যেসকল ওয়েবসাইট নিরাপদ না, সেগুলি আমার নিরাপত্তায় কি ধরনের প্রভাব ফেলে?

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 124917
  • নির্মিত:
  • রচয়িতা: Modhurima Chowdhury Proma
  • মন্তব্য: অর্ধেক অনুবাদ হয়েছে
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: na.sabbir
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
দয়া করে সর্বশেষ সুবিধাগুলো উপভোগ করতে , এখনই Firefox এর সর্বশেষ সংস্করণকে হালনাগাদ করুন

আপনি যখন কোনো ওয়েবসাইট প্রদর্শন করেন যা সম্পূর্ণ নিরাপদ হিসেবে অনুমিত কিন্তু তা অনিরাপদ কন্টেন্ট ধারণ করে থাকে, Firefox সেসব অনিরাপদ কন্টেন্ট ব্লক করে দেয় এবং এড্রেস বারে shield icon টি প্রদর্ধিত করে। আমরা বর্ণনা করবো যে mixed content কি, কেনো Firefox এটি ব্লক করে এবং আপনার কাছে কি অপশন আছে।

Insecure1 34 - Win

Insecure1 39 - Lin en

HTTP একটি ওয়েব সার্ভার থেকে আপনার ব্রাউজারে তথ্য প্রেরণের জন্য একটি ব্যবস্থা। HTTP নিরাপদ নয়, তাই আপনি যখন HTTP এর মাধ্যমে কোন পেজে যান তখন আপনার সংযোগ আড়ি পাতার জন্য খোলা থাকে এবং আপনি man-in-the-middle attacks আক্রমণের শিকার হতে পারেন। বেশিরভাগ ওয়েবসাইট HTTP এর মাধ্যমে কাজ করে। যেহেতু এরা সংবেদনশীল তথ্য আদান-প্রদান করে না তাই এদের সংযোগ খুব একটা নিরাপদ না হলেও চলে।

আপনি যখন সম্পূর্ণভাবে HTTPS দ্বারা প্রেরিত কোন ওয়েব সাইটে যান, যেমন আপনার ব্যাংক এর ওয়েব সাইট, আপনি একটি গ্রীন প্যাডলক আইকন দেখতে পাবেন এড্রেস বার এ (আমি কিভাবে বলব কোন ওয়েবসাইটে আমার সংযোগ নিরাপদ কিনা? এ বিস্তারিত দেখুন)। এর মানে হল যে আপনার সংযোগ প্রমানিত এবং এনক্রিপ্টকৃত, যদিও এটা আড়ি পাতা এবং আক্রমন কারি মাধ্যম হতে নিরাপদ।

কিন্তু আপনি যে HTTPS নিয়ন্ত্রিত ওয়েব পেজে যাচ্ছেন সেখানে যদি কোন HTTP কন্টেন্ট বা উপাদান থাকে, তবে মূল পেজ HTTPS নিয়ন্ত্রিত হওয়া স্বত্বেও আক্রমণকারী সেই HTTP নিয়ন্ত্রিত অংশ পড়তে বা পরিবর্তন করেতে পারে। যখন কোন HTTPS পেজে HTTP কন্টেন্ট থাকে, তখন সেই কন্টেন্টকে মিশ্র কন্টেন্ট বলা হয়। এধরনের পেজগুলো আংশিকভাবে এনক্রিপ্ট করা হয়। এদের দেখে নিরাপদ বলে মনে হলেও এরা সত্যিকার অর্থে নিরাপদ নয়। মিশ্র কন্টেন্ট (একটিভ এবং প্যাসিভ) নিয়ে আরও জানতে দেখুন this blog post

মিশ্র কন্টেন্টের ঝুঁকি কী?কোনো আক্রমণকারী আপনি যে পেজে যাচ্ছেন তার HTTP কন্টেন্ট প্রতিস্থাপন করতে পারে আপনার তথ্য, আপনার সম্পর্কে কোন স্পর্শকাতর ডেটা এমন কি আপনার একাউন্টও চুরি করতে পারে। কিংবা আপনার কম্পিউটারে কোন ক্ষতিকর প্রোগ্রাম ইন্সটল করে দিতে পারে।

আমার কাছে কি পছন্দ আছে?

Most websites will continue to work normally without any action on your part.

যদি আপনার mixed content গুলো লোড করা, প্রদর্শন করা অথবা নিষ্পন্ন ্করতে হয়, আপনি তা অতি সহজেি করতে পারেনঃ

  • Address bar এ shield iconMixed Content Shield এ ক্লিক করুন, Options ক্লিক করুন এবং পছন্দ করুন Disable protection for now
Insecure2 34 - Win

Insecure2 39 - Lin en

  • অনিরাপদ কন্টেন্ট প্রদর্শিত হচ্ছে তা আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য Address bar এর এই আইকনটি একটি কমলা সতর্কবার্তা ত্রিভুজে Warning Identity Icon পরিবর্তন হযে।