Firefox OS এর Mail অ্যাপ এ ইমেইল অ্যাকাউন্ট সংযুক্ত করুন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

Firefox OS ডিভাইসে Email অ্যাপ দিয়ে একাধিক ইমেইল একাউন্ট ব্যবহার করা যায়। এই নিবন্ধটি অ্যাপ এর সাথে কি করে ইমেইল অ্যাকাউন্ট যুক্ত করা যায় তা বর্ণনা করবে।

  1. আপনার ডিভাইসে Email অ্যাপ email 1.3"email 1.4" ছবি বিদ্যমান নয়।email 2.0 চালু করুন।
  2. আপনি প্রথমবার E-mail চালু করলে New Account পর্দা দেখতে পারবেন। আপনার নাম, ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিন।
    email_setupemail_setup 2.0
    আপনি যদি New Account পর্দা না দেখে পেয়ে থাকেন, পর্দায় বাম কোণায় থাকা মেনু আইকনে Orange FxOS button ট্যাপ করুন, তারপর নিচের ডান দিকের কোনায় থাকা একাউন্ট সেটিং গিয়ার Gray FxOS settings gear এবং শেষে Add Account ট্যাপ করুন।
  3. আপনার ইমেইল একাউন্ট তৈরী করতে Next ট্যাপ করুন। শেষ হয়েছে।
    email_setup
    POP3 অ্যাকাউন্ট: আপনার যদি একটি পিওপি থ্রি (POP3) অ্যাকাউন্ট থাকে তবে আপনি Manual setup লিঙ্ক ট্যাপ করুন। Account type, এর নিচে, POP3+SMTP নির্বাচন করুন এবং আপনার পিওপি থ্রী (POP3) ইমেইল সরবরাহকারীর কাছ হতে প্রাপ্ত অ্যাকাউন্ট এর বিস্তারিত তথ্য পূরন করুন।
  4. Next বাটনটি ট্যাপ করুন। আপনার ইমেইল অ্যাকাউন্টটি সেট আপ করা হয়েছে। আপনার সব কাজ শেষ!

ইমেইল সম্পর্কিত আরো তথ্যের জন্য ইমেইল পাঠান এবং পরিচালনা করুন নিবন্ধটি দেখতে পারেন।

দ্রষ্টব্য:
  1. অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার ফোন কে অবশ্যই ওয়াই-ফাই কিংবা সেলুলার নেটওয়ার্কের সাহায্য ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে হবে।
  2. ইমেইল অ্যাপ আপনাকে নতুন একটা ইমেল অ্যাকাউন্ট খোলার অনুমতি দিবে না। আপনি আপনার চলমান ইমেইল অ্যাকাউন্টটি কে শুধু মাত্র এর সাথে সংযুক্ত করতে পারবেন। আপনার যদি একটা নতুন ইমেইল অ্যাকাউন্ট খোলার দরকার পরে তবে ইমেইল অ্যাপ্লিকেশন এ সংযুক্ত হবার পূর্বে ইমেইল অ্যাকাউন্ট সরবরাহকারী প্রতিষ্ঠানে যেয়ে নতুন একটি ইমেইল অ্যাকাউন্ট খুলুন।
  3. বর্তমানে ইমেইল অ্যাপ্লিকেশনটি Hotmail, Yahoo এবং Gmail এই তিনটা ইমেইল সরবরাহকারীকে সমর্থন করে। নতুন অ্যাকাউন্ট স্ক্রিন এ Manual setup ট্যাপ করে আপনি অন্যান্য ইমেইল অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন