Firefox OS এ স্ক্রিনের উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করুন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

আমি কিভাবে স্ক্রিনের উজ্জ্বলতা স্বয়ংক্রিয় ভাবে কিংবা নিজ থেকে নিয়ন্ত্রণ করব?

Settings অ্যাপ্লিকেশন এর Display ফাংশন ব্যবহার করে স্ক্রিনের উজ্জ্বলতার সামঞ্জস্য করা যায়।

  1. Settings 1.3Settings 1.4Settings- 2.0 (small) আইকনটি ট্যাপ করুন এবং Display নির্বাচন করুন।
    Display List Item
  2. আপনি যদি আপনার ডিভাইসের স্ক্রীনের উজ্জ্বলতা স্বয়ংক্রীয়ভাবে পরিবর্তিত হোক চান তবে "Adjust Automatically" বাটনটিতে নির্বাচন চিহ্ন দিন।
  3. নিজে নিজে উজ্জ্বলতা নিয়ন্ত্রন করার জন্য, "Adjust Automatically" এর পাশে থাকা চিহ্নটি উঠিয়ে দিন এবং স্লাইডটি ব্যবহার করে উজ্জ্বলতা বৃদ্ধি ও হ্রাস করুন।
    brightness 2.0
  4. কাজ শেষ হয়ে গেলে পেছন বাটনটি চেপে ফিরে আসুন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন