Webmaker এর শিক্ষা সামগ্রীর জন্য পরামর্শ সমূহের তালিকা

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

webmaker.org/teach এ চমৎকার টিচিং কিটস তৈরির পরামর্শ! দেখে নিতে ভুলবেন না

নিবন্ধটি মেন্টরদের শিক্ষা সামগ্রীর ব্যাপারে তত্ত্বীয় ধারনা দিতে সাহায্য করে।

নিজের মত করে নেয়ার জন্য খুবই উপযোগী

সংক্ষেপে, টিচিং কিটস হল প্রাথমিক ধাপ, যা শিক্ষার পাঠক্রমকে অন্তর্ভুক্ত করে। এটি তৈরি" হয়েছে পুনর্মিশ্রণ এবং শেয়ার এর জন্য। আপনি প্রতিটি কাজ অথবা কিট প্রয়োজনমত কাস্টমাইজ করতে পারবেন, এমনকি যা আপনি হ্যাক করেছেন তা শেয়ারও করতে পারবেন অন্যদের হ্যাক করার জন্য।

কিট গণ-কাস্টমাইজেশন এর ধারণা ব্যাবহার করে। যদি না বুঝে থাকেন এটি কী, তাহলে এটি হল, নতুন জুতা কেনা এবং একটি উপাদান কেনার পার্থক্য, যা দিয়ে আপনার নিজের জুতোজোড়া বানিয়ে নিতে পারবেন। Mozilla Webmaker এর প্রশিক্ষকদের community আছে যারা এই সব উপকরণের "সহ ডিজাইনার"। সকল কমিউনিটি সদস্যদের আমাদের বিভিন্ন কমিউনিটি আহবান এর মাধ্যমে কন্টেন্ট নির্মাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে, এবং ফল স্বরূপ প্রশিক্ষকগণের সরাসরি প্রভাব আছে তাদের নিজেদের বিষয়বস্তুর উপর।

আমাদের এই শক্তিশালী কমিউনিটি নিজেদের মধ্যে পরামর্শ ছাড়াও শিক্ষার্থীদের কাছ থেকে পরামর্শ নিয়ে গঠন এবং বিষয়বস্তুর উপর জোর দিতে সাহায্য করে। আমাদের শিক্ষাক্রম সম্পূর্ণ পণ্যকেন্দ্রিক, কারণ আমরা ”পণ্যটি”র ব্যবহারকারীদের আকাঙ্খা অনুযায়ী একে উন্নত করতে চাই। আমরা অনানুষ্ঠানিক উপায় ও আনুষ্ঠানিক জরিপ, উভয় পদ্ধতির মাধ্যমে আপনার মতামত নিতে আগ্রহী।

মড্যুলারিটিই আসল জিনিস'"

যদিও প্রতিটি কিটের একটি প্রস্তাবিত ক্রম এবং অন্তর্নিহীত শিক্ষা মডেল আছে, তারপরও তাদের সবকিছুই কাস্টমাইজ করা যায়। এটি সম্ভব, কারণ সবকিট মড্যুলার। তাদের নিজেদের পাঠকশ্রেণীর জন্য কোর্স বা পাঠ্য নির্ধারণের জন্য প্রশিক্ষকগণ এর কার্যক্রম পরিবর্তন করতে, অন্য এক কার্যকলাপের সাথে অদলবদল করতে, কার্যক্রম যোগ বা মুছে দিতে এবং অন্যথায় মডিউল পুনর্বিন্যস্ত করতে পারেন


শিক্ষাগত মডেল

মজিলা যোগাযোগধর্মী, উদ্ভাবনী এবং অনান্য অগ্রসরমান শিক্ষা বিজ্ঞানকে সংযুক্ত করে। শিখতে শিখতে নির্মাণ এর ধারণা যেখানে প্রোথিত, সেই টিচিং কিটগুলো হাতে কলমে ও যৌথভাবে শেখা ও আদান-প্রদানকে উৎসাহিত করে। তারা মুক্ত সংস্কৃতির একটি মতবাদ হিসাবে ওয়েবমেকিংকে প্রচার করে। মোজিলা পড়া, লেখা এবং ওয়েবে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় দক্ষতা, প্রতিযোগিতা এবং সাক্ষরতা চিহ্নিত করতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের টিচিং কিটগুলো Web Literacy মানদণ্ড এর সাথে সামঞ্জস্যপূর্ণ।

একটি অবরোহী দৃষ্টিকোণ থেকে, প্রতিটি মজিলা নির্মিত কিট পরিচিতি, ব্যাখ্যা, আবিষ্কার এর মডেল অনুসরণ করে।

পরিচিত করুন

পরিচায়ক কার্যকলাপ এর উদ্দেশ্য হল জড়তা কাটানো, শিক্ষার্থীদের মধ্যে সংযোগ তৈরি, একটি বিষয় উপস্থাপন এবং সেই বিষয়ে তাদের সৃজনশীলতা বের করে আনা। এই কার্যকলাপ মজিলার ব্যবহৃত অংশগ্রহণ ও সহযোগীতামূলক পদ্ধতির সাথে পুরো বিষয়টিকে কাঠামোবদ্ধ করে এবং শিক্ষার্থীদের অধিবেশনের বিষয় বুঝতে সাহায্য করে।


ব্যাখ্যা করুন

ব্যাখ্যামূলক কার্যকলাপ এর উদ্দেশ্য হল ধাপগুলোর সারাংশ ভিন্ন উপায়ে উপস্থাপন অথবা শিক্ষার্থীদের টুলস গুলা নিয়ে নিজের মত কাজ করতে উৎসাহিত করা। এই কার্যকলাপটি হাতে কলমে সম্পাদিত হবে এবং শিক্ষার্থীরা কিছু একটা তৈরী করবে। আসল কথা হল, এই কাজটির কোন বাঁধাধরা উদ্দেশ্য নেই- শিক্ষার্থীরা তাদের যা খুশি, যেভাবে খুশি তৈরি করবে। শিক্ষার্থীরা তাদের অধীত কর্মদক্ষতা বাস্তবে প্রয়োগের আগে তাদের প্রয়োজনীয় টুলসগুলোর সাথে অভিযোজিত হতে হবে এবং তারা যে দক্ষতাগুলোকে শাণিয়ে নিবে, সেগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা রাখতে হবে।

আবিষ্কার করা

তৃতীয় কাজটি একপ্রকার উদ্ভাবনী কার্যকলাপ, যেটি শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশ্নের গভীরে যেতে সাহায্য করে। এর মধ্যে, শিক্ষার্থীরা দিনটির অন্তর্নিহিত বিষয়গুলো কী তা জানেন, এবং তারা টুলগুলো ব্যবহারের নিয়ম জানেন। আবিষ্কারমূলক কার্যকলাপ একটি নির্দিষ্ট উদ্দেশ্য এবং কঠোর নির্দেশিকা অনুসরণ করে করা নির্মাণ। এইসব ব্যবহারিক কার্যক্রম সমস্যা সমাধান, সহযোগিতা, সৃজনশীলতা, সমালোচনামূলক এবং অন্যান্য জ্ঞানমূলক এবং সামাজিক দক্ষতাকে উৎসাহিত করে। শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু তৈরি করতে একসঙ্গে কাজ করতে উৎসাহ দেওয়া হয়।

এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে, শিক্ষা সামগ্রী মড্যুলার হয়। আপনি তাদের রিমিক্স বা যা খুশি করে বিভিন্ন কাজ করতে পারেন। আপনাকে অন্যান্য নকশা পরীক্ষা করে দেখার জন্য স্বাগত জানাচ্ছি এবং উৎসাহিত করছি। কিট হ্যাক করুন এবং ফলাফল শেয়ার করুন!

উপাদান সমূহ

মজিলার তৈরিকৃত টিচিং সকল কিট শিক্ষাগ্রহণের উদ্দেশ্য এবং উপরে উল্লেখিত মডেল অনুযায়ী অন্তত তিনটি কার্যক্রম সম্বলিত ভূমিকা আছে।

কিছু কিটে অধিক কার্যক্রম থাকে, যা পর্যায়টির দৈর্ঘ্যের উপর নির্ভর করে। কিছু কিছু কিটে পড়া বা অন্য ধরণের স্বাধীন কার্যক্রম আছে। এছাড়াও টিচিং কিটে চিটশিট, আলোচনা গাইড, ওয়ার্কশিট, ক্র্যাশ কোর্স, প্রিন্ট আউট বা অন্যান্য ধরনের শিক্ষাগত সম্পদ থাকতে পারে।

আমরা সবকিছুকে যথাসম্ভব মড্যুলার করে তৈরি করেছি যাতে সবকিছু যথাসম্ভব সরল থাকে। আপনি নির্দিষ্ট কিছু খুঁজে থাকলে webmaker.org তে খুঁজুন!

প্রতিক্রিয়া

দয়া করে কমিউনিটি কলে যান, #teachtheweb অথবা @mozteach লিখে টুইট করুন, অথবা আমাদের বলুন আপনার চিন্তা ভাবনা । আমরা Webmaker.org এর পরামর্শ পাতা ততটাই সহজভাবে তৈরি করি, যতটা সহজ করা যায়।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন