ফায়ারফক্সের ফ্লাশ ১১.৩ তে ভিডিও চলছে না

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 59204
  • নির্মিত:
  • রচয়িতা: Ashfaq Hossain
  • মন্তব্য: অনুবাদ শেষ করা হয়েছে
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ফায়ারফক্সে ফ্লাশ ১১.৩ এবং রিয়েলপ্লেয়ার ব্যবহারকারীরা জানিয়েছেন যে, ফেসবুক, ইউটিউব এর মত সাইটগুলোতে ফ্লাশ ভিডিও বা গেইমগুলো সাদা, কাল কিংবা ধূসর রঙের আসছে এবং চলছে না। রিয়েলপ্লেয়ার এর সর্বশেষ সংস্করণে হালনাগাদের মাধ্যমে এই সমস্যার সমধান করা যেতে পারে।

দ্রষ্টব্যঃ এই নিবন্ধটি কেবল মাত্র উইন্ডোস এবং ম্যাক এর জন্য প্রযোজ্য।

রিয়েলপ্লেয়ার হালনাগাদ করা

  1. real.com থেকে রিয়েলপ্লেয়ারের সর্বশেষ সংস্করণ ডাউনলোড করুন।
  2. ডাউনলোডকৃত ইন্সটলার অ্যাপ্লিকেশনটিতে ডবল ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।
    • বিস্তারিত জানার জন্য রিয়েলপ্লেয়ার জ্ঞান কোষের Download and install RealPlayer দেখুন।