Linux এ Firefox ইনস্টল করুন

এই প্রবন্ধটি হয়তো তারিখের বাইরের।

যার ওপরে এটি ভিত্তি করে আছে সেই ইংরাজী প্রবন্ধে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। যতক্ষণ না এই পেজটি আপডেট হচ্ছে, ততক্ষণ আপনি হয়তো এটাকে সাহায্যকর পাবেন: Install Firefox on Linux

ফায়ারফক্স ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে আপনার কম্পিউটারে ফায়ারফক্স ইনস্টল করতে হবে। লিনাক্সে কিভাবে ফায়ারফক্স ইনস্টল করতে হয় তা এই নিবন্ধে দেখানো হয়েছে। অন্য অপারেটিং সিস্টেমের জন্য Windows এ Firefox ডাউনলোড এবং ইনস্টল করা এবং ম্যাক -এ ফায়ারফক্স ইনস্টল করা দেখুন।

অনেক লিনাক্স ডিস্ট্রিবিউশনে আগে থেকে ফায়ারফক্স দেওয়া থাকে। এছাড়াও প্রায় প্রতিটি ডিস্ট্রিবিউশনেরই একটি প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম থাকে যার মাধ্যমে সহজেই ফায়ারফক্স ইনস্টল করা যায়। সাধারণত প্যাকেজ ম্যানেজমেন্ট থেকেই ইনস্টল করা উচিত। কেননা প্যাকেজ ম্যানেজমেন্টে:

  • আপনি যেন সকল প্রয়োজনীয় লাইব্রেরী পান তা নিশ্চিত করা হয়।
  • এমনভাবে ফায়ারফক্স ইনস্টল করা হয় যেন তা আপনার ডিস্ট্রিবিউশনের সাথে সব থেকে ভালোভাবে কাজ করে।
  • ফায়ারফক্স চালু করার জন্য শর্টকাট তৈরি করা হয়।
  • অন্যান্য যে কোন অ্যাপ্লিকেশনের মত একইভাবে ফায়ারফক্স বাদ দেওয়া যায়।

প্যাকেজ ম্যানেজমেন্টের কিছু নেতিবাচক দিকও আছে। যেমনঃ

  • এতে হয়তো আপনি ফায়ারফক্সের সর্বশেষ সংস্করণ পাবেন না।
  • এতে হয়তো আপনি এমন কোন সংস্করণ পাবেন ফায়ারফক্স দ্বারা অনুমোদিত নয়।

প্যাকেজ ম্যানেজমেন্ট থেকে ইনস্টল করা

প্যাকেজ ম্যানেজমেন্ট থেকে ফায়ারফক্স ইনস্টল করার জন্য আপনি লিনাক্সের যে ডিস্ট্রিবিউশন ব্যবহার করছেন তার ডকুমেন্টেশন দেখুন।

প্যাকেজ ম্যানেজমেন্ট ব্যতীত ইনস্টল করা

প্যাকেজ ম্যানেজমেন্ট ব্যতীত ফায়ারফক্স ইনস্টল করার সম্পূর্ণ নির্দেশাবলি সম্ভবত আপনার ডিস্ট্রিবিউশনের সহায়তামূলক ওয়েব সাইটে দেওয়া আছে। যেমনঃ

  • ফায়ারফক্স ইনস্টল করার আগে নিশ্চিত হয়ে নিন, আপনার কম্পিউটারে সকল প্রয়োজনীয় লাইব্রেরী ইনস্টল করা আছে কিনা। কোন লাইব্রেরী ইনস্টল করা না থাকলে ফায়ারফক্স চালু হবে না।
  • মজিলা থেকে সরবরাহ করা .tar.bz2 ফরমেটের ইনস্টলেশন ফাইলে কোন সোর্স ফাইল থাকে না। কেবল আগে থেকে কম্পাইল করা বাইনারি ফাইল থাকে; যাতে আপনি সহজেই ফাইলটি আনপ্যাক করে চালু করতে পারেন। সোর্স থেকে প্রোগ্রামটি কম্পাইল করে নেওয়ার কোন প্রয়োজন নেই।
  • পরবর্তী নির্দেশনাগুলো আপনার হোম ডিরেক্টরিতে ফায়ারফক্স ইনস্টল করবে এবং কেবল বর্তমান ব্যবহারকারী এটি চালু করতে পারবে।
  1. ফায়ারফক্স ডাউনলোড পেজ হতে আপনার হোম ডিরেক্টরিতে ফায়ারফক্স ডাউনলোড করে নিন।
  2. Terminal চালু করুন এবং হোম ডিরেক্টরিতে যানঃ cd ~
  3. ডাউনলোড করা ফাইলটি এক্সট্রাক্ট করুনঃ tar xjf firefox-*.tar.bz2
  4. ফায়ারফক্স চালু থাকলে বন্ধ করে নিন।
  5. ফায়ারফক্স চালু করতে firefox ফোল্ডারের firefox স্ক্রিপ্ট রান করুনঃ ~/firefox/firefox

এখন ফায়ারফক্স চালু হবে। এই কমান্ডটি রান করার জন্য আপনি চাইলে ডেক্সটপে একটি আইকন তৈরি করে নিতে পারেন।

libstdc++5 error

যেভাবে আগে বলা হয়েছে, ফায়ারফক্স চালু করতে হলে আপনাকে প্রয়োজনীয় লাইব্রেরীগুলো ইনস্টল করতে হবে। অনেক ডিস্ট্রিবিউশনেই আগে থেকে libstdc++5 দেওয়া থাকে না।

"firefox not installed" বার্তা অথবা ফায়ারফক্সের ভুল সংস্করণ চালু হয়েছে

যদি উপরের নির্দেশনা অনুযায়ী ফায়ারফক্স ইনস্টল করা হয় তবে (Terminal-এ কিংবা ডেক্সটপ এর লঞ্চারে) এই কমান্ড ব্যবহার করলে অবশ্যই ফায়ারফক্স চালু হবেঃ ~/firefox/firefox

আপনি যদি Terminal-এ firefox কমান্ড লিখে ফায়ারফক্স চালু করাতে চেষ্টা করেন তবে এটি ফায়ারফক্সের প্যাকেজ ম্যানেজার দ্বারা ইনস্টল করা সংস্করণ চালু করবে। অথবা বলবে প্রোগ্রামটি ইনস্টল করা নেই।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন