটনটিতে ক্লিক করলে গ্রুপটির সবগুলো ট্যাব দেখতে পারবেন, গ্রুপের আকার কিন্তু একই থেকে যাবে।
  • ট্যাব গ্রুপের পুনর্বিন্যাস – ক্লিক করে ধরে টেনে পাশে বা নিচের দিকে যেকোন খালি জায়গায় নিন, তাহলেই হবে।
  • ট্যাব গ্রুপের নামকরণ – গ্রুপের উপরে বাম দিকে পেন্সিলের মত দেখতে আইকনটির উপর ক্লিক করুন। পছন্দমত নাম লিখুন। এরপর ReturnEnter চাপুন কিংবা উইন্ডোর অন্য যেকোন জায়গায় ক্লিক করুন।
  • ট্যাব গ্রুপ বন্ধ করা – প্রতিটি গ্রুপেরই উপরের ডান কোণে বন্ধ করার বাটন রয়েছে। এতে ক্লিক করা মাত্র গ্রুপটি বন্ধ হয়ে যাবে, আর সাথে সাথে তার ভেতরকার সবকটি ট্যাবও।
    • ভুলক্রমে যদি কোন গ্রুপ বন্ধ করে ফেলে থাকেন তাহলে এই Panorama ভিউ থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে যাবার আগেই Undo Close Group বাটনে ক্লিক করুন। গ্রুপটি ফিরে আসবে।

ট্যাব গ্রুপের পিন করা ট্যাব

ট্যাব গ্রুপে যখন পিন করা ট্যাব থাকবে তখন সেগুলো প্রতিটি গ্রুপের ডান পাশে নিজ নিজ ওয়েবসাইটের আইকনের মাধ্যমে প্রদর্শিত হবে।

App Tabs in Panoramapinned tab groups

সমস্যা হচ্ছে

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন