Android এর জন্য Firefox এর কুকি সক্রিয় বা নিস্ক্রিয় করুন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

কিছু ওয়েবসাইট আছে যারা আপনার ভিজিট করা তথ্য ফাইল এ সংগ্রহ করে রাখে যাদের বলা হয় cookies। আপনি ওয়েবে আসলে আপনার কোন সাইট বেশি পছন্দ সেগুলো সম্পর্কে ধারনা ওয়েবসাইটগুলোকে দেয় কুকিস । কিছু সাইট আছে যেগুলো থার্ড-পার্টি কুকিস আপনার ডিভাইসে রাখে বিজ্ঞাপনের জন্য। কুকিস সক্রিয় বা নিস্ক্রিয় করার জন্য:

  1. Android এর জন্য Firefox চালু করুন ।
  2. মেনু বাটন ট্যাপ করুন "androidmenulocation" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।
  3. ট্যাপ Settings "androidmore" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।
  4. ট্যাপ Privacy
  5. ট্যাপ Cookies এবং নিচের যেকোনো একটি সেটিংস্‌ বেছে নিন:
  6. Enabled: সকল ধরনের কুকিস এর অনুমতি দেয়।
    • Enabled, excluding 3rd party: আপনার ভিজিট করা সাইট থেকে কুকিস এর অনুমতি দেয় । এটা থার্ড-পার্টি কুকিস এর অনুমতি দিবে না যা বিজ্ঞাপন এর জন্য বিক্রয় করা হয়।
    • Disabled: সকল ধরনের কুকিস আপনার ডিভাইসে স্টোর করা থেকে বিরত রাখে।
কুকিস ও ব্রাউজিং হিস্টোরি ডিলিট করতে চাইলে, দেখুন কি করে অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্সের ব্যক্তিগত তথ্য মুছে ফেলব?

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন