Firefox Health Report - আপনার ব্রাউজারের কর্মক্ষমতা সম্পর্কে জানুন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

ফায়ারফক্সের কর্মক্ষমতার প্রতিবেতন আপনাকে বিভিন্ন সময়ে ফায়ারফক্সের কর্মক্ষমতা সম্পর্কে জানায়। মজিলা এই ডাটাগুলোর সাহায্যে আপনাকে কিছু অরররথপূর্ন তথ্য এবং টিপস জানায়। আমরা ফায়ারফক্সকে আপনার জন্যে উন্নত করতে প্রত্যেকের এই সকল তথ্যগুলো জমা করে রাখি।

"ApplyToFx" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।

কিভাবে Firefox Health Report দেখবেন

  • ফায়ারফক্সের উইন্ডো এর উপরের দিকে থাকা, Firefox বাটনে ক্লিক করুন, Help সাব-মেনুতে যান Firefox Health Report এ ক্লিক করুন।ফায়ারফক্সের উইন্ডো এর উপরের দিকে থাকা, Help মেনুতে ক্লিক করুন এবং Firefox Health Report নির্বাচন করুন।মেনুবার থেকে, Help মেনুতে ক্লিক করুন এবং Firefox Health Report নির্বাচন করুন।
  • মেনু বাটনে New Fx Menu ক্লিক করুন, Help Help-29 এ ক্লি করুন এবং তারপর Firefox Health Report এ ক্লিক করুন।
দ্রষ্টব্যঃ যদি আপনি কেবলমাত্র ফায়ারফক্স ইন্সটল করে থাকেন, তাহলে আপনার ব্রাউজারের কর্মক্ষমতা তথ্যগুলো সঠিক নাও হতে পারে। পরিবর্তনগুলো সঠিকভাবে বুঝতে ১৪ দিন সময় লাগতে পারে।

ডাটা শেয়ারিং কিভাবে চালু বা বন্ধ করবেন

ডিফল্টভাবে ডাটা শেয়ারিং চালু থাকে। তবে আপনি চাইলে প্রতিবেদনের পেজ থেকে ডাটা শেয়ারিং বন্ধ করতে পারবেন। পেজ এর উপরের ডান কোনায় থাকা Data Sharing বাটনে ক্লিক করুন। তাহলে, এটি বন্ধ হয়ে যাবে।

আপনি চাইলে নিম্নলিখিত পদ্ধতি অনুসরন করেও এটি বন্ধ করতে পারবেন :

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. Advanced প্যানেল নির্বাচন করুন।
  3. Data Choices ট্যাব নির্বাচন করুন।
  4. Enable Firefox Health Report এর টিক চিহ্নটি উঠিয়ে দিন।
  5. "closeoptionspreferences" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।

আপনি যখন শেয়ার করা বন্ধ করে দিবেন, Firefox Mozilla সার্ভারে আপনার তথ্য পাঠানো বন্ধ করে দিবে। Firefox Mozilla সার্ভারে থাকা আপনার পুরাতন তথ্য মুছে ফেলার জন্য অনুরোধ করবে। এই অনুরোধ পাওয়া মাত্রই কার্যকর হবে। যদি ব্রাউজার অনুরোধের কোন জবাব না পায় যে এটি সফলভাবে সম্পন্ন হয়েছে (ইন্টার সংযোগের সমস্যার জন্য হতে পারে), ব্রাউজার পর্যায়ক্রমে তথ্য মুছে ফেলার জন্য সার্ভারে অনুরোধ পাঠাতে থাকবে।

ব্যবহারকারী যদি শেয়ার বন্ধ না করে, ব্রাউজার যদি তথ্য না পাঠায় (ব্যবহার না করা অথবা মুছে ফেলার জন্য), পূর্বে প্রেরিত তথ্য ১৮০ দিন পরে মুছে ফেলা হবে।

আপনি Mozilla সাথে তথ্য শেয়ার না করতে চাইলে, Firefox Health Report পাতায় গেলে আপনি আপনার ব্রাউজার সম্পর্কিত তথ্য দেখতে পারবেন, এবং আপনি অন্য ব্রাউজারের শেয়ারকৃত তথ্য দেখতে পারবেন এবং তুলনা করতে পারবেন। তুলনাকৃত তথ্য আপনার তথ্যের উপর ভিত্তি করে হবে না যেহেতু এটি Mozilla এর সাথে শেয়ার করা হয় নি।

Startup Time graph টি কি?

Startup Time by Day নামক গ্রাফচিত্র আপনাকে একেক দিনে আপনার ব্রাউজার চালু হতে কতটুকু সময় নিয়েছিল তা দেখায়। ডিফল্ট (Average) ভিউ, গড় চালু হবার সময়গুলো দেখায়। “All” বাটনে ক্লিক করলে আপনি দিন অনু্যায়ী সকল তথ্য পাবেন। গ্রাফচিত্র থেকে আপনি ৯০ দিকের সকল তথ্য পাবেন।

মূল সংগ্রহকৃত তথ্য কিভাবে দেখব?

Raw Data ট্যাব এ ক্লিক করে আপনি প্রতিবেদনের জন্য সংগ্রহকৃত মূল টেক্সট ফাইলটি দেখতে পারবেন। এটি আপনাকে হুবহু মজিলাকে দেয়া তথ্যগুলো দেখায় (যদি শেয়ারিং চালু থাকে)।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন