Firefox এ কিভাবে পূর্বনির্ধারিত ইউজার এজেন্টে ফেরত আসা যায়

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 78209
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: waiting fro initial review
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ইউজার এজেন্ট এক লাইনের একটি কোড যা ওয়েবসাইটকে বলে আপনি কোন ব্রাউজার এবং কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন। এই তথ্য আপনার ব্রাউজারের সাথে সামঞ্জস্যপূর্ণ কন্টেন্ট দিতে ওয়েব সার্ভারকে সাহায্য করে।

আপনি Firefox এর ইউজার এজেন্ট পরিবর্তন করে পুরাতন ওয়েব সাইটকে বুঝাতে পারেন যে আপনি ওয়েব ব্রাউজারের অন্য একটি সংস্করণ চালাচ্ছেন। ব্রাউজারের বিভিন্ন সংস্করণে ওয়েব সাইট কেমন কাজ করে তা দেখার জন্য ওয়েব ডেভলপার এই কাজ করতে পারেন। মাঝে মাঝে, অ্যাড-অন এবং অন্য কিছু ইনস্টল করলে আপনার অজান্তেই ইউজার এজেন্ট পরিবর্তন হয়ে যেতে পারে। যে কোন ক্ষেত্রেই, পূর্বনির্ধারিত ইউজার এজেন্ট এ ফেরত যাওয়া গুরুত্বপূর্ণ যাতে ওয়েব সাইট সঠিকভাবে দেখা যায়।

To reset your user agent:

  1. address bar এ, টাইপ করুন about:config এবং প্রেস করুন EnterReturn

    • এই about:config এ "This might void your warranty!" এই সতর্ক বার্তা প্রদর্শিত হতে পারে। about:config page এর সাথে থাকতে ক্লিক করুন I accept the risk!
  2. FilterSearch বক্সে useragent লিখে অনুসন্ধান করুন।
  3. প্রতিটি অপশনে মাউসের ডান বাটনে ক্লিক করুনক্লিক করার সময় Control চেপে ধরুন , যদি থাকে, এবং কনটেক্সট মেনু থেকে Reset নির্বাচন করুন।
  • general.useragent.extra.firefox
  • general.useragent.extra.productName - যেখানে productName কোন তৃতীয় পক্ষের নাম থাকতে পারে (যেমন microsoftdotnet).
  • general.useragent.locale
  • general.useragent.override
  • general.useragent.security

reset_ua1.png

ইউজার এজেন্ট রিসেট করা হলে, আপনাকে কুকি এবং ক্যাশ পরিষ্কার করতে হবে:

  1. লাইব্রেরি বাটনে ক্লিক করুন 57 library icon,History তে ক্লিক করুন এবং Clear Recent History… নির্বাচন করুণ।
  2. Time Range to clear: থেকে Everything বেছে নিন।
  3. Details এর পাশে যে তীর চিহ্ন আছে, সেটি ক্লিক করলে যেসব আইটেম আপনি মুছে ফেলতে চান তার একটি তালিকা আসবে।
  4. Cookies এবং Cache দুটোই নির্বাচন করুন।
  5. Clear Now এ ক্লিক করুন।

}

  1. লাইব্ররি বাটনে 57 library icon ক্লিক করুন, History ক্লিক করুন এবং Clear Recent History... নির্বাচন করুন।
  2. Time Range to clear: থেকে Everything বেছে নিন।
  3. ড্রপ ডাউন মেনুর নিচে Cookies এবং Cache দুটোই নির্বাচন করুন।
  4. Clear Now এ ক্লিক করুন।