ফায়ারফক্স ভিন্ন ধরনের ফাইল কিভাবে পরিচালনা করবে তা নির্ধারন করুন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

এই নিবন্ধটি ফায়ারফক্সের optionPreferences উইন্ডোতে থাকা Applications প্যানেল এর সেটিংগুলো বর্ণনা করে।

Applications প্যানেলটি আপনাকে নির্ধারন করতে দেয় ফায়ারফক্স কিভাবে ভিন্ন ভিন্ন ধরনের ফাইল পরিচালনা করবে। ফায়ারফক্স যে ধরনের ফাইল চিনতে পারে, সে ধরনের প্রত্যেক ফাইলের ধরনের জন্য আপনি একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারন করতে পারেন যাতে করে ফায়ারফক্স আপনার নির্ধারিত ভাবেই সেই ধরনের ফাইলকে পরিচালিত করে। পডকাস্ট, ওয়েব ফিড , পিডিএফ এর মত সচরাচর সাপোর্ট করা ফাইলের কন্টেন্টগুলো আপনি আপনার ফায়ারফক্সের উইন্ডোতে ফায়ারফক্সের মাধ্যমেই দেখতে পারেন। কিংবা কোন প্লাগইন বা আপনার কম্পিউটারে ইনস্টল থাকা কোন অ্যাপলিকেশন ব্যাবহার করেও আপনি ফাইলের কন্টেন্টসমূহ দেখতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে কোন ওয়েব অ্যাপলিকেশন ব্যাবহার করেও আপনি তা দেখতে পারেন। আবার আপনি সেই ফাইলটিকে আপনার ডাউনলোড ফোল্ডারে সংরক্ষণ করতে পারেন।

Fx4WinAppPanel-drop

ApplicationsDropPDFWin Fx4AppPanelMac-drop.jpg 50803044dc874239dc4be66462170c40-1258704216-933-1.jpg

তালিকায় থাকা ফাইলগুলোর বিভিন্ন প্রকার হতে, ফায়ারফক্স নির্দিষ্ট ধরনের ফাইল কিভাবে পরিচালনা করবে তা পরিবর্তন করতে হলে সেই ফাইলের প্রকারটিকে নির্বাচন করার জন্য সেই নামটির উপর ক্লিক করুন। এরপর ফায়ারফক্স নির্দিষ্ট ধরনের ফাইল ডাউনলোড এর ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করবে তা নির্ধারন করে দিতে নিচে থাকা মেনুটি খুলুন:

  • Preview in Firefox: যদি আপনি চান যে এই ধরনের ফাইল ফায়ারফক্সেই দেখাবে তাহলে এটি নির্বাচন করুন। এটি শুধুমাত্র কিছু নির্দিষ্ট ধরনের ক্ষেত্রে প্রযোজ্য, যেগুলো শুধুমাত্র ফায়ারফক্স ডিকোড করতে সক্ষম। যেরকম পোডকাস্ট, ওয়েবফিড , পিডিএফ
  • Choose a feature or plugin: আপনি যদি চান যে ফায়ারফক্সের একটি সার্ভিস বা প্লাগইন সেই ধরনের ফাইল পরিচালনা করুক ও সেই প্লাগইনটি যদি আপনার কম্পিউটারে থাকে, তাহলে নিচে থাকা মেনু হতে তা নির্বাচন করুন।
  • Choose an application: আপনি যদি চান যে আপনার কম্পিউটারে থাকা কোন অ্যাপ্লিকেশন বা কোন ওয়েব অ্যাপ্লিকেশন একটি নির্দিষ্ট ধরনের ফাইল পরিচালিত করুক, তাহলে নিচে থাকা মেনু হতে অ্যাপ্লিকেশনটি নির্বাচন করুন। আপনি যদি চান যে আপনার কম্পিউটারে থাকা কোন অ্যাপ্লিকেশন সেই ধরনের ফাইল পরিচালিত করুক, কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি তালিকায় নেই তাহলে নিচে থাকা মেনু হতে Use other… নির্বাচন করুন এবং এটার লোকেশনটি ফায়ারফক্সে চিহ্নিত করে দিন।
  • Save on your computer: কিছু ধরনের ফাইল আপনার কম্পিউটারে সংরক্ষণ করা সম্ভব। এই সকল ফাইলের প্রকারকে স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড করতে মেনুতে থাকা Save File নির্বাচন করুন। এই ধরনের ফাইল ডাউনলোড সেটিং এ দেখানো জায়গায় সংরক্ষণ হবে।

কিছু ধরনের ফাইলের ভেতর একাধিক ধরনের কন্টেন্ট থাকতে পারে, যেগুলোকে ইন্টারনেট মিডিয়া টাইপ বলা হয়ে থাকে, (উদাহরণস্বরূপ, অডিও/ওয়েভ এবং ওয়েভ সাউন্ডের জন্য অডিও/এক্স-ওয়েভ)। কিছু সময় আপনাকে এগুলো পরিবর্তন করতে হবে। এবং, যদি আপনার ফায়ারফক্সে থাকা কোন প্লাগইন একটি নির্দিষ্ট ধরনের ফাইল ব্যাবস্থাপনা করতে পারে কিন্তু যদি আপনি সেই ধরনের ফাইল এর জন্য ভিন্ন ধরনের ব্যাবস্থা নির্বাচন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই সকল ফাইল ডাউনলোড এর সময় ফায়ারফক্স শুধুমাত্র আপনার নির্বাচন করা দেখানো পদ্ধতিই অবলম্বন করবে। উদাহরণস্বরূপ, আপনি হয়ত চাইতে পারেন যে, কিছু নির্দিষ্ট ধরনের ফাইল একটি মিডিয়া প্লেয়ার দ্বারা খোলা হোক যদিও সে ধরনের ফাইল খোলার জন্য আপনার ফায়ারফক্সে নির্দিষ্ট প্লাগইন রয়েছে। এই সকল ক্ষেত্রে, আপনার নির্বাচিত অ্যাপ্লিকেশনটি ফাইল ডাউনলোড করার জন্য ব্যাবহার করা হবে। কিন্তু যখন সেই ধরনের কন্টেন্ট কোন ওয়েব পেজ এর ভিতর থাকবে, তখন ফায়ারফক্স সেই সকল মিডিয়া প্রদর্শনের জন্য ফায়ারফক্স এ থাকা প্লাগইন ব্যাবহার করবে।

দ্রষ্টব্য: কিছু ধরনের ফাইল যেরকম MP3 ব্রাউজার দ্বারা পরিচালিত হয়ে থাকে এবং এর ডাউনলোড এর ব্যাবস্থাপনা পরিবর্তন করা সম্ভব নয়। ফায়ারফক্সে সহজাতভাবেই যে ধরনের অডিও এবং ভিডিও ফাইল সমর্থন করে তা সম্বন্ধে আরও তথ্যের জন্য, Firefox এ HTML5 ভিডিও ও অডিও দেখা নিবন্ধটি দেখুন।

একটি ডাউনলোড নির্দেশনা যোগ, মুছুন বা পরিবর্তন করুন

পরিবর্তন করার জন্য অ্যাপ্লিকেশন প্যানেলটির শুধুমাত্র নির্দিষ্ট কিছু কার্যকলাপ রয়েছে। সেখানে বিদ্যমান থাকা ফাইলের প্রকার গুলোর ডাউনলোড ব্যাবস্থাপনা শুধুমাত্র পরিবর্তন করা সম্ভব কিন্তু আপনি কোন প্রকারের ফাইলের প্রকার যোগ করতে পারবেন না বা মুছতে পারবেন না। আপনি যখনই ফাইল ডাউনলোড করেন এবং তাদের জন্য একটি নির্দিষ্ট ব্যাবস্থাপনা নির্বাচন করেন তখনই সেখানে স্বয়ংক্রিয়ভাবেই ফাইলের প্রকার যুক্ত হয়ে যায়। আরও তথ্যের জন্য ডাউনলোড অ্যাকশান যোগ করুন নিবন্ধটি দেখুন।

দ্রষ্টব্য: যদি আপনি কোন ফাইল ডাউনলোড করেন যেটি ভুল ইন্টারনেট মিডিয়া টাইপ দ্বারা লেবেল করা আছে, সেইক্ষেত্রে আপনি হয়ত সমস্যায় পরতে পারেন। এই তালিকা হতে কোন ভুল এন্ট্রি সনাক্ত করা বা তা মুছে ফেলার আসলে কোন সুযোগ নেই। যদি এটি হয়, তাহলে আপনাকে আপনার ফায়ারফক্স প্রোফাইল ফোল্ডারের mimeTypes.rdf ফাইলটি খুজে বের করতে হবে। mimeTypes.rdf ফাইলটি মুছে ফেললে, সকল ডাউনলোড সেটিং রিসেট হয়ে যাবে এবং সেটিং সম্পূর্ণ পূর্বের অবস্থায় ফিরে আসবে।

 

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন