কীভাবে হারিয়া যাওয়া Firefox OS ডিভাইস এর অবস্থান খুঁজে বের করবেন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

এই ফিচারটি আপনার ব্যবহার করা Firefox OS সংস্করণে - নেই।

Find My Device হচ্ছে Firefox OS এ থাকা সেইসব ফিচারগুলোর মধ্যে অন্যতম যা আপনার তথ্য কে নিরাপদ এবং সুরক্ষিত রাখে। এর মাধ্যমে আপনি হারানো ফোনের অবস্থান বের করতে অথবা ফিরে না পেলে লক করতে এবং তথ্য মুছে ফেলতে পারেন।

Find My Device ফোনে সেট আপ করা

আমরা পরামর্শ দিবো নতুন ফোন নিয়ে ঘর থেকে বের হওয়ার পূর্বে Find My Device এ সাইন আপ করতে। নিচে দেখানো মাত্র কয়েক ধাপেই এটা সম্ভবঃ

  1. আপনার ফোনের Settings-এ যান
  2. Account Management সেকশনের Find My Device এ চাপ দিন
  3. Enable Find My Device এর পাশের সুইচে চাপ দিয়ে এই ফাংশনটি চালু করুন
  4. Sign In or Create an Account চাপুন
    • আপনি চাইলে আপনার বর্তমান Firefox Account দিয়েই লগিন করতে পারেন। যদি আপনি একটু সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট খুলতে চান, শুধুমাত্র আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড প্রদান করুন। আপনার ইমেইল নিশ্চিত করার জন্য একটি মেইল পাঠানো হবে, ওই মেইলে প্রদত্ত লিঙ্কে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট অনুমোদন করুন।

আপনার ডিভাইস খুঁজে বের করুন

হারানো ডিভাইস খুঁজে পেতে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

  1. https://find.firefox.com সাইটে যান এবং আপনার ডিভাইস এ যে তথ্য দিয়েছিলেন সেই একই তথ্য দিয়ে সাইন ইন করুন।
  2. ম্যাপে একটি আইকন আপনার ফোন কোথায় আছে তা দেখাবে
  3. ডিভাইস খুঁজে পেতে এবং তথ্য সুরক্ষিত করতে নিচের যেকোনো একটি কাজ করতে পারেনঃ
    • Ring: আপনার ফোন ফুল ভলিউমে রিং হবে। ফোন কাছাকাছি থাকলে এই অপশন এর মাধ্যমে ফোন খুঁজে পেতে পারেন। যখন ফোন খুঁজে পাবেন, ভলিউম ডাউন বাটন চাপ দিয়ে ফোনের রিং সাইলেন্স করতে পারবেন।
    • Lock: এর মাধ্যমে দূর থেকেই আপনি ফোন লক করে দিতে পারেন যাতে অন্য কেউ আপনার দেওয়া পাসওয়ার্ড ছাড়া ফোনের তথ্য পেতে না পারে। এই অপশন এর মাধ্যমে আপনি আপনার ফোনের স্ক্রিনে একটি নোট প্রদর্শন করাতে পারবেন (উদাহরন, যদি কেউ আপনার ফোন খুঁজে পায় তার জন্য একটি বার্তা)।
    • Erase: যদি ফোন ফিরে পাবার কোনই উপায় না থাকে, তাহলে এই অপশন ব্যবহার করুন এবং ফোনের সকল তথ্য মুছে দিন যাতে অন্য কেউই তথ্য ব্যবহার করতে পারে।
যদি আপনার ফোন বন্ধ থাকে, তাহলে যখনই ফোন চালু হবে এই কাজগুলো স্বয়ংক্রিয় ভাবে কার্যকর হবে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

Questions Answers
ফোন খুঁজে পাওয়ার পরে আমি কীভাবে এটাকে সাইলেন্স করবো? আপনার ফোন স্বল্প সময়ের জন্য সরবোচ্চ ভলিউমে রিং হবে যখন এটা আপনি খুঁজে পাবেন। এটাকে সম্পূর্ণ বন্ধ করতে ভলিউম ডাউন বাটন ব্যবহার করুন।
কি হবে যদি আমার ডিভাইস খুঁজে পাবার সময়ে ফোনটি বন্ধ থাকে? যদি আপনার ফোন বন্ধ থাকে, তাহলে যখনই ফোন চালু হবে এই কাজগুলো স্বয়ংক্রিয় ভাবে কার্যকর হবে।
যদি কোন সিম কার্ড না থাকে তাহলে কি আমার ডিভাইস খুঁজে পাওয়া সম্ভব? হ্যা, যদি আপনার ডিভাইস WiFi দিয়ে কানেক্ট করা হয়, Find My Device তাহলেও কাজ করবে।
Find My Device এ সাইনআপ করার সময় আমি ভূল ইমেইল দিয়ে ফেলেছি। এখন এটা কীভাবে দূর করবো? ব্যাক বাটন ব্যবহার করে পুনরায় সঠিক ইমেইল দিন। যদি আপনি ভুল মেসেজ দিয়ে confirmation স্ক্রিনে পৌঁছে যান , Cancel account confirmation চেপে নতুন করে শুরু করুন।
আমি কীভাবে আমার Find My Device অ্যাকাউন্ট এর ইমেইল পরিবর্তন করবো? এখনো পর্যন্ত, আপনি ইমেইল পরিবর্তন বা মুছতে চাইলে ফোন রিসেট করতে হবে। এই ব্যবস্থা ভবিষ্যতে পরিবর্তন হবে।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন