সাম্প্রতিক ব্রাউজিং, অনুসন্ধান এবং ডাউনলোডের ইতিহাস মুছে ফেলুন

আপনি যখন ওয়েব ব্রাউজ করেন, তখন Firefox পরে ব্যবহারের জন্য কিছু তথ্য সংরক্ষণ করে রাখে। যেমন - যে সাইটগুলো পরিদর্শন করেছেন, যে ফাইলগুলো ডাউনলোড করেছেন সহ আরও কিছু জিনিস। এই তথ্যগুলোকে আপনার ইতিহাস বলা হয়। কিন্তু আপনি যদি পাবলিক কম্পিউটার ব্যবহার করে থাকেন কিংবা অন্য কারো সাথে ভাগাভাগি করে একটি কম্পিউটার ব্যাবহার করেন তাহলে আপনি হয়ত চাইবেন না অন্যরা এই জিনিসগুলো দেখুক।

Firefox ইতিহাসে কি কি তথ্য সংরক্ষণ করা হয়ে থাকে এবং কিভাবে এটি পুরোপুরি অথবা আংশিক মুছে ফেলা যায় তা এই নিবন্ধে দেখানো হবে।

আমার ইতিহাসে কী কী থাকে?

  • ব্রাউজিং এবং ডাউনলোড ইতিহাস: ব্রাউজিং ইতিহাস হল আপনি যে সকল সাইট পরিদর্শন করেছেন (যেগুলো ইতিহাস মেনুতে দেখানো হয়), লাইব্রেরি উইন্ডোর ইতিহাস এবং লোকেশন বার স্বয়ংক্রিয় সম্পূর্ণকরণ ঠিকানাগুলোর তালিকা। ডাউনলোড ইতিহাস হল আপনি যে সকল ফাইল ডাউনলোড করেছেন তার তালিকা যেগুলো ডাউনলোড উইন্ডোতে দেখানো হয়।
  • ফর্ম এবং অনুসন্ধান বার ইতিহাস: আপনি ওয়েব পেজের ফর্মগুলোতে স্বয়ংক্রিয়ভাবে ফরম পূরণ এর জন্য যেসকল তথ্য দিয়ে থাকেন সে সকল তথ্য ফর্ম ইতিহাসে থাকে। ফায়ারফক্সের অনুসন্ধান বারে আপনি যে সকল তথ্য দিয়ে অনুসন্ধান করেন সে সকল তথ্য অনুসন্ধান বারের ইতিহাসে থাকে।
  • কুকিজ: আপনার ব্রাউজ করা ওয়েব পেজগুলোর পছন্দ অথবা লগইন অবস্থা সহ নানান তথ্য কুকিজ সংরক্ষণ করে থাকে। Adobe Flash এর মত প্লাগইন সমূহ দ্বারা সংরক্ষিত তথ্যগুলো এতে থাকে। আপনাকে অনুসরণ করার জন্য তৃতীয় পক্ষ দ্বারাও কুকিজ ব্যবহৃত হয়ে থাকতে পারে। অনুসরণ করার আরও তথ্য জানতে, Do Not Track সুবিধাটি চালু করার পদ্ধতি নিবন্ধটি দেখুন।
    দ্রষ্টব্য: ফ্ল্যাশ দ্বারা যে সকল কুকিজ সেট করা হয়, সেগুলো মুছতে হলে আপনাকে অবশ্যই সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে হবে। বিস্তারিত জানার জন্য ফ্ল্যাশ হালনাগাদ নিবন্ধটি দেখুন।
  • ক্যাশ: ক্যাশ সাময়িক ফাইলসমূহ সংরক্ষণ করে থাকে; যেমন ওয়েব পেজ সমূহ এবং অন্যান্য অনলাইন মিডিয়া (যেগুলো Firefox ইন্টারনেট হতে ডাউনলোড করে); যেন আপনার ইতিমধ্যে পরিদর্শন করা সাইটগুলো এবং পৃষ্ঠাগুলো দ্রুত লোড হতে পারে।
  • সক্রিয় লগিন: সম্প্রতি খোলা Firefox এ আপনি যদি HTTP নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে এমন কোন ওয়েবসাইটে লগইন করে থাকেন তাহলে সেগুলো "সক্রিয়" হিসেবে বিবেচিত হয়। এ লগগুলো মোছার মাধ্যমে আপনি সে সাইটগুলো হতে বের হয়ে আসবেন।
  • ওয়েবসাইটের অফলাইন ডাটা: আপনি যদি এটিকে সম্মতি প্রদান করেন তাহলে একটি ওয়েবসাইট আপনার কম্পিউটারে ফাইল সংরক্ষণ করতে পারবে। এর ফলে যখন আপনার ইন্টারনেট সংযোগ থাকবে না তখনও আপনি সেই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন।
  • সাইটের পছন্দ: সাইট অনুযায়ী পছন্দগুলো, যেমন সংরক্ষিত জুম এর পরিমাণ, অক্ষর এনকোডিং, অনুমতিগুলো (যেরকম পপ-আপ ব্লকের ব্যতিক্রম সমূহ) ইত্যাদি পৃষ্ঠার তথ্যের উইন্ডোতে থাকে।

কিভাবে আমার ইতিহাস মুছতে পারি?

  1. Firefox উইন্ডোর উপরের দিকে থাকা Firefox বাটনে ক্লিক করে History মেনুতে যান এবং Clear Recent History... নির্বাচন করুন।
    For Windows XP: Firefox উইন্ডোর উপরের দিকে থাকা Tools মেনুতে ক্লিক করে Clear Recent History... নির্বাচন করুন।
    মেনু বারে থাকা Tools মেনুতে ক্লিক করে Clear Recent History... নির্বাচন করুন।Firefox উইন্ডোর উপরের দিকে থাকা Tools মেনুতে ক্লিক করুন এবং Clear Recent History... নির্বাচন করুন।
    Clear Recent History Win1
    History Mac1
    History Lin1
  2. কতক্ষণের ইতিহাস মুছতে চান তা নির্ধারন করুন:
    • আপনার কতক্ষণের ইতিহাস Firefox মুছবে তা নির্ধারন করতে Time range to clear এর পাশে থাকা ড্রপ-ডাউন মেনুটি নির্বাচন করুন।
    History Win2History Mac2History Lin2
    • এরপর, কি কি তথ্য পরিষ্কার করা হবে তা নির্ধারন করতে Details এর পাশে থাকা তীর চিহ্নটি ক্লিক করুন। আপনার বাছাই করার বিষয়গুলো উপরের আমার ইতিহাসে কী কী থাকে? বিভাগটিতে বর্ণনা করা হয়েছে।
    History Win3 Fx11History Mac3 Fx11History Lin3 Fx11
  3. সবশেষে, Clear Now বাটনটিতে ক্লিক করুন। উইন্ডোটি বন্ধ হয়ে যাবে এবং যে জিনিসগুলো আপনি নির্বাচন করেছিলেন সেগুলো মুছে যাবে।
  1. Firefox উইন্ডোর উপরের দিকে থাকা Firefox বাটনটি ক্লিক করে History মেনুতে যান এবং Clear Recent History... নির্বাচন করুন।মেনু বারে থাকা History মেনুতে ক্লিক করে Clear Recent History... নির্বাচন করুন। Firefox উইন্ডোর উপরের দিকে থাকা History মেনুতে ক্লিক করে Clear Recent History... নির্বাচন করুন।
    History Win1
    History Mac1
    History Lin1
  2. কতক্ষণের ইতিহাস মুছতে চান তা নির্ধারন করুন:
    • আপনার কতক্ষণের ইতিহাস Firefox মুছবে তা নির্ধারন করতে Time range to clear এর পাশে থাকা ড্রপ-ডাউন মেনুটি নির্বাচন করুন।
    History Win1
    • এরপর, কি কি তথ্য পরিষ্কার করা হবে তা নির্ধারন করতে Details এর পাশে থাকা তীর চিহ্নটিতে ক্লিক করুন। আপনার বাছাই করার বিষয়গুলো উপরের আমার ইতিহাসে কী কী থাকে? বিভাগটিতে বর্ণনা করা হয়েছে।
    History Win3 Fx11History Mac3 Fx11History Lin3 Fx11
  3. সবশেষে, Clear Now বাটনটিতে ক্লিক করুন। উইন্ডোটি বন্ধ হয়ে যাবে এবং যে জিনিসগুলো আপনি নির্বাচন করেছিলেন সেগুলো মুছে যাবে।
  1. মেনু বাটনে New Fx Menu ক্লিক করুন এবং History বাটন নির্বাচন করে তারপর Clear Recent History... নির্বাচন করুন।
  2. কতক্ষণের ইতিহাস মুছতে চান তা নির্ধারন করুন:
    • আপনার কতক্ষণের ইতিহাস Firefox মুছবে তা নির্ধারন করতে Time range to clear এর পাশে থাকা ড্রপ-ডাউন মেনুটি নির্বাচন করুন।
    History Win2History Mac2History Lin2
    • এরপর, কি কি তথ্য পরিষ্কার করা হবে তা নির্ধারন করতে Details এর পাশে থাকা তীর চিহ্নটিতে ক্লিক করুন। আপনার বাছাই করার বিষয়গুলো উপরের আমার ইতিহাসে কী কী থাকে? বিভাগটিতে বর্ণনা করা হয়েছে।
    History Win3 Fx11History Mac3 Fx11History Lin3 Fx11
  3. সবশেষে, Clear Now বাটনটিতে ক্লিক করুন। উইন্ডোটি বন্ধ হয়ে যাবে এবং যে জিনিসগুলো আপনি নির্বাচন করেছিলেন সেগুলো মুছে যাবে।

কিভাবে Firefox কে আমার ইতিহাস স্বয়ংক্রিয়ভাবে মোছার জন্য প্রস্তুত করব?

আপনার যদি প্রতিবার Firefox বন্ধ করার সময় ইতিহাস মোছার প্রয়োজন হয় তাহলে প্রতিবার বন্ধ করার সময় এটি স্বয়ংক্রিয়ভাবে যেন মুছে যায় তা নির্ধারন করতে পারবেন। ফলে আপনি প্রতিবার ইতিহাস মুছতে আর ভুলে যাবেন না।

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. Privacy & Security প্যানেল নির্বাচন করুন এবং History সেকশনে যান।

  3. Firefox will, এ ড্রপ-ডাউন মেনুতে গিয়ে Use custom settings for history সেট করুন।
    Fx60HistorySettings-UseCustomFx63CustomHistory
  4. Clear history when Firefox closes বাক্সটি নির্বাচন করুন।History Win4History Mac4History Lin4
  5. কি ধরনের ইতিহাস মোছা হবে তা নির্ধারন করতে, Clear history when Firefox closes এর পাশে থাকে Settings... বাটনটিতে ক্লিক করুন।
  6. Settings for Clearing History উইন্ডোতে, আপনি কোন কোন জিনিসগুলো Firefox বন্ধের সময় স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতে চান নির্বাচন করুন।
    History Win5History Mac5History Lin5
  7. নির্বাচন হয়ে গেলে, Settings for Clearing History উইন্ডোটি বন্ধ করতে OK ক্লিক করুন।
  8. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

কিভাবে একটি নির্দিষ্ট ওয়েবসাইট আমার ইতিহাস থেকে মুছে ফেলতে পারি?

  1. লাইব্রেরি বাটনে 57 library icon ক্লিক করুন এবং তারপর History ক্লিক করে Show All History বারে যান। এতে লাইব্রেরি পর্দা খুলবে। মেনু বাটনে New Fx Menu এবং তারপর History বাটনে ক্লিক করে নিচে Show All History বারে ক্লিক করলে লাইব্রেরি পর্দা প্রদর্শিত হবে।
  2. আপনি যে ওয়েবসাইটটি আপনার ইতিহাস হতে মুছতে চান তা খুঁজতে সেই ওয়েবসাইটের নাম Search History তে লিখুন। এটি উপরের ডান কোণে অবস্থিত। টাইপ করার পর EnterReturn চাপুন।
  3. এরপর অনুসন্ধানের ফলাফল হতে, আপনি যে সাইটটি মুছতে চান সেটির উপর রাইট-ক্লিক Ctrl চেপে রেখে ক্লিক করুন এবং Forget About This Site নির্বাচন করুন।
    সেই সাইটটির সকল ইতিহাসের ডব বিষয়বস্তু (ডাউনলোড এবং ব্রাউজিং এর ইতিহাস, কুকিজ, ক্যাশ, সচল লগইনসমূহ, পাসওয়ার্ড, ফর্মের সংরক্ষিত তথ্য, কুকিজের ব্যতিক্রম, ছবিসমূহ, পপ-আপ) মুছে ফেলা হবে।

    History Win6History Mac6History Lin6
  4. সবশেষে, লাইব্রেরি উইন্ডোটি বন্ধ করুন।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন