অনুসন্ধান করতে যেয়ে ভুল ওয়েবসাইটে চলে গেলে যা করবেন

Firefox-এ অনুসন্ধান করার সময় কাঙ্ক্ষিত সাইটে যদি যেতে না পারেন তাহলে কী করতে হবে তা এই প্রবন্ধটিতে বলে দেওয়া হয়েছে। যেমন অনেক সময় Google-এ অনুসন্ধান এমন সব পৃষ্ঠায় নিয়ে যায় যেগুলো বিজ্ঞাপনে ভরপুর — বা সেসব পৃষ্ঠা অন্য কোন সার্চ ইঞ্জিন ব্যবহার করে।

দ্রষ্টব্য: Refresh Firefox ফিচার আপনার প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত রেখে Firefox কে প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারে। দীর্ঘ ও জটিল ট্রাবলশুটিং পদ্ধতি অবলম্বন করার আগে এটি চেষ্টা করে দেখতে পারেন।

শুধুমাত্র Location বারে করা অনুসন্ধানে সমস্যা হলে

Location বারে কিছু লেখা হলে Firefox ব্যবহারকারীর ইন্টারনেট প্রদানকারীর কাছে খোঁজ করে সেটি কোন ওয়েবসাইটের ঠিকানা কি না। যদি তা না হয় তবে Firefox তখন keyword.URL প্রিফারেন্সে সার্চ ইঞ্জিন ব্যবহার করে (বিস্তারিত জানতে Search the web from the Address Bar দেখুন) অনুসন্ধান করে থাকে। কিন্তু বেশ কিছু ইন্টারনেট প্রদানকারী তা করার পরিবর্তে ব্যবহারকারীকে বরং নিজের অনুসন্ধান সাইটে নিয়ে যায়।

খেয়াল রাখতে হবে যেন keyword.URL প্রিফারেন্সে আপনার কাঙ্ক্ষিত অনুসন্ধান সাইটটি নির্বাচন করা থাকে, আর তা যেন চালু থাকে।

  1. address bar এ, টাইপ করুন about:config এবং প্রেস করুন EnterReturn

    • এই about:config এ "This might void your warranty!" এই সতর্ক বার্তা প্রদর্শিত হতে পারে। about:config page এর সাথে থাকতে ক্লিক করুন I accept the risk!
  2. ওপরের FilterSearch field বক্সে keyword টাইপ করুন।
  3. খেয়াল রাখতে হবে যেন keyword.URL প্রিফারেন্সে আপনার কাঙ্ক্ষিত অনুসন্ধান সাইটটি নির্বাচন করা থাকে। এটিকে পূর্বনির্ধারিত অবস্থায় ফিরিয়ে নিতে প্রিফারেন্সের ওপর মাউসের ডান বাটন ক্লিক করে Ctrl কী চেপে প্রিফারেন্সের ওপর মাউসের ডান বাটন ক্লিক করে Reset নির্বাচন করুন।
  4. খেয়াল রাখতে হবে যেন keyword.enabledতে true নির্বাচন করা থাকে। যদি না থাকে তবে তার ওপর ডাবল-ক্লিক করে true নির্বাচন করে নিন।

Location বারে কোন কিছু লেখা হলে Firefox ইন্টারনেট প্রদানকারীর থেকে খোঁজ করে সেটি কোন ওয়েবসাইটের ঠিকানা কি না। যদি তা না হয় তবে Firefox তখন আপনার পূর্বনির্ধারিত [Search bar - Easily choose your favorite search engine|সার্চ ইঞ্জিন]] ব্যবহার করে (বিস্তারিত জানতে Search the web from the Address Bar দেখুন) অনুসন্ধান চালায়। কিন্তু বেশ কিছু ইন্টারনেট প্রদানকারী তা করার পরিবর্তে ব্যবহারকারীকে বরং নিজের অনুসন্ধান সাইটে নিয়ে যায়।

কিছু কিছু সেবা প্রদানকারী "DNS Assistance" নামের একরকম সুবিধা দেয় । এটিই অন্য পৃষ্ঠায় নিয়ে যাবার কাজ করে। আপনার প্রদানকারীর থেকে খোঁজ নিয়ে দেখতে পারেন এই সুবিধা বন্ধ করা যায় কি না।

এই সুবিধা যদি বাতিল না করতে পারেন তাহলে লোকেশন বার থেকে অনুসন্ধান করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:

  • Location বারে শুধু একাধিক শব্দ সম্বলিত অনুসন্ধান করুন । একের বেশি শব্দ ব্যবহার করে অনুসন্ধান করলে Firefox লোকেশন বার থেকে অনুসন্ধান করে। ডামি কিছু শব্দ ব্যবহার করতে পারেন যেগুলোকে সার্চ ইঞ্জিন অগ্রাহ্য করে (যেমন ধরুন, যোগ চিহ্ন অর্থাৎ '+')। যেমন, যখন কেবল একটি শব্দের সাহায্যে অনুসন্ধান করার দরকার হবে তখন লিখবেন + searchterm (যোগ চিহ্ন আর শব্দের মাঝে স্পেস কিন্তু দিতে হবে), কিন্তু আবার একের বেশি শব্দ ব্যবহার করে যখন অনুসন্ধানের দরকার হবে তখন লিখবেন search terms
  • স্মার্ট কী-ওয়ার্ডেরও ব্যবস্থা করতে পারেন; এটি আপনার অনুসন্ধান অনুযায়ী কাজ করতে সাহায্য করবে। যেমন, Google-এ অনুসন্ধান করতে আপনি gকে কী-ওয়ার্ড হিসাবে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে, লোকেশন বার থেকে অনুসন্ধান করতে এরপর থেকে কেবল g searchterm লিখলেই হবে। স্মার্ট কী-ওয়ার্ড কীভাবে ব্যবহার করতে হয় তা জানতে 'অ্যাড্রেস বার থেকেই IMDB, Wikipedia এবং আরো অনুসন্ধান করুন' দেখুন।
  • রাউটার যদি ব্যবহার করেন তাহলে আপনার ISPকে আপনার DNS server পরিবর্তন করার জন্য বলে দেখতে পারেন।

সব অনুসন্ধানেই সমস্যা হলে

লোকেশন বার থেকে করা অনুসন্ধান এবং সরাসরি ওয়েবসাইট থেকে করা অনুসন্ধান এই দুই ক্ষেত্রেই যদি অন্য কোন সাইটে চলে যায় তাহলে বুঝতে হবে আপনার কম্পিউটারে ইন্সটল করা কোন ত্রুটিপূর্ণ সফটওয়্যার (যেমন, কোন ভাইরাস, স্পাইওয়ার বা ট্রোজান) এই সমস্যার জন্য দায়ী। ম্যালওয়ার দূর করতে ম্যালওয়্যার দ্বারা সৃষ্ট ফায়ারফক্স এর সমস্যাগুলো সমাধান করুন দেখুন।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন