Firefox OS এ স্ক্রিনলক সেট করা

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 81330
  • নির্মিত:
  • রচয়িতা: Nandita
  • মন্তব্য: update
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

স্ক্রিনলক সুবিধাটি আপনার ফোনের নিরাপত্তা বৃদ্ধি করে ।

লক সেট করা

1. সেটিংস খোলার জন্যsettings iconট্যাপ করুন।

settings

2. Privacy & Security থেকে নিচে নামুন এবং Phone lockScreen lock ট্যাপ করুন ।

Phone lock d screen lock

3. এই স্ক্রিনে আপনার দুটো বিকল্প থাকবে :

screen lock only lock screen

  • Lock Screen - যেটি কোন নিরাপত্তা দেয়না এবং আপনাকে দ্রুত হোমস্ক্রিনে প্রবেশ করতে দেয় ।
  • Passcode lock - যেটি আপনাকে চার ডিজিটের পাসকোড সেট করতে দেয়, যা আপনার ফোনকে অবৈধ অনুপ্রবেশ থেকে বাঁচাবে ।

আপনি চাইলে অপশনের পরে থাকা বাটনটিতে অথবা দুইটিতেই ট্যাপ করতে পারেন।


আপনার পাসকোড পরিবর্তন করুন

লক সেটিংস প্যানেলের উপরে Change Passcode ট্যাপ করে আপনি যতবার ইচ্ছা আপনার পাসকোড পরিবর্তন করতে পারেন ।

security lock change pw

যখন আপনি এটি করবেন,একটি ডায়ালগ বক্স আসবে,যেখানে আপনার বর্তমান পাসকোডটি দিতে হবে।

Auth Dialog

বর্তমান পাসকোড দেয়ার পর আরেকটি বক্স আসবে, যেখানে নতুন পাসকোডটি লিখতে হবে। নতুন পাসকোডটি লিখুন এবং Change ট্যাপ করুন।

New Passcode Dialog

পাসকোড প্রবেশ করান

আপনি ফোন আনলক করলে, একটি পাসকোড দিয়ে আনলক করার জন্য একটি স্ক্রিন আসবে। স্ক্রিনটি দেখতে এরকম:

passcodeprompt

  • প্রবেশকৃত পাসকোড সঠিক হলে, আপনি ডিভাইসে ঢুকতে পারবেন।
  • প্রবেশকৃত পাসকোড ভুল হলে একটি লাল বক্স সম্বলিত এরর দেখাবে এবং আপনি ডিভাইসে প্রবেশ করতে পারবেন না ।

সম্পর্কিত সেটিংস

আপনি চাইলে সিম পিন ব্যবহার করে সিম কার্ডে প্রবেশে বাধা দিতে পারেন ।
এটি চালু করলে সিম কার্ডটি যে ডিভাইসে প্রবেশ করাবেন, তা রিস্টার্টের সময় পিন চাইবে ।
সুবিধাটি চালু করতে, settings icon ট্যাপ করুন । Privacy & Security এর নিচে নেমে SIM security ট্যাপ করুন ।

গুরুত্বপূর্ণ: খেয়াল রাখবেন, সিম পিন এবং আপনার ফোন আনলক করার পাসকোড কিন্তু একই নয় !

সিম পিন সম্পর্কে আরো জানতে Firefox OS এ সিম পিন ঠিক করুন - এই নিবন্ধটি পড়ুন ।