হারিয়ে যাওয়া ফোন বা ট্যাবলেটে ফায়ারফক্স সিংক্রোনাইজ বন্ধ করা

এই প্রবন্ধটি হয়তো তারিখের বাইরের।

যার ওপরে এটি ভিত্তি করে আছে সেই ইংরাজী প্রবন্ধে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। যতক্ষণ না এই পেজটি আপডেট হচ্ছে, ততক্ষণ আপনি হয়তো এটাকে সাহায্যকর পাবেন: Disable Firefox Sync on a lost phone or tablet

তো আপনি দুঃখজনকভাবে আপনার ডিভাইসটি হারিয়ে ফেলেছেন এবং আপনি আপনার সব ইউজারনেম ও পাসওয়ার্ড পেতে ফায়ারফক্স সিঙ্ক ব্যবহার করতেন । এখন এই নিবন্ধের মাধ্যমে আমরা আপনাকে বলব, কীভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া ডিভাইসের কারণে ঝুঁকিতে থাকা পাসওয়ার্ডগুলোকে অবৈধ অনুপ্রবেশ থেকে বাঁচাবেন ।

প্রথমেই, একটি সিঙ্ক্রোনাইজড কম্পিউটার থেকে সিঙ্ক পাসওয়ার্ডটি পরিবর্তন করুন

এই ধাপটি আপনার হারানো ডিভাইসকে সিঙ্ক সার্ভারে ঢুকতে এবং পরবর্তী ধাপে তৈরিকৃত সকল নতুন পাসওয়ার্ড পেতে বাধা দিবে ।

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. বাম পাশের SyncFirefox Accountএ ক্লিক করুন।
  3. SyncFirefox Account প্যানেলে, ম্যানেজ অ্যাকাউন্ট এ ক্লিক করুন।
  1. অাপনার Firefox অ্যাকাউন্ট পেজে, Change… বাটনে ক্লিক করুন পার্সওয়ার্ড পাল্টাতে।
  2. অাপনার পুরাতন এবং নতুন পাসওয়ার্ড দিন এবং Change বাটনে ক্লিক করুন শেষ করতে।
  3. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।
  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. সিঙ্ক প্যানেলে যান এবং মেনু সম্প্রসারণ করতে Manage Account এর পরে থাকা ঠিক চিহ্ন তে ক্লিক করুন।
  3. Change Password ক্লিক করুন। Change Your Password উইন্ডো আসবে।
  4. নতুন পাসওয়ার্ড দিন Change Password ক্লিক করুন।
  5. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

এরপর, একটি সিঙ্ক্রোনাইজড কম্পিউটার থেকে আপনার সকল একাউন্টের পাসওয়ার্ড বদলে ফেলুন

আপনার অন্য একাউন্টের পাসওয়ার্ড পাল্টানোর আগে সিঙ্ক পাসওয়ার্ড পাল্টানো গুরুত্বপূর্ণ, যাতে করে আপনার হারিয়ে যাওয়া ডিভাইসে নতুন পাসওয়ার্ডগুলো সিঙ্ক্রোনাইজড না হয় ।

এই ধাপটি সময়সাপেক্ষ হলেও গুরুত্বপূর্ণ । আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ডের মত পাসওয়ার্ডগুলো পরিবর্তন না করে থাকেন, আপনার হারিয়ে যাওয়া ডিভাইসের মাধ্যমে এরপরও সেগুলোতে লগইন করা যেতে পারে ।

সহজেই নিরাপদ পাসওয়ার্ড তৈরির জন্য আপনার পরিচয় নিরাপদ রাখতে সাবধানী পাসওয়ার্ড তৈরি করুন

আপনার হারিয়ে যাওয়া ডিভাইসের ফায়ারফক্সে যদি আপনি মাস্টার পাসওয়ার্ড দিয়ে থাকেন এবং ডিভাইস হারানোর সময় ফায়ারফক্স যদি ওপেন করা না থাকে, তাহলে আপনার কিছুই করার দরকার নেই ।


 

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন