Page info উইন্ডো - যে পেজে আছেন তার কারিগরী ডিটেলস দেখুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 81283
  • নির্মিত:
  • রচয়িতা: Ashfaq Hossain
  • মন্তব্য: রিভিশন
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

Page info উইন্ডো, আপনি যে পেজে আছেন তার টেকনিক্যাল ডিটেলস দেখায়। এটা চালু করতে:

  • প্রথমে Site Identity Button (ওয়েবসাইটের আইকন যেটা অ্যাড্রেস এর বামে থাকে) ক্লিক করে More information… বাটনে ক্লিক করুন।

YouTube - Gray globe - WinYouTube - Gray globe - Lin

General

Page Info - Win1

Page title

  • Address: যে পেজ ভিজিট করছেন তার URL(Uniform Resource Locator) দেখাবে।
  • Type: ভিজিট করা পেজের কন্টেন্টের ধরন (MIME type) দেখাবে। এই ধরনগুলো ওয়েব সার্ভার থেকে নির্ধারণ করা হয়।
  • Render Mode: পেজটি ওয়েব কোডিং এর আদর্শগুলো (Standards compliance mode) মেনেছে নাকি Firefox এটাকে নন-ষ্ট্যাণ্ডার্ড কোড (Quirks mode) এর জন্য সঙ্গতিপূর্ণভাবে প্রদর্শন করছে, সেটা দেখায়।
  • Encoding: পেজে কোন ধরনের ক্যারেকটার এনকোডিং ব্যবহার করা হয়েছে সেটা দেখায়। এটা চাইলে Web DeveloperView মেন্যু থেকে পরিবর্তন করা যাবে।
  • Size: পেজের সাইজ কিলোবাইট (এবং বাইট) হিসাবে দেখায়।
  • Modified: পেজ সর্বশেষ কবে পরিবর্তন হয়েছিল সেটা দেখায়।

Meta

মেটা'র ঘরে ওয়েবপেজের সোর্সকোডে যতগুলা "meta" ট্যাগ পাওয়া যায় তা প্রদর্শন করে। এইগুলো ফাইলের ধরন, ক্যারেকটার এনকোডিং, লেখক, কি-ওয়ার্ডস এবং আরও বিষয়ে বর্ণনা করে।

Security information for this page

সাইটের ব্যবহার করা সার্টিফিকেট এর সাধারণ তথ্য, পরিচয় যাচাই করা কিনা এবং সংযোগটি এনক্রিপ্ট করা আছে কিনা সেটা প্রদর্শন করে। আরও তথ্যের জন্য Details বাটনে ক্লিক করুন, যেটা আপনাকে Page Info window Security panel- তে নিয়ে যাবে।

Media

Page Info - Win2
মিডিয়া প্যানেলে পেজের সাথে লোড হওয়া সকল URL, ব্যাকগ্রাউন্ড, ছবি এবং এম্বেড করা কন্টেন্ট (অডিও এবং ভিডিও সহ) প্রদর্শিত হয়। যেকোনো আইটেমের উপর ক্লিক করে আপনি এদের ব্যাপারে নিচের তথ্য সহ আরও বিস্তারিত জানতে পারবেন:

  • Location: আইটেমটির URL জানতে পারবেন।
  • Type: আইটেমটি কোন ধরনের ফাইল।
  • Size: আইটেমের ফাইল সাইজ কত কিলোবাইট (এবং বাইট)।
  • Dimensions: স্ক্রিনে আইটেমের সাইজ কত পিক্সেল।
  • Associated Text: ছবির জন্য, "alternate" লেখা যা ছবি কোন কারনে লোড না হলে দেখা যায়।

আপনি চাইলে Save As… বাটনে ক্লিক করে যেকোনো আইটেম আপনার হার্ডড্রাইভে সংরক্ষণ করতে পারেন।

Block Images from domain

এই অপশন প্রিফারেন্স নির্ধারণ করলে এই নির্দিষ্ট ডোমেইন থেকে স্বয়ংক্রিয় ভাবে ছবি লোড হওয়া বন্ধ হয়ে যাবে। কীভাবে সাইটের জন্য ইমেজ লোড হওয়ার অনুমতি যোগ করা বা বন্ধ করা যায় তার নির্দেশনা ফন্ট, ভাষা, পপ-আপ, ছবি এবং জাভাস্ক্রীপ্ট এর সেটিং নিবন্ধে দেখুন।

Feeds

Page Info - Win3

URL এবং পেজে থাকা যেকোনো ধরনের ওয়েব ফিড এর তালিকা তৈরি করে। যেকোনো ফিডে সাবস্ক্রাইব করতে, তালিকায় থাকা ফিডের নামে ক্লিক করুন, তারপরে Subscribe বাটনে ক্লিক করুন।
দ্রষ্টব্য: যদি পেজে কোন ফিড না থাকে, Page info উইন্ডো কোন ফিড প্যানেল দেখাবে না।

Permissions

Page Info - Win4

Page Info Permissions Win Fx22

Fx25PageInfo-Permissions

Permissions উইন্ডোর optionspreferences Permissions for এর পরে আছে। Use Default বক্স থেকে টিক উঠিয়ে দিয়ে পেজকে কাজটি করতে অথবা না করতে বলা হয়।

Activate Plugins

ইনস্টল কৃত প্লাগইন এর তালিকা দেখায় এবং নির্দিষ্ট করে যে ডোমেইন সব সময় প্রতিটি প্লাগইন লোড করবে, জিজ্ঞাসা করবে, না ব্লক করবে। প্লাগিন সক্রিয় করতে আমাকে কেন ক্লিক করতে হবে? নিবন্ধটি বর্ণনা করে যে এই অনুমতি প্রতিটি সাইটের জন্য কিভাবে কাজ করে।

Access your Location

Location-Aware Browsing সুবিধা ব্যবহার করে Firefox তালিকায় থাকা সাইটকে আপনার অবস্থান জানাবে কিনা তা বর্ণনা করে। সাইটে কিভাবে অবস্থান শেয়ার যুক্ত বা মুছে ফেলা যায় তা জানতে Permissions Manager - কিছু নির্দিষ্ট ওয়েবসাইটকে পাসওয়ার্ড সংরক্ষণ, কুকিজ সেট অ অন্যান্য কাজ করার সম্মতি প্রদান করুন নিবন্ধটি দেখুন।

Enter Fullscreen

তালিকায় থাকা সাইট সম্পূর্ণ স্ক্রিনে দেখাবে কিনা তা বর্ণনা করে। সম্পূর্ণ স্ক্রিনে দেখানো সম্পর্কে আরও জানতে Permissions Manager - কিছু নির্দিষ্ট ওয়েবসাইটকে পাসওয়ার্ড সংরক্ষণ, কুকিজ সেট অ অন্যান্য কাজ করার সম্মতি প্রদান করুন নিবন্ধটি দেখুন।

Hide the Mouse Pointer

তালিকায় থাকা সাইট মাউস পয়েন্টার লুকিয়ে রাখবে কিনা তা বর্ণনা করে।

Install Add-ons

তালিকায় থাকা সাইট কি কোন এক্সটেনশন অথবা থিম ইনস্টল করার জন্য ডায়লগ বক্স দিবে কিনা। সাইটের ইনস্টল অনুমতি সম্পর্কে আরও জানতে সিকিউরিটি ও পাসওয়ার্ড সেটিং নিবন্ধটি দেখুন।

Load Images

তালিকায় থাকা সাইট নিজেই ছবি লোড করবে কিনা বর্ণনা করে।

Maintain Offline Storage

তালিকায় থাকা সাইট অফলাইনে তথ্য জমা করে রাখবে কিনা বর্ণনা করে। কিভাবে অফলাইনে তথ্য জমা সংক্রান্ত অনুমতি যুক্ত করা অথবা মুছে ফেলা যায় তা সম্পর্কে বিস্তারিত জানতে Permissions Manager - কিছু নির্দিষ্ট ওয়েবসাইটকে পাসওয়ার্ড সংরক্ষণ, কুকিজ সেট অ অন্যান্য কাজ করার সম্মতি প্রদান করুন নিবন্ধটি দেখুন।

Load Images

তালিকায় থাকা সাইট নিজেই ছবি লোড করবে কিনা বর্ণনা করে। সাইটের জন্য কিভাবে ছবি লোড করার অনুমতি যোগ অথবা মুছে ফেলা যায় তার জন্য ফন্ট, ভাষা, পপ-আপ, ছবি এবং জাভাস্ক্রীপ্ট এর সেটিং নিবন্ধটি দেখুন।

Open Pop-up Windows

তালিকায় থাকা সাইট পপ-আপ দিতে পারবে কিনা তা বর্ণনা করে। কিভাবে পপ-আপ সম্পর্কিত অনুমতি যুক্ত করা অথবা মুছে ফেলা যায় তা সম্পর্কে জানতে ফন্ট, ভাষা, পপ-আপ, ছবি এবং জাভাস্ক্রীপ্ট এর সেটিং এবং Permissions Manager - কিছু নির্দিষ্ট ওয়েবসাইটকে পাসওয়ার্ড সংরক্ষণ, কুকিজ সেট অ অন্যান্য কাজ করার সম্মতি প্রদান করুন নিবন্ধ দেখুন।

Set Cookies

তালিকায় থাকা সাইট কোন কুকি সেট করতে পারবে কিনা তা বর্ণনা করে। সাইটে কিভাবে কুকি সংক্রান্ত অনুমতি যুক্ত করা অথবা মুছে ফেলা যায় তা জানতে প্রাইভেসি, ব্রাউজিং ইতিহাস ও do-not-track এর সেটিংস এবং Permissions Manager - কিছু নির্দিষ্ট ওয়েবসাইটকে পাসওয়ার্ড সংরক্ষণ, কুকিজ সেট অ অন্যান্য কাজ করার সম্মতি প্রদান করুন নিবন্ধ দেখুন।

Show Notifications

তালিকায় থাকা সাইট কোন নটিফিকেশন দেখাতে পারবে কিনা তা বর্ণনা করে।

Install Extensions or Themes

তালিকায় থাকা সাইট কি কোন এক্সটেনশন অথবা থিম ইনস্টল করার জন্য ডায়লগ বক্স দিবে কিনা। সাইটের ইনস্টল অনুমতি সম্পর্কে আরও জানতে সিকিউরিটি ও পাসওয়ার্ড সেটিং নিবন্ধটি দেখুন।

Share Location

Location-Aware Browsing সুবিধা ব্যবহার করে Firefox তালিকায় থাকা সাইটকে আপনার অবস্থান জানাবে জানাবে কিনা তা বর্ণনা করে। সাইটে কিভাবে অবস্থান শেয়ার যুক্ত বা মুছে ফেলা যায় তা জানতে Permissions Manager - কিছু নির্দিষ্ট ওয়েবসাইটকে পাসওয়ার্ড সংরক্ষণ, কুকিজ সেট অ অন্যান্য কাজ করার সম্মতি প্রদান করুন নিবন্ধটি দেখুন।

Maintain Offline Storage

তালিকায় থাকা সাইট অফলাইনে তথ্য জমা করে রাখবে কিনা বর্ণনা করে। কিভাবে অফলাইনে তথ্য জমা সংক্রান্ত অনুমতি যুক্ত করা অথবা মুছে ফেলা যায় তা সম্পর্কে বিস্তারিত জানতে Permissions Manager - কিছু নির্দিষ্ট ওয়েবসাইটকে পাসওয়ার্ড সংরক্ষণ, কুকিজ সেট অ অন্যান্য কাজ করার সম্মতি প্রদান করুন নিবন্ধটি দেখুন।

Enter Fullscreen

তালিকায় থাকা সাইট সম্পূর্ণ স্ক্রিনে দেখাবে কিনা তা বর্ণনা করে। সম্পূর্ণ স্ক্রিনে দেখানো সম্পর্কে আরও জানতে Permissions Manager - কিছু নির্দিষ্ট ওয়েবসাইটকে পাসওয়ার্ড সংরক্ষণ, কুকিজ সেট অ অন্যান্য কাজ করার সম্মতি প্রদান করুন নিবন্ধটি দেখুন।

Hide the Mouse pointer

তালিকায় থাকা সাইট মাউস পয়েন্টার লুকিয়ে রাখবে কিনা তা বর্ণনা করে।

Security

Page Info Security Win

Website Identity

  • Website: পেজের ডোমেইনের তালিকা করে
  • Owner: যদি পেজের পরিচয় সনাক্ত করা যায় তাহলে সাইটের মালিকের তথ্য দেখায়।
  • Verified by: যদি সাইটের জন্য কোন নিরাপত্তা সার্টিফিকেট থাকে তাহলে এটি যে দিয়েছে তার পরিচয় দেখাবে। সার্টিফিকেট দেখতে View Certificate বাটন ক্লিক করুন।

Privacy & History

  • Have I visited this website before today?: আপনি এই সাইটের আগে এসেছেন কিনা তা দেখায়, যদি আসেন তাহলে কতবার।
  • Is this website storing information (cookies) on my computer?: সাইট কি কুকি সংরক্ষণ করছে কিনা তা দেখায়। কুকি দেখতে চাইলে View Cookies বাটন ক্লিক করুন।
  • Have I saved any passwords for this website?: আপনি এই সাইটের জন্য আপনার লগিন তথ্য সংরক্ষণ করেছেন কিনা তা দেখায়। পাসওয়ার্ড দেখতে View Saved Passwords ক্লিক করুন।

Technical Details

Technical Details অংশে গোপনীয়তার জন্য সাইটির সংযোগ এনক্রিপ্ট করা কিনা তা দেখায়, এবং যদি থাকে, এনক্রিপ্ট যা ব্যবহার করা হয়েছে তার কোন ধরনের অথবা তার ক্ষমতা কেমন তা দেখায়।