নির্ভরযোগ্য সাইটে জাভা বন্ধ করা থাকলে কিভাবে চালু করবেন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

নিরাপত্তার খাতিরে Firefox জাভা প্লাগইনের কিছু সংস্করণের স্বয়ংক্রিয়ভাবে চলন বন্ধ করেছে। কিন্তু, প্রয়োজনে বিভিন্ন বিশ্বস্ত সাইটে আপনি জাভা ব্যবহার করতে পারেন। আমরা দেখাচ্ছি কীভাবে আপনি তা ব্যবহার করতে পারবেন।

সতর্কীকরণ: শুধুমাত্র আপনার বিশ্বস্ত সাইটগুলোতেই জাভা চালু করা উচিত।

একবারের জন্য জাভা চালু করুন

আপনি যখন "Click here to activate" বার্তাটি দেখবেন, জাভা বিষয়বস্তু লোড করতে এটি ক্লিক করুন।

Activate Java

দ্রষ্টব্য: পরবর্তীতে আপনি যখন একই সাইট অথবা অন্য যেকোন জাভা সম্বলিত সাইট ব্রাউজ করবেন, একই বার্তা পুনরায় দেখতে পারবেন।

একটি সাইটের জন্য জাভা সব সময় চালু রাখুন

জাভা সম্বলিত একটি বিশ্বস্ত সাইট যদি আপনি বারবার ব্যবহার করেন, সেই সাইটে আপনি জাভা চালু করে রাখতে পারেন।

  1. অ্যাড্রেস বার হতে প্লাগইন চিহ্নটি ক্লিক করুন, একটি বার্তা উইন্ডো দেখাবে।
  2. বার্তা উইন্ডোটির নিচে, Activate All Plugins ড্রপডাউন মেনু ক্লিক করুন এবং Always activate plugins for this site নির্বাচন করন।

    Always activate Java

এখন থেকে যখনই আপনি সাইটটি ব্রাউজ করবেন, প্লাগইনটি স্বয়ংক্রিয়ভাবে চলবে এবং "Click to activate" বার্তাটি আপনি আর পাবেন না।

একবারের জন্য জাভা চালু করুন

আপনি যখন "Activate Java" বার্তাটি দেখবেন, জাভা বিষয়বস্তু লোড করতে এটি ক্লিক করুন।

In-content Java prompt

যদি সেই ওয়েব পেজটিতে জাভা চালু করার জন্য কিছু না আসে কিংবা "Activate Java" বার্তায় ক্লিক করার পরও যদি কাজ না হয় তাহলে অ্যাড্রেস বারে প্লাগইন আইকন আছে কিনা দেখুন। এটিতে ক্লিক করলে একটি বার্তা প্যানেল আসবে। অস্থায়ীভাবে জাভা সচল করতে Allow Now নির্বাচন করুন। "Fx24-JavaAllowNow" ছবি বিদ্যমান নয়।Activate Java once 29 - Win

দ্রষ্টব্য: পরবর্তীতে আপনি যখন একই সাইট অথবা অন্য যেকোন জাভা সম্বলিত সাইট ব্রাউজ করবেন, একই বার্তা পুনরায় দেখতে পারবেন।

একটি সাইটের জন্য জাভা সব সময় চালু রাখুন

জাভা সম্বলিত একটি বিশ্বস্ত সাইট যদি আপনি বারবার ব্যবহার করেন, সেই সাইটে আপনি জাভা চালু করে রাখতে পারেন।

  1. এড্রেস বার হতে প্লাগইন চিহ্নটি ক্লিক করুন, একটি বার্তা প্যানেল আসবে।
  2. বার্তা প্যানেলে, Allow and Remember ক্লিক করুন।
"Fx24-JavaAllowRemember" ছবি বিদ্যমান নয়।Activate Java always 29 - Win

এখন থেকে যখনই আপনি সাইটটি ব্রাউজ করবেন, প্লাগইনটি স্বয়ংক্রিয়ভাবে চলবে এবং "Click to activate" বার্তাটি আপনি আর পাবেন না।

জাভা নিরাপত্তা বার্তা

জাভা সক্রিয় করার আপনি একটি নিরাপত্তা বার্তা পেতে পারেন। যা আপনাকে জাভা চালু হবার জন্যে নিশ্চিত করতে চাইবে অথবা জাভা চালু না হয়ে "Application Blocked by Security Settings" জাতীয় বার্তা দেখাতে পারে। এই বার্তাটি আপনাকে Firefox দেয় না, বার্তাটি আসে জাভা থেকে এবং এটি ওয়েবসাইট এবং জাভা কন্ট্রোল প্যানেলে আপনার নিরাপত্তা সেটিংস এর উপর নির্ভর করে।

Java confirmation

আরো তথ্যের জন্য, জাভার এই সাহায্য পৃষ্ঠা দেখুন:

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন