Firefox OS এ ভিডিও রেকর্ডিং
এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।
কীভাবে ভিডিও রেকর্ড করবেন
-
ট্যাপ করে ক্যামেরা অ্যাপ চালু করুন ।
আপনি জিওলোকেশন অনুমোদন করেন কিনা, এই মর্মে একটি স্ক্রিন আসতে পারে । Allow অথবা Deny নির্বাচন করুন । আপনি চাইলে পরবর্তীতে আপনার সেটিং থেকেও এটি পরিবর্তন করতে পারবেন । আপনি Settings > App Permissions > Camera তে গিয়ে ক্যামেরা অ্যাপের জন্য জিওলোকেশন সেটিং নির্বাচন করতে পারবেন । - যদি নীল রঙ দ্বারা চিহ্নিত ভিডিও আইকনটি(
) দেখতে না পান, তাহলে বুঝতে হবে আপনি ফটো মোডে আছেন ।
ট্যাপ করে আপনি ক্যামেরা অ্যাপকে ভিডিও মোডে পরিবর্তন করতে পারেন । এখানে ক্যামেরা অ্যাপের ভিডিও মোড দেখা যাচ্ছে :
- যা ধারণ করতে চান, তার দিকে ক্যামেরা তাক করুন এবং
ট্যাপ করে রেকর্ডিং শুরু করুন ।
টিপস: কম্পিউটার বা টিভি স্ক্রিনে ভাল দেখার জন্য ডিভাইসটিকে আড়াআড়ি ভাবে বাঁকিয়ে নিতে পারেন । - রেকর্ডিং শেষ হলে এটি আবার ট্যাপ করে রেকর্ডিং বন্ধ করুন ।
- আপনার ভিডিওটি এতে ধারণ করা হবে এবং আধা সেকেন্ডের জন্য ভিডিওটির একটি প্রতিচ্ছবি স্ক্রিনে দেখাবে । আপনি ভিডিওটি শেয়ার করতে বা মুছে ফেলতে চান তাহলে প্রতিচ্ছবিটি ট্যাপ করুন ।
দ্রষ্টব্য: আপনি পরবর্তীতে গ্যালারি থেকেই ভিডিওটি শেয়ার করতে বা মুছে ফেলতে পারবেন ।
-
ট্যাপ করে ক্যামেরা অ্যাপ চালু করুন ।
আপনি জিওলোকেশন অনুমোদন করেন কিনা, এই মর্মে একটি স্ক্রিন আসতে পারে । Allow অথবা Deny নির্বাচন করুন । আপনি চাইলে পরবর্তীতে আপনার সেটিং থেকেও এটি পরিবর্তন করতে পারবেন । আপনি Settings > App Permissions > Camera তে গিয়ে ক্যামেরা অ্যাপের জন্য জিওলোকেশন সেটিং নির্বাচন করতে পারবেন । - স্ক্রীনের একদম উপরে, video mode এ ট্যাপ করে ভিডিও ক্যামেরা চালু করুন:
-
- ক্যামেরাটি একটি রেকর্ড বাটনে পরিবর্তিত হয়ে যাবেঃ
-
- আপনার ক্যামেরাটি স্থাপন করে রেকর্ড বাটনে চাপুন রেকর্ড শুরু করার জন্য।
টিপস: কম্পিউটার বা টিভি স্ক্রিনে ভাল দেখার জন্য ডিভাইসটিকে আড়াআড়ি ভাবে বাঁকিয়ে নিতে পারেন ।
- রেকর্ডিং শেষ হলে এটি আবার ট্যাপ করে রেকর্ডিং বন্ধ করুন ।
- আপনার ভিডিওটি এতে ধারণ করা হবে এবং আধা সেকেন্ডের জন্য ভিডিওটির একটি প্রতিচ্ছবি স্ক্রিনে দেখাবে । আপনি ভিডিওটি শেয়ার করতে বা মুছে ফেলতে চান তাহলে প্রতিচ্ছবিটি ট্যাপ করুন ।