আমি একটি ইভেন্ট আয়োজন করতে চাই, আমি কিভাবে শুরু করতে পারি?

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

ইভেন্টের মাধ্যমে কমিউনিটি থেকে নতুন ওয়েবমেকার্স যুক্ত হয় সেই সাথে ডিজিটাল বিশ্বে একটি আনন্দময় পরিবেশ সৃষ্টি করে।

আমাদের টিচিং কিট এইখান হতে webmaker.org/teach দেখার মধ্যমে শুরু করুন এবং সিদ্ধান্তে আসুন আপনি কোন বিষয় শিখাতে চান। মনে রাখবেন থিম রিমিক্সের মাধ্যমে আপনার শেখার পরিস্থিতি মানানসই করতে পারেন।

আমাদের event platform সুবিধার মাধ্যমে আপনি আপনার পাবলিক ইভেন্টটি আমাদের ম্যাপে দেখাতে পারবেন। এই event guides নিবন্ধটি আপনাকে উপকরণের নির্দেশিকা দিবে এবং বিভিন্ন সাইজের ইভেন্টের পরিকল্পনার জন্য পরামর্শ দিবে।

  • মাঝারি আকারের পার্টি: Hack Jam
  • বৃহৎ আকারের পার্টি: Hive Pop-Up

Thimble এ hackable agenda কে রিমিক্স করার চেষ্টা করুন।

বিশ্ব মানচিত্রে আপনার ইভেন্টটি যুক্ত করতে ভুলবেন না !

আপনি আপনার প্রিয় লাইব্রেরি, জাদুঘর, শহর হল, হ্যাকার স্থান, কফি শপ, শয়নকক্ষ, কর্ণার অ্যালাই অথবা উপযুক্ত ওয়াইফাই রয়েছে যে কোন জায়গায় একটি মেকার পার্টি হোস্ট করতে পারেন।

আপনি কি তৈরি করেছেন তা দেখতে এবং নেটওয়ার্ক জুড়ে শেয়ার করতে আমরা ভালোবাসি!

টুইটারের মাধ্যমে #makerparty হ্যাশট্যাগ ব্যবহার করে মেইক সেন্ড করুন, অথবা আমাদের community email list এ মেইক সেন্ড করুন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন