ফন্ট, ভাষা, পপ-আপ, ছবি এবং জাভাস্ক্রীপ্ট এর সেটিং

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 60348
  • নির্মিত:
  • রচয়িতা: Safwan Rahman
  • মন্তব্য: still doing
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ফায়ারফক্সের OptionsPreferences উইন্ডোর কন্ট্রোল প্যানেলে অবস্থিত সেটিংগুলো এই নিবন্ধটি বিস্তারিত বর্ননা করে। যেকোন ওয়েবসাইটের কন্টেন্টসমূহ কিভাবে প্রদর্শিত হবে তা এই সেটিংগুলোর উপর নির্ভর করে।

দ্রষ্টব্য: আপনি যেভাবে ফায়ারফক্সের পূর্বের সংস্করণগুলোতে জাভাস্ক্রীপ্ট বা ছবি বন্ধ করতে পারতেন সেভাবে যদি আপনার জাভাস্ক্রীপ্ট বা ছবি বন্ধ করার প্রয়োজন পরে তাহলে জাভাস্ক্রীপ্ট বন্ধ করার জন্য NoScript এক্সটেনশনটি ব্যাবহার করতে পারেন এবং ছবি বন্ধ করার জন্য Image Block এক্সটেনশনটি ব্যাবহার করতে পারেন। (জাভাস্ক্রীপ্ট সম্বন্ধে আরও তথ্যের জন্য ইন্টারেক্টিভ ওয়েবপেজ এর জন্য জাভাস্ক্রিপ্ট এর সেটিংস) নিবন্ধটি দেখুন।

কন্টেন্ট সেটিং

Options - Content - WinPrefs - Content - MacPrefs - Content - Lin

Options - Content - Win Fx23Content Mac Fx 23Content Linux Fx 23

  • Block Pop-up Windows: সয়ংক্রিয়ভাবেই ফায়ারফক্স আজানা বিরক্তিকর পপ-আপ উইন্ডোকে বন্ধ করে রাখে। এই optionpreference হতে টিক চিহ্ন উঠিয়ে দিলে পপ-আপ ব্লক বন্ধ হয়ে যাবে।
    কিছু ওয়েবসাইট পপ-আপ উইন্ডোর গুরুত্বপূর্ণ ও উপকারী ব্যাবহার করে থাকে। সেজন্যে আপনি সে সকল সাইটকে যেকোনোভাবেই পপ-আপ খুলার অনুমতি দিতে পারেন। এটি করতে চাইলে, Exceptions… বাটনটি ক্লিক করুন এরপর সাইটটির নাম লিখুন এবং Allow বাটনে ক্লিক করুন। এই তালিকা হতে কোন সাইটকে বাদ দিতে, সেই সাইটটিকে নির্বাচন করুন এবং এরপর Remove Site বাটনে ক্লিক করুন। তালিকাটি সম্পুর্নভাবে মুছে ফেলতে Remove All Sites বাটনটিতে ক্লিক করুন। আরও তথ্যের জন্য পপ-আপ ব্লকের সেটিং, ব্যাতিক্রমসমূহ এবং সমস্যাকালীন সমাধান নিবন্ধটি দেখুন।
  • Load images automatically: ফায়ারফক্স সয়ংক্রিয়ভাবেই ওয়েবপেজের ছবিসমূহ দেখিয়ে থাকে। ওয়েব পেজের ছবি লোড করতে না চাইলে এই অপশনপ্রেফারেন্স হতে টিক চিহ্ন ঊঠিয়ে নিন।
    আপনি যদি স্বয়ংক্রিয়ভাবে ছবি লোড করা চালু করে থাকেন কিন্তু আপনি যদি চান যে কিছু নির্দিষ্ট সাইটের ছবি সয়ংক্রিয়ভাবে লোড হবে না, সেক্ষেত্রে Exceptions… বাটনটি আপনি ব্যাবহার করতে পারেন। আপনার সেটিং যাই হোক, Exceptions… বাটনটি ব্যাবহার করে আপনি নির্দিষ্ট ভাবে কিছু ওয়েবসাইট চিহ্নিত করতে পারেন যে সেই ওয়েবসাইটগুলোর ছবি সবসময় লোড হবে কি হবে না। আপনি যে সাইট এর ছবি সবসময় লোদ করতে চান অথবা বন্ধ করতে চান সেই সাইট এর ঠিকানা ব্যাতিক্রমের তালিকায় যোগ করুন। যদি আপনি চান যে ওয়েবসাইটটির ছবিগুলো লোড হোক, তাহলে Allow বাটনটি ক্লিক করুন কিংবা যদি আপনি চান যে ওয়েবসাইটটির ছবিগুলো লোড না হোক, তাহলে Block বাটনটি ক্লিক করুন
  • Enable JavaScript: জাভাস্ক্রিপ্ট হল একধরনের স্ক্রিপ্টের ভাষা যেটি সাধারনত ওয়েবপেজকে আকর্ষনীয় করতে ব্যাবহার করা হয়। যদিও এটি কিছু বিরক্তিকর প্রসেসকে আরও সহজেই হতে দেয়। জাভাস্ক্রীপ্ট বন্ধ করতে, optionpreference হতে টিকচিহ্ন উঠিয়ে দিন। কিন্তু, আপনার মনে রাখা উচিত যে, জাভাস্ক্রীপ্ট বন্ধ করলে কিছু কিছু সাইট সঠিকভাবে কাজ করতে পারবে না। জাভাস্ক্রীপ্ট কি করতে পারবে বা কি করতে পারবে না তা আরও সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রন করতে, Advanced… বাটনটি ক্লিক করুন।

অ্যাডভান্সড জাভাস্ক্রীপ্ট সেটিং

  • Move or resize existing windows: জাভাস্ক্রীপ্ট ব্যাবহার করে কোন উইন্ডোর স্থান পরিবর্তন করা বা আকার পরিবর্তন করা বন্ধ করতে এই optionpreference টিক চিহ্ন উঠিয়ে দিন।
  • Raise or lower windows: Uncheck this optionpreference to make sure scripts cannot raise (bring to the front) or lower (send to the back) windows.
  • Disable or replace context menus: ওয়েব পেজ যাতে করে ফায়ারফক্সের কনট্যাক্স মেনু বন্ধ বা পরিবর্তন না করতে পারে তা হতে ওয়েব পেজকে বিরত রাখতে হলে optionpreference হতে টিক চিহ্ন উঠিয়ে দিন।

ফন্ট এবং রঙ

Default font and Size: এই অপশনে উল্লেখ করা Web pages are usually displayed in the font and size specified here (measured in pixels). However, web pages can override these choices unless you specify otherwise in the Fonts dialog. Click the Advanced… button to access the Fonts dialog and to change this and other fonts optionspreferences.

Fonts Dialog

  1. From the Fonts for drop-down list, choose a language group/script. For instance, to set default fonts for the West European languages/scripts (Latin), choose Western. For a language/script not in the list, choose Other Languages.
  2. Select whether proportional text should be serif (like "Times New Roman") or sans-serif (like "Arial"). Then specify the font size you want for proportional text.
  3. Specify the font to use for Serif, Sans-serif and Monospace fonts. You can also change the size for Monospace fonts.

You can also set the minimum web page font size. This is useful to prevent sites from using overly small fonts that are barely readable.

  • Allow pages to choose their own fonts, instead of my selections above: By default Firefox uses the fonts specified by the web page author. Disabling this optionpreference will force all sites to use your default fonts instead.
  • Character EncodingCharacter Encoding for Legacy Content: The character encoding selected here will be used to display pages that don't specify which encoding to use.

Colors Dialog

Text and Background: Here you can change the default text and background color to be used on web pages that haven't specified that information. Click on the color samples to select colors.

  • Use system colors Check this optionpreference to use the colors defined in your operating system settings instead of the colors specified above.

Link Colors: Here you can change the default colors for Web links. Click on the color samples to select colors.

  • Underline links: By default, links are underlined on web pages. Uncheck this optionpreference to disable this. Note that many sites specify their own styling rules and this optionpreference has no effect on those sites.
  • Allow pages to choose their own colors, instead of my selections above: By default, Firefox uses the colors specified by the web page author. Disabling this optionpreference will force all sites to use your default colors instead.

Languages

Some web pages are offered in more than one language. Click the Choose… button to specify your preferred language or languages.

Languages Dialog: To add a language, click Select a language to add…, choose the language, and click the Add button. Remove a language by selecting it in the list of active languages and clicking the Remove button. You can also reorder languages using the Move Up and Move Down buttons to determine the most preferred one in case a page is provided in multiple languages .