ব্যক্তিগত ব্রাউজিং- আপনি যে সকল সাইট ব্রাউজ করেন তার কোন তথ্য সংরক্ষণ না করেই ব্রাউজ করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 92154
  • নির্মিত:
  • রচয়িতা: Rashik Ishrak Nahian
  • মন্তব্য: updated
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করেন তখন Firefox আপনার অনেক তথ্য মনে রাখে। যেমন আপনি কোন কোন সাইট পরিদর্শন করেছেন। হয়তোবা এমন অনেক সময় আসতে পারে, যখন আপনি চাইবেন না যে আপনি পরিদর্শন করা সাইটগুলো আপনার কম্পিউটারের অন্য সকল ব্যবহারকারীরা দেখুক। যেমন ধরুন কাউকে চমকে দেওয়ার জন্য আপনি হয়ত কোন উপহার কিনলেন অনলাইনে থেকে। কোন সাইট বা কোন পেজ আপনি পরিদর্শন করেছেন এ ধরনের তথ্য সংরক্ষণ না করেই ইন্টারনেট ব্রাউজিং করার জন্য ব্যক্তিগত ব্রাউজিং আপনাকে সকল ব্যবস্থা করে দেয়। আমরা আপনাকে দেখাবো কিভাবে এটি কাজ করে।

গুরুত্বপূর্ণ: ব্যক্তিগত ব্রাউজিং আপনাকে ইন্টারনেটে ছদ্মবেশী করবে না। আপনি কী ব্রাউজ করেছেন তা আপনার ইন্টারনেট সেবা প্রদানকারী, নিয়োগকর্তা অথবা সাইটগুলো বলতে পারবে। ব্যক্তিগত ব্রাউজিং আপনাকে Keylogger অথবা Spyware থেকেও রক্ষা করতে পারবে না।

কিভাবে নতুন ব্যক্তিগত উইন্ডো খুলব?

নতুন ব্যক্তিগত উইন্ডো খোলার দুটি পদ্ধতি রয়েছে।

একটি নতুন, খালি ব্যক্তিগত উইন্ডো খুলুন

  • মেনু New Fx Menu বাটনে ক্লিক করে New Private Window বাটনটি ক্লিক করুন।
    private browsing - fx29 - winxpprivate browsing - fx29 - win8private browsing - fx29 - macprivate browsing - fx29 - linux
  • Firefox উইন্ডোর উপরের দিকে থাকা, File মেনুতে ক্লিক করে New Private Window নির্বাচন করুন। নতুন ব্যক্তিগত উইন্ডো চালু হবে।
    fx20 new private window - file menu
    Firefox উইন্ডোর শুরুতে, Firefox বাটন ক্লিক করে New Private Window নির্বাচন করুন।
    New Private Window Fx20 Win7
    মেনুবারের File মেনুতে ক্লিক করে New Private Window নির্বাচন করুন।

    New Private Window Fx20 Mac
    Firefox উইন্ডোর উপরের দিকে থাকা File মেনুতে ক্লিক করে New Private Window নির্বাচন করুন।
    New Private Window Fx20 Lin
  • যেকোন লিংকে মাউসের ডান বাটনে ক্লিক করুনক্লিক করার সময় Control চেপে ধরুন করুন এবং কনটেস্ট মেনু থেকে Open Link in New Private Window নির্বাচন করুন।
    Link in Private Window Fx20 WinXPLink in Private Window Fx20 Win7Link in Private Window Fx20 MacLink in Private Window Fx20 Lin
গুরুত্বপূর্ণ: যখন ব্যক্তিগত ব্রাউজিং মুডে থাকবে, তখন উইন্ডো শিরোনাম (Private Browsing) দেখাবে এবং বন্ধ করার বাটনের নিচে বেগুনি রঙের ব্যক্তিগত ব্রাউজিং মুখোশ থাকবে। এছাড়া আরো একটি উইন্ডো চালু থাকবে যেটি হয়ত ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডো হবে না। যখন ব্যক্তিগত ব্রাউজিং মুডে থাকবে তখন Firefox বাটন বেগুনি হবে। এছাড়া আরো একটি উইন্ডো চালু থাকবে যেটি হয়ত ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডো হবে না।যখন ব্যক্তিগত ব্রাউজিং মুডে থাকবে তখন উইন্ডো শিরোনাম (Private Browsing) দেখাবে এবং সাথে বেগুনি রঙের ব্যক্তিগত ব্রাউজিং মুখোশ থাকবে। এছাড়া আরো একটি উইন্ডো চালু থাকবে যেটি হয়ত ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডো হবে না।যখন ব্যক্তিগত ব্রাউজিং মুডে থাকবে, উইন্ডো শিরোনাম (Private Browsing) দেখাবে এবং ফাইল মেনুর নিচে সাথে বেগুনি রঙের ব্যক্তিগত ব্রাউজিং মুখোশ দেখাবে। এছাড়া আরো একটি উইন্ডো চালু থাকবে যেটি হয়ত ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডো হবে না।

Normal - Private Fx20 WinXPNormal - Private Fx20 Win7Normal - Private Fx20 MacNormal - Private Fx20 Lin

পরামর্শ: ব্যক্তিগত ব্রাউজিং উইন্ডোর উপরের দিকে একটি বেগুনী রঙের মুখোশ থাকবে।
Mask - WinXPMask - Win8Mask - MacMask - Linux

আমি ব্যক্তিগত ব্রাউজিং কিভাবে চালু করব?

ব্যক্তিগত ব্রাউজিং চালু করতে:

  1. Firefox উইন্ডোর উপরের দিকে থাকা Firefox বাটনে ক্লিক করে (Windows XP এর Tools মেনুতে) Start Private Browsing নির্বাচন করুন। মেনু বারের Tools মেনু ক্লিক করে Start Private Browsing নির্বাচন করুন। Firefox উইন্ডোর উপরের দিকে থাকা Tools মেনু ক্লিক করে Start Private Browsing নির্বাচন করুন।
    Private Browsing Win1


    Private Browsing Mac1

    Private Browsing Lin1
  2. ব্যক্তিগত ব্রাউজিং শুরু করারা সময়, Firefox আপনাকে একটি সতর্কবার্তা দেখাবে যে, এটি আপনার বর্তমান উইন্ডো এবং ট্যাব মনে রাখবে যাতে ব্যক্তিগত ব্রাউজিং শেষ করে আপনি এগুলো আবার ব্যবহার করতে পারেন। চালিয়ে যেতে Start Private Browsing ক্লিক করুন।

    Private Browsing Win2


    Private Browsing Mac2

    Private Browsing Lin2
    • ব্যক্তিগত ব্রাউজিং শুরু করার সময় আপনি যদি এই বার্তাটি দেখতে না চান তাহলে "Do not show this message again" এর পাশের বক্সটিতে টিক দিন।
  3. আপনি ব্যক্তিগত ব্রাউজিং এ আছে তা নিশ্চিৎ করতে ব্যক্তিগত ব্রাউজিং এর তথ্য আপনার সামনে আসবে।Private Browsing Win3Private Browsing Mac3Private Browsing Lin3

যখন ব্যক্তিগত ব্রাউজিং মুডে ব্রাউজ করছেন, তখন Firefox উইন্ডো শিরোনাম (Private Browsing) দেখাবে Firefox বাটন বেগুনি হয়ে যাবে (উইন্ডোজ এক্সপি'র জন্য উইন্ডো শিরোনাম (Private Browsing) দেখাবে)

কিভাবে ব্যক্তিগত ব্রাউজিং বন্ধ করব?

ব্যক্তিগত ব্রাউজিং সেশন বন্ধ করতে:

  1. Firefox উইন্ডোর উপরের দিকে থাকা Firefox বাটনে ক্লিক করে (Windows XP এর Tools মেনুতে) Stop Private Browsing নির্বাচন করুন। মেনুবারের Tools মেনুতে ক্লিক করে Stop Private Browsing নির্বাচন করুন।Firefox উইন্ডোর উপরের দিকে থাকা Tools মেনুতে ক্লিক করে Stop Private Browsing নির্বাচন করুন।
    Private Browsing Win4


    Private Browsing Mac4

    Private Browsing Lin4
  2. আপনি যে সকল উইন্ডো এবং ট্যাব ব্যবহার করছেন সেখানে ব্যক্তিগত ব্রাউজিং লেখা থাকবে এবং আপনি স্বাভাবিক ভাবেই Firefox চালাতে পারবেন। যখন ব্যক্তিগত ব্রাউজিং বন্ধ থাকবে তখন Firefox উইন্ডোর শিরোনামে (Private Browsing) লেখা থাকবে না। Firefox বাটন আবার কমলা হয়ে যাবে (Windows XP এর Firefox উইন্ডোর শিরোনামে (Private Browsing) লেখা থাকবে না)

ব্যক্তিগত ব্রাউজিং কি কি সংরক্ষন করে না?

  • ব্রাউজ করা পৃষ্ঠা: ইতিহাস মেনুর তালিকা, লাইব্রেরি উইন্ডো তালিকা, অথবা অসাম বার ঠিকানার তালিকায় কোন সাইট যুক্ত হবে না।
  • ফর্ম এবং অনুসন্ধান বারের তথ্য: আপনি কোন ওয়েব পৃষ্ঠার টেক্সট বক্সে অথবা অনুসন্ধান বারে যাই লেখেন না কেন তা স্বয়ংক্রিয়ভাবে ফর্ম পূরন করার জন্য সংরক্ষিত হবে না।
  • পাসওয়ার্ড: কোন নতুন পাসওয়ার্ড সংরক্ষিত হবে না।
  • ডাউনলোডকৃত ফাইলের তালিকা: ব্যক্তিগত ব্রাউজিং বন্ধ করার পরে ডাউনলোড উইন্ডো তে ব্যক্তিগত ব্রাউজিং এর সময় ডাউনলোডকৃত কোন ফাইলের তালিকা দেখাবে না।
  • কুকি: আপনি যে সকল ওয়েব সাইট ব্রাউজ করেছেন তার তথ্য যেমন সাইট অনুযায়ী পছন্দ, লগিনের অবস্থা, এবং Adobe Flash এর মতন প্লাগিন্স সমূহ কী তথ্য ব্যবহার করছে কুকি তা সংরক্ষণ করে। কোন তৃতীয় পক্ষ কুকি ব্যবহার করে আপনাকে অনুসরণ করতে পারে। অনুসরণ করা সম্পর্কে আরো জানতে, কিভাবে আমি অনুসরণ করবে না সুবিধাটি চালু করব? দেখুন।
  • ওয়েব ক্যাশ ফাইল এবং অফলাইন ওয়েবের কন্টেন্ট এবং ব্যাবহারকারীর তথ্য : ইন্টারনেটের অস্থায়ী ফাইল (ক্যাশ) সংরক্ষন করা হবে না এবং আরও ওয়েবসাইট যেসকল ফাইলসমূহ অফলাইনে ব্যাবহার করার জন্য সংরক্ষন করে থাকে, তাও সংরক্ষন করা হবে না।
দ্রষ্টব্য:
  • ব্যক্তিগত ব্রাউজিং ব্যবহার করার সময় আপনি যেসকল বুকমার্ক তৈরী করবেন, সেই সকল বুকবার্কগুলো সংরক্ষন করা হবে।
  • ব্যক্তিগত ব্রাউজিং ব্যবহার করার সময় আপনি যে সকল ফাইল আপনার কম্পিউটারে ডাউনলোড করবেন সে সকল ফাইল আপনার কম্পিউটারে সংরক্ষন করা থাকবে।

ব্যক্তিগত ব্রাউজিং এ Firefox Hello ব্যবহারযোগ্য না ।

Firefox কি ধরনের তথ্য সংরক্ষন করবে তা নির্ধারনের জন্য অন্যান্য উপায়