অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্স

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

ফায়ারফক্সে অ্যান্ড্রয়েডের জন্য নতুন? বেশ আপনি সঠিক স্থানে এসেছেন। এই নিবন্ধনটি সাধারন ধারনাগুলো দেবে এবং কয়েক মিনিটের মধ্যেই আপনি শিখে যাবেন এবং চালাতে পারবেন।

আপনার অ্যান্ড্রয়েড বুকমার্ক এবং ইতিহাস নিয়ে আসুন

ক্রোম বা অ্যান্ড্রয়েড ব্রাউজার থেকে আপনার তথ্য নিয়ে আসুন।

  • মেনু বাটনটি (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) ট্যাপ করুন, Settings নির্বাচন করুন এবং তারপর Import from Androidমেনু বাটনটি (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) ট্যাপ করুন, Settings নির্বাচন করুন, তারপর Customize এবং তারপর Import from Android পরিশেষে, Import ট্যাপ করুন।
    Import from Android

চমৎকার স্ক্রিন ব্যবহার করে তারাতারি খুঁজে যা আপনার প্রয়োজন

ফায়ারফক্স খুলুন এবং আপনি সকল প্রিয় সাইটে প্রবেশ করতে পারছেন। আপনি ওয়েবেও অনুসন্ধান করতে পারছেন অথবা এড্রেস বার ট্যাপ করে আপনার ব্রাউজিং ইতিহাস এবং বুকমার্ক এ যেতে পারছেন। আরও জানতে, Manage your Top Sites in Firefox for Android দেখুন।

Awesome Screen 23

ফায়ারফক্স খুলুন এবং আপনি সকল প্রিয় সাইটে প্রবেশ করতে পারছেন। এখান থেকে ডানে সুইপ করে আপনি আপনার ব্রাউজিং ইতিহাসে যেতে পারবেন অথবা বামে সুইপ করে আপনি আপনার বুকমার্ক পেতে পারেন। এড্রেস বারে ট্যাপ করুন ওয়েব অনুসন্ধান করতে। আরও জানতে, Manage your Top Sites in Firefox for Android দেখুন।

Awesome Screen 26

আপনার ডেস্কটপের বুকমার্ক, ট্যাব এবং পাসওয়ার্ড সিঙ্ক করে রাখুন

ফায়ারফক্স সিঙ্ক আপনার ডেস্কটপের সকল ফায়ারফক্স বুকমার্ক, ট্যাব, পাসওয়ার্ড এবং আরও কিছু যেখানে আপনি যাবেন নিয়ে যেতে সাহায্য করে। আরও তথ্য জানতে নির্দেশাবলী, কিভাবে ফায়ারফক্স সিঙ্ক সেটাপ করব? দেখুন।

Android sync tabs

ট্যাব খুলুন এবং সুইচ করুন

ফায়ারফক্স অনেকগুলো ট্যাব কে পরিচালনা করা সহজ করে দিয়েছে। আরও জানতে - Android এর জন্য Firefox ট্যাব এর ব্যবহার

  • উপরে ডানে ট্যাবটি হিট করুন (এটি আপনাকে দেখাবে কতগুলো ট্যাব খোলা আছে)। ওখানে থেকেই আপনি অন্য একটি ট্যাব ও নির্বাচন করতে পারবেন অথবা + ব্যবহার করুন নতুন একটি খুলতে।
    Open tabs

আপনার প্রিয় সাইট বুকমার্ক করুন

আপনার প্রিয় সাইট বুকমার্ক করতে আপনার পছন্দের ওয়েবসাইটগুলো খুঁজে পেতে ফায়ারফক্স বুকমার্ক ব্যবহার করুন দেখুন।

আড-অন্স ফায়ারফক্স কাস্টমাইজ করুন

আড-অন্স এর মাধ্যমে ফায়ারফক্সে আরও সুবিধা যুক্ত করতে পারেন।

ব্যক্তিগত ব্রাউজিং

ব্যক্তিগত ব্রাউজিং এ আপনি ইন্টারনেট ব্যবহার করলে সে ক্ষেত্রে আপনি যে সাইট এবং পেজ এ যাবেন সে তথ্যগুলো সংরক্ষণ করে রাখা হবে না। ব্যক্তিগত ব্রাউজিং সম্পর্কে আরও জানুন

রিডার মুড

রিডার মোড ওয়েবসাইটের পাশের সকল অপ্রয়জনীয় বিষয় ঢেকে ফেলে যাতে আপনি মুল লেখায় নজর দিতে পারেন। আরও জানতে, দেখুন কিভাবে রিডার মোড ব্যবহার করতে হবে.

  • এড্রেস বারে শুধুমাত্র রিডার মুড আইকনটি Reader mode ট্যাপ করুন।
    Reader mode article

 

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন